নিজেই তৈরি করুন মিনি ড্রোন

তেমন কোন পূর্ব পরিকল্পনা ছাড়াই, এই DIY প্রজেক্টটি হাতে নেওয়া হয়। যারা মাছির চোখে নিজেকে দেখতে চান মিনি ড্রোন ব্যবহার করে তাদের জন্যই আমাদের আজকের এই প্রজেক্টি।

বাংলাদেশের আইনে ড্রোন আমদানী নিষিদ্ধ তাই আমাদের আর্ডার করা প্রথম মিনি ড্রোন টি সুল্কবিভাগ আটকে দিয়ে চিঠি পাঠায়, অনেক চেষ্টার পর ও তা উদ্ধার করা সম্ভব হয় নি। তাই আবার একটি অর্ডার করতে হয়, পরের টি সমস্যা ছাড়ায় পাওয়া গেছে ।

আমাদের লক্ষ্য হচ্ছে, একটি মিনি ড্রোন এর উপর wireless camera লাগিয়ে তা মোবাইল / পিসিতে কানেক্ট করে নিয়ন্ত্রন এবং ভিডিও রেকর্ড করা।

তাই আমাদের ৪টি জীনিসের ও একটু MOD এর প্রয়োজন হবে।

১. মিনি ড্রোন
২. Camera Stand
৩. FPV Camera
৪. FPV Receiver

এবং পিসি বা OTG supported মোবাইল।

মিনি ড্রোন এ যা থাকছে
১. একটি ড্রোন
২. ব্যাটারি
৩. Controller
৪. চার্জিং এর জন্য extension cable
৫. Charging Dock
৬. USB Charging Cable

FPV Camera এর সাথে থাকছে
১. FPV Camera ও
২. Power extension cable.

FPV receiver এর সাথে থাকছে
১. FPV receivers
২. Antenna
৩. OTG cable

Dron US $18.56
Camera Stand US $1.59
FPV Camera US $22.99
FPV Receiver US $19.91
Total US $40.06

এগুলো Ali express থেকে অর্ডার করে আনা হয়েছে

এবার কাজ শুরু করা যাক,
প্রথমেই camera stand টি মিনি ড্রোন টির উপর লাগিয়ে নিতে হবে । ক্যামেরাটি আটকে রাখার জন্য 3M double-sided টেপ লাগাতে হবে। যেহেতু ড্রোন এর ব্যাটারি টি দিয়ে ক্যামেরা তে পাওয়ার দিচ্ছি তাই camera power cable টি পরিমান মত কেটে, সোল্ডারিং করে বোর্ডের সাথে লাগিতে নিতে হবে।

এবার ব্যাটারিটি মিনি ড্রোনে প্রবেশ করে সংযোগ দিলেই ক্যামেরা ও মিনি ড্রোন ২ টিতেই পাওয়ার পাবে।
তারপর FPV receiver টি মোবাইলে OTG cable দিয়ে কানেক্ট বা পিসিতে কানেক্ট করে camera app চালু করেলেই ভিডিও দেখা যাবে। এখন আপনারা Controller দিয়ে ইচ্ছামত মিনি ড্রোন চালিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন।

Video quality তেমন ভাল না তাই শুধু শখ করেই এটি বানাতে পারেন, ব্যাটারি সাইজ ছোট হওয়াতে রান টাইম ৪-৫ মিনিট

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot