আসসালামু আলাইকুম, বর্তমানে আমারা অনেকেই নিজের মনের মত করে Pc Case MOD করে থাকি যা দেখতে অনেক আকর্ষণীয় হয়, অনেক আর্ন্তজাতিক প্রতিযোগিতা ও হয় এটি নিয়ে। অংশগ্রহনকারীদের কাজ দেখলে আসলেই মাথা খারাপ হয়ে যায়, আজ আমি আপনাদের ছোট একটি MOD দেখাবো যা আপনারা কোন খরচ ছাড়াই করতে পারেবেন। তবে অবশ্যই আপনাকে ASUS Motherboard এর মালিক হতে হবে।
প্রতিবার কম্পিউটার অন করার সময় আমরা Motherboard manufacturing company এর logo দেখে থাকি কেমন হবে যদি সেটি পরির্বতন করে নিজের মনের মত করে logo লাগাতে পারি। ASUS AI Suite software এর মাধ্যমে সহজেই কাজটি করা সম্ভব।
যা যা প্রয়োজনঃ
১. ASUS AI Suite software. (মডেল অনুসারে).
২. Latest Bios file (মডেল অনুসারে).
৩. আপনার নিজের ডিজাইন করা logo.
কর্মপ্রক্রিয়াঃ
প্রথমেই আপনার মনের মত করে logo তৈরী করে নিন, logo টিকে 640*480 px করে jpg/png তে save করুন, jpg তে করাই ভাল।
এরপর ASUS AI Suite এবং Bios file download করুন, ASUS AI Suite install ও pc restart দেবার পর ASUS AI Suite Open করে EZ Update option এ ঢুকুন Bios File select করে Mylogo বাটন এ ক্লিক করুন। তার পর আপনার logo টিকে সিলেক্ট করে দিন। সব শেষ এ Update> Finish > Ok, Update শেষ হলে আবার Ok করে Pc Restart করলেই কাজ শেষ।
এর পর থেকে আপনার logo টিকে দেখতে পারবেন Pc অন হবার সময়।
সর্তকতাঃ
Update প্রক্রিয়া চলার সময় অন্য কাজ করবেন না এবং UPS ব্যাকআপ রাখবেন।
Logo background / logo সাইড এর অংশে কাল থাকলে দেখতে সুন্দর হবে।