Search

এনাউন্স হলো Apple iMac: জেনে নিন সব

April 2021 এর Apple Event এ Apple এনাউন্স করেছে iMac সহ আরো বেশ কিছু প্রোডাক্ট। চলুন দেখে নেওয়া যাক  এবারের iMac এর খুটিনাটি বিভিন্ন বিষয় সম্পর্কে।

iMac এর ডিজাইনের ইতিহাসঃ 

aluminum iMac এপল প্রথম নিয়ে আসে ২০০৭ সালের আগস্টে। সেটি ২০ ও ২৪ ইঞ্চির দুটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছিল। যেটি একটি বড় আপগ্রেড ছিল পুর্বের প্লাস্টিক বডি আইম্যাক থেকে যেগুলো ২০০৪-২০০৭ এর মধ্যকার সময়টিতে পাওয়া যেত।

যদিও এলুমিনিয়াম আইম্যাক এর পেছনের অংশে ঠিকই প্লাস্টিক দিয়েছিল Apple।

২০০৯ সালের iMac এ Apple 21.5,27 ইঞ্চির দুটি ভ্যারিয়েন্টে full-aluminum ডিজাইন নিয়ে আসে। ২০১২ এর অক্টোবরের নতুন iMac এ এপল বেশ মেজর কিছু পরিবর্তন নিয়ে আসে, আল্ট্রা-স্লিম ডিজাইন ল্যাংগুয়েজ ,no Superdrive, 5mm এর thinnest point ছিল উল্লেখযোগ্য বিষয়।

২০১৫ সালে retina display যোগ হয় iMac এ।

ডিজাইনঃ 

প্রথমেই ডিজাইন নিয়ে আলোচনা করা যেতে পারে। Apple এর এই All in one Desktop Computer টির ফর্ম ফ্যাক্টর বেশ compact।

২৪ ইঞ্চি iMac এর measurement অনেকটা এরকমঃ

  • Weight: 9.83 pounds
  • Width: 21.5-inches
  • Height: 18.1-inches
  • 11.5mm thin

ডিজাইন এর কথা বলতে গেলে এবারের iMac টি বেশ Slim Profile অফার করছে, ডিসপ্লের চারপাশে বেশ চিকন বেজেল রয়েছে। সামনের দিকে ডিসপ্লে এর উপর নিচ চারদিকে color language বেশ হালকা, একেবারেই light tone দেওয়া হয়েছে। পেছনের দিকে গেলে দেখা যাবে উলটো চিত্র। এখানে সামনের দিকের হালকা টোন এর বিপরীতে কালারগুলো অনেক deep,bold saturated দেখতে পাওয়া যায়।

সাতটি রঙ এ পাওয়া যাবে এবারের নতুন iMac । সেগুলো হলো green, yellow, orange, pink, purple, blue, and silver।

Processor এবং অন্যন্য Specs: 

গত বছরই টেক জগতে প্রবেশ করা Apple এর আলোচিত M1 চিপ এর দেখা মিলছে MacBook Air, 13-inch MacBook Pro, এবং Mac mini তে। ব্যতিক্রম নয় এবারের iMac ও। M1 চিপ এর ব্যবহার ability,AI,performance  ও power এর দিক দিয়ে iMac কে নতুন মাত্রা এনে দিচ্ছে Apple এর অন্য সব প্রোডাক্ট এর মতই তা বলার অপেক্ষা রাখে না,পাশাপাশি আরো একটি উল্লেখ করার মত বিষয় হচ্ছে M1 এর এর মধ্যেই । আগেকার iMac গুলোর মধ্যকার logic বোর্ড ছিল বিশাল। সাথে CPU,GPU ও অন্যন্য কম্পোনেন্টগুলো ও ছিল আলাদা আলাদা ছিল সিস্টেমে। ফলে ফর্ম ফ্যাক্টর ও পাওয়ার consumtion দুটিই ছিল drawback। system on chip আর্কিটেকচারের কারণে CPU ,GPU এবার M1 চিপ এর মধ্যে একসাথে থাকায় iMac এর লজিক বোর্ড আগের থেকে অনেক ছোট ও compact, power consumtion ও হবে অনেক কম।

M1 একটি 8 Core CPU (এর চারটি কোর performance core, ৪টি কোর power saving core)। সাথে GPU পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্ট এ, একটির GPU 7 Cores, আরেকটির 8 Cores।

এই ২টি ভ্যারিয়েন্ট এর স্টোরেজ অপশন রয়েছে বেশ কয়েকটি, অপেক্ষাকৃত কম দামী 7 Core GPU ভ্যারিয়েন্টে ২৫৬ জিবি এসএসডি থাকছে যেটি আপগ্রেড করা যাবে 512GB/1TB পর্যন্ত, অন্যদিকে বেশি দামী 8 Core GPU ভ্যারিয়েন্টে এসএসডি থাকছে ২৫৬,৫১২ গিগাবাইট যা (1TB থেকে 2TB পর্যন্ত expand করা যাবে)।

(উল্লেখ্য যে কমদামী ভ্যারিয়েন্টটির কালার অপশন ও সংখ্যায় কম, ৭টির বদলে Blue,Green,Pink,Silver এই চারটি কালারে পাওয়া যাবে কমদামী ভ্যারিয়েন্টটি)

মেমোরি হিসেবে রয়েছে 8GB Unified Memory। যা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Display:

24 ইঞ্চি সাইজের  4.5k Retina Display দেওয়া হয়েছে এবারের iMac এ। 4480-by-2520 রেজুলুশনের এই ডিসপ্লে এর Brightness 500 nits, wide color p3 supported । ব্যবহার করা হয়েছে True Tone Technology।

একটি 60hz 6k রেজুলুশনের external display ও সাপোর্ট করছে iMac। রয়েছে thunderbolt 3 digital video input ।

অডিওঃ 

এবারের iMac এ রয়েছে High-fidelity six-speaker system with force-cancelling woofers। আরো উল্লেখযোগ্য ফিচারগুলো হলোঃ

  • Wide stereo sound
  • Support for spatial audio when playing video with Dolby Atmos
  • Studio-quality three-mic array with high signal-to-noise ratio and directional beamforming
  • Support for “Hey Siri”

 

ক্যামেরাঃ 

রয়েছে 1080p FaceTime HD camera with M1 image signal processor।

Accessories: 

নতুন iMac টির জন্য apple লঞ্চ করেছে নতুন একটি Magic Keyboard with touch id। প্রথমবারের মত apple এর কোনো external keyboard touch id এর সাথে আসতে যাচ্ছে। কিবোর্ড ,মাউস, টাচপ্যাড এর কালার থিম iMac এর সাথে মিল রেখেই করা হয়েছে।

expansion: 

এবার এর iMac এ পোর্টস সেকশনে রয়েছেঃ

  • DisplayPort
  • Thunderbolt 3 (up to 40Gb/s)
  • USB 4 (up to 40Gb/s)
  • USB 3.1 Gen 2 (up to 10Gb/s)
  • Thunderbolt 2, HDMI, DVI, and VGA supported using adapters (sold separately)
  • 3.5mm jack ,2 usb 3 ports

বক্সে যা যা থাকছেঃ 

  • iMac
  • Magic Keyboard with Touch ID
  • Magic Mouse
  • 143W power adapter
  • Power cord (2 m)
  • USB-C to Lightning Cable

Apple iMac এর দামঃ 

ভ্যারিয়েন্ট অনুসারে বিভিন্ন স্পেসিফিকেশন এর পার্থক্য থাকবে iMac গুলোতে, সে অনুযায়ী দামের ও হবে পার্থক্যঃ

  • $1,299 – 8-core CPU and 7-core GPU with 8GB র‍্যাম, 256GB  এসএসডি, ২টি Thunderbolt ports,  Magic Keyboard without Touch ID, and a Magic Mouse.

Available in: Green, pink, blue, and silver.

  • $1,499 – 8-core CPU and 8-core GPU with 8GB র‍্যাম, 256GB এসএসডি, ২টি Thunderbolt ports, ২টি USB 3 ports, a Magic Keyboard with Touch ID, a Magic Mouse, and Ethernet connectivity.

Available in: Green, yellow, orange, pink, purple, blue, and silver

কবে থেকে পাওয়া যাবে? 

এপ্রিলের ৩০ তারিখ থেকে iMac Pre-order করা যাবে এবং মে মাসের দ্বিতীয় অর্ধ থেকে শিপমেন্ট শুরু হবে।

Share This Article

Search