পোস্টটির সম্পূর্ণ বিষয়টি 3200MHz Speed নিয়ে বর্ণনা করা হয়েছে।
RAM এর কাজ হলো অস্থায়ী ডাটা স্টোরেজ হিসাবে কাজ করে। HDD থেকে যখন কোনো কিছু ওপেন করা হয় তখন HDD সেটিকে RAM এর কাছে ট্রানসফার করে যাতে Processor সেটিকে দ্রুত processing করতে পারে।
#RAM_speed
RAM এর ক্ষেত্রে Speed এর বিষয় টি নিয়ে অনেক জটিলতা এবং অনেকের মনে অনেক প্রশ্ন রেয়েছে।
শুধুমাত্র Clock Speed অর্থাৎ যেটাকে আমার Mhz speed বলে চিনি। Clock Speed দিয়েই একটি RAM এর Performance সম্পর্কে ধারণা করা ঠিকনা।
আরও কিছু বিষয় আছে এগুলো হলো :
“Clock Cycle”
“CL” -CAS Latency”
“CAS Latency Timing”
এবার প্রশ্ন আসতে পারে Clock Cycle,CAS Latency & CAS Latency Timing জিনিস টা আবার কি?
#Clock_Cycle
Clock Cycle টা হলো একটি Ram প্রতি সেকেন্ডে কতবার ডাটা Read & write করতে পারে সেটিকে বোঝায়।
একবার Read & Write করলে 1 Clock Cycle হয়।
একটি RAM প্রতি সেকেন্ড যত বেশি Clock Cycle পূর্ণ করবে সেই RAM এর DATA Read & Write ক্ষমতা তত বেশি।
উদাহরণ হিসেবে হিসেবে বলা যায়, 3200Mhz RAM এর প্রতি সেকেন্ডে Clock Cycle এর সংখ্যা 3.2 Billion.
Clock Cycle এর সাথে DDR বিষয় টি এর সংযোগ রয়েছে।
DDR এর মানে হলো “Double Data Rate”
তাই DDR দিন দিন যত বৃদ্ধি পাবে RAM এর Clock Cycle ও দিন দিন বাড়তে থাকবে।
#CAS_Latency
CAS Latency এর মানে হলো
“Column Access Strobe Latency”
আপনার যখন RAM কিনবেন তখন RAM এর প্যাকেট বা RAM উপর দেখবেন লেখা থাকে
CL-16-17-17-35.
CAS Latency টা কি আসলে?
CAS Latency হলো একটি RAM একটি কাজ সম্পন্ন করতে কি পরিমাণ Clock Cycle ব্যবহার করে সেটাকে বোঝায়।
একটি RAM একটি কাজ সম্পন্ন করতে যত কম Clock Cycle ব্যাবহার করবে সেই RAM তত Fast.
উদাহরণ হিসেবে বলা যায়
যদি কোনো RAM এর CL16-17-17-35 হয় তাহলে RAM টি একটি কাজ সম্পন্ন করতে 16 টি Clock Cycle ব্যাবহার করবে।
#CL_Timing
CAS Latency Timing বলে বোঝায় একটি RAM একটি কাজ সম্পন্ন করতে কি পরিমাণ Clock Cycle ব্যাবহার করে কত কম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারবে।
উদাহরণ হিসেবে বলা যায়,
3200Mhz CL14-15-15-39 এর একটি কাজ সম্পন্ন করতে 14 টি Clock Cycle ব্যাবহার করবে।
এবার প্রশ্ন হলো এই 14টি Clock Cycle ব্যাবহার করে কত সময়ে কাজটি সম্পন্ন করতে পরবে?
CAS Latency Timing বের করার জন্য একটি সূত্র রয়েছে সূত্রটি হলো:
( CAS Latency*(1/ (RAM Clock Cycle /2)))= CAS Latency Timing
সুতরাং
CAS Latency = 14
Clock Cycle = 3.2 Billion
CAS Latency Timing =?
আমার জানি,
1Second = 1000000000
(14*(1/(3,200,000,000/2)))
=0.0000000088 second
=(0.0000000088÷1000000000) nanosecond
=8.8 nanosecond
রিসার্চ এবং আইডিয়া Ar Rafi Islam Akib
সম্পাদনা এবং সংস্করণ PC Builder Bangladesh