মিড রেঞ্জ ল্যাপটপ গুলোর মধ্যে লেটেস্ট MX Series জিপিউ কোনটি? Upcoming Nvidia MX 300 Series জিপিউ লাইনআপ।

পিসি বিল্ডি এর সময় আমার যখন গ্রাফিক্সকার্ড বাছাই করি। তখন আমার সবাই চাই যে বাজেট
এর মধ্যে বেস্ট পারফরম্যান্স দিবে এমন গ্রাফিক্সকার্ড বাছাই করে থাকি। বাছাই এর সময় আমারা
আরও একটা দিক লক্ষ্য রাখি সেটা হলো কোনো প্রকার বোটোলনেক যেন সিস্টেম না হয়। সে
জন্য আমরা সিপিউ এর দিকে লক্ষ্য রেখে গ্রাফিক্সকার্ড বাছাই করে থাকি। কিন্তু আমার যখন
একটা ল্যাপটপ কিনতে যায় তখন আমার অধিকাংশই গ্রাফিক্সকার্ড এর দিকে গুরুত্ব না দিয়ে
শুধু সিপিউ এর দিকে গুরুত্ব দিয়ে থাকি। যার ফলে হয় কি আপনি ল্যাপটপ থেকে যেমন টা
পারফরম্যান্স আশা করছিলেন ঠিক তেমন পারফরম্যান্স পাচ্ছেন না।
|||
আজকের আর্টিকেলটি মূলত Nvidia MX Series & Upcoming MX Series গ্রাফিক্সকার্ড নিয়ে।
যেগুলো বর্তমান ল্যাপটপ গুলোতে ব্যাবহার হচ্ছে।
|||
আমরা যখন কোনো ল্যাপটপ কেনার কথা ভাবি। সর্ব প্রথম আমরা দুইটা জিনিস এর প্রতি
লক্ষ্য করি। ১. সিপিউ এর জেনারেশন কোনটা, ক্লক স্পীড, কোর থ্রেড কয়টা। ২. গ্রাফিক্সকার্ড
কত জিবি। অথচ গ্রাফিক্সকার্ড এর দিকে ও আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে। যেমন:-
★কত সালে এটি রিলিজ হয়েছে?
★জিপিউ আর্কিটেকচার বা টেকনোলজি?
★ ক্লক স্পীড কতো?
★ ব্যান্ডউইথ কতো?
★ TDP কতো?
|||
আপনি যখন এগুলো যাচাই করে কিনবেন তখন আপনি আপনার ল্যাপটপ থেকে আশানুরূপ
পারফরম্যান্স পাবেন।র্তমান মার্কেটে MX 110, MX 130, MX 150, MX 230, MX 250
গ্রাফিক্সকার্ড সহ ল্যাপটপ পাওয়া যায়।

Nvidia MX 100 Series

Mx 110,130,150 এই গ্রাফিক্সকার্ড গুলো ২০১৭ সালের নভেম্বর মাসে লঞ্চ হয়।
Mx100 series এর গ্রাফিক্সকার্ড গুলো Nvidia এর Maxwell আর্কিটেকচারে 28nm
টেকনোলজি দিয়ে তৈরি। যার TDP (Thermal Design Power) যথাক্রমে :- 30w,
30w, 25w. Memory Type DDR3. Mx 150 Memory Type DDR5, Memory
Speed 1800Mhz, MX 150 Memory Speed 6008MHZ

Mx 200 Series

Mx 230,,250 এই গ্রাফিক্সকার্ড গুলো ২০১৯ সালের ২০শে ফেব্রুয়ারি লঞ্চ হয়।
Mx200 series এর গ্রাফিক্সকার্ড গুলো Nvidia এর Pascal আর্কিটেকচারে 14nm
টেকনোলজি দিয়ে তৈরি। যার TDP (Thermal Design Power) যথাক্রমে :- 10w, 25w.
Memory Type GDDR5, Memory Speed 7000Mhz.

Nvidia MX 300 series

Mx 330,,350 এই গ্রাফিক্সকার্ড গুলো ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি লঞ্চ হয়।
Mx300 series এর গ্রাফিক্সকার্ড গুলো Nvidia এর
Pascal আর্কিটেকচারে 14nm টেকনোলজি দিয়ে তৈরি।
বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে MX 330 পিসি এর GT 1030 এর কাছাকাছি পারফরম্যান্স দিবে।
Memory Type GDDR5
Memory Speed 7000Mhz
TDP 25 watt
এবং
MX 350 ল্যাপটপের GTX 1050 এর সমান পারফরম্যান্স দিবে। যার ফলে রেগুলার ল্যাপটপ
গুলোয় Division 2, Metro Exodus, Fifa 20 এর মতো গেমস গুলো মিডিয়াম সেটিংস এ
বেস ভালো ফ্রেমরেট পাওয়া যাবে।
Memory Type GDDR5
Memory Speed 7000Mhz
TDP 20watt
উপরে 3D Mark Ice Strom 1080p Extreme Score দেখতে পারছেন। এটি মূলত
জিপিউ বেইজ একটি টেস্ট। যথাক্রমে :
MX 110- 41631
MX 130- 44243
MX 150- 4658.6
MX 230- 61903
MX 250- 65863
MX 330- 67932
MX 350- 79699
বর্তমানে মর্কেটে MX230 এবং MX 250 এর জিপিউ গুলো গ্রফিক্স এর কাজে বেস্ট
পারফরম্যান্স পাবেন। Nvidia MX 300 series এর জিপিউ সহ ল্যাপটপ গুলো ২০২০
এর মাঝামাঝি বা শেষ এর দিকে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে।
|||
তাই পরামর্শ থাকবে আপনি যদি গ্রাফিকাল কাজের জন্য
ডেডিকেটেড গ্রাফিক্সকার্ড সহ ল্যাপটপ কিনতে চান এবং আপনার বাজেট যদি ৪৫
হাজার এর বেশি হয়ে থাকে তাহলে MX 100 series এর ল্যপটপ গুলো না নিয়ে।
MX 230, MX 250 জিপিউ সহ ল্যাপটপ নিতে পারেন অথবা MX 300 series এর
জন্য অপেক্ষা করতে পারেন। যেটা আপনার কাজের জন্য বেস্ট পারফরম্যান্স দিবে।

Share This Article

Search