৩ মিলিয়ন ইউনিট গেমিং মনিটর সেলের আশা করছে আসুস

মনিটর মার্কেটে আসুসের অবস্থান, বিশ্বজুড়ে চলমান মহামারীর সময়ে মনিটর মার্কেটের সামগ্রিক অবস্থা; উক্ত সময়ে বৈশ্বিক চাহিদার বিপরীতে আসুসের উৎপাদন,লক্ষমাত্রা ইত্যাদি বিষয়ে বিশেষ  সাক্ষাৎকারে বেশ কিছু গুরুত্বপুর্ণ ও Exclusive তথ্য দিয়েছেন কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট Chiu Yao-hui।

আইসি, চিপ এর সংকট এর মধ্যেও উৎপাদন বাড়ানোর আশা করছে আসুসঃ 

মহামারীতে StayHome Stay Safe ক্যাম্পেইন এর কারণে বিশ্বজুড়ে যেমন একদিকে পিসি,ল্যাপটপ, ট্যাবলেট এর চাহিদা ব্যাপক বেড়ে গিয়েছে, তেমনি মহামারীর কারণে ও বৈশ্বিক Chip,IC Shortage এর জন্য উৎপাদন ও ব্যহ্বত হয়েছে ব্যাপক ভাবে। বিশেষ করে গত এক বছর ডিসপ্লে এর আইসি,চিপ এর সংকট ছিল ব্যাপক।

যদিও ডিজিটাইম কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করার সময় আসুসের পক্ষ থেকে চমকপ্রদ কিছু তথ্য দিয়েছেন আসুসের ভাইস প্রেসিডেন্ট Chiu Yao-hui।

এই কঠিন সময়ে শত সীমাবদ্ধতার মধ্যেও আসুস আশা করছে যে তারা বিগত বছরের তুলনায় এবার আরো বেশি পরিমাণে গেমিং মনিটর বাজারে সরবরাহ করবে। উল্লেখ্য,গত বছর আসুস ২ মিলিয়ন অর্থাৎ ২০ লাখ ইউনিট গেমিং মনিটর বাজারে ছেড়েছিল। বিল্ড কোয়ালিটি,প্রিমিয়ামনেস ও পারফর্মেন্স ,স্পেসিফিকেশনের জন্য গেমারদের কাছে আসুস ,বিশেষ করে আসুস এর গেমিং সেন্ট্রিক সব প্রোডাক্টেরই চাহিদা অত্যন্ত বেড়েছে।

Chiu Yao-hui জানান যে আসুস এই বছর ৩ মিলিয়ন ইউনিট গেমিং মনিটর সরবরাহ করার লক্ষ নির্ধারণ  করেছে।

আসুসের সমগ্র মনিটর সেগমেন্টেই বাড়বে উৎপাদনঃ 

Chiu Yao-hui এর মতে আসুসের সব ধরনের  মনিটর উৎপাদনের পরিমাণ ই বৃদ্ধি পাবে এ বছর। ২০২০ সালে আসুস বাজারে ছেড়েছিল ৬.২ মিলিয়ন ইউনিট মনিটর, এ বছর সেই সংখ্যাটি গিয়ে ৭ মিলিয়নে গিয়ে দাঁড়াবে।

বৈশ্বিক মার্কেটেও বাড়বে উৎপাদনঃ

Chiu Yao-hui আরো উল্লেখ করেন যে  বিশ্বজুড়ে  সর্বমোট মনিটর শিপমেন্ট ও ১৩৯ মিলিয়ন থেকে এ বছর ১৫০ মিলিয়নে গিয়ে পৌছাবে। এর মধ্যে গেমিং মনিটর এর উৎপাদন ১৫ থেকে ২০ মিলিয়নে গিয়ে পৌছাবে বলে ধারণা করা হচ্ছে।

ধরে রাখতে চায় মার্কেট শেয়ারের শীর্ষস্থান 

Chiu Yao-hui বলেন যে তারা গেমিং মার্কেটে তাদের অবস্থান ধরে রাখতে HDR, HDMI 2.1 সমর্থিত অনেকগুলো মডেল বাজারে বের করা অব্যাহত রেখেছে।E-Sports সেগমেন্টে মার্কেট শেয়ারে শীর্ষে রয়েছে এই জনপ্রিয় ব্রান্ডটি, যদিও Overall মার্কেট শেয়ারের তালিকায় তারা ৭ম ।

Asus আশা করছে  জাপান,তাইওয়ান, যুক্ররাষ্ট্র ও অন্যন্য ইউরোপীয় দেশগুলোতে তারা বাজার ধরে রাখতে পারবে।

Productivity ,professionals,designers সহ অন্যন্য কনজিউমারদের জন্য বিশেষ নজর দিচ্ছে ব্রান্ডটিঃ 

শুধুই গেমিং সেগমেন্ট নয়, বরং প্রোফেশনালদের জন্য,ডিজাইনার ও  অন্যন্য Productivity ঘরানার  consumer দের জন্য ও  OLED  miniLED-backlit ফিচার্ড মনিটর বাজারে ছেড়েছে আসুস। HDR এর ব্যাপারে বিশেষ গুরুত্ব ও আগ্রহ সহকারে কাজ করছে  ব্রান্ডটির Developers ও Researchers রা। বিশেষ করে ProArt নামের একটি ডেডিকেটেড সিরিজ/সাবব্রান্ড এর কারণে সমগ্র উৎপাদন ই বৃদ্ধি পেয়েছে।

বছরের প্রথম ভাগে তাদের মনিটর শিপমেন্ট ৫০% বৃদ্ধি পেয়েছে। যদিও বিভিন্ন কারণে তা পরবর্তী সময়ে একই থাকবে।

 

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot
monperatoto monperatoto monperatoto monperatoto