RX 7600 বিশ্বব্যাপী সমালোচিত। দেশে Budget King

সম্প্রতি এএমডি লঞ্চ করেছে তাদের Radeon RX 7000 সিরিজের গ্রাফিক্স কার্ড RX 7600 8G। শেষ মুহুর্তে দাম পরিবর্তন, রিলিজ ডেট পরিবর্তন,ভুল ড্রাইভার পাঠানো ও আগের জেনারেশন এর তুলনায় পারফর্মেন্স খুব বেশি ভালো না হওয়ার পাশাপাশি আরো অনেক কারণে রিভিউয়ার দের সমালোচনার মুখে পরেছে গ্রাফিক্স কার্ডটি। তবে বহিবিশ্বে যাই হোক না কেন, দেশের বাজারে আকর্ষণীয় দামে রিলিজ হওয়ায় আপাতত চাহিদার তুঙ্গে রয়েছে এই গ্রাফিক্স কার্ডটি। আজকের লেখায় আলোচনা হবে RX 7600 এর দেশ বিদেশের অবস্থা নিয়ে।

RX 7600 Specs ,vs RX 6600,6600 XT

প্রথমেই RX 7600 এর স্পেসিফিকেশন এর দিকে এক নজর চোখ বুলিয়ে নেওয়া যাক। ৫ ন্যানোমিটার প্রসেসে NAVI ৩৩ এক্সএল জিপিইউ ফিচার করছে এটি। RDNA3 আর্কিটেকচারের এই জিপিইউটিতে রয়েছে ২০৪৮ টি কোর বা স্ট্রিমিং প্রসেসর,১২৮টি TMU ও এর অর্ধেক সংখ্যক ROP।

RX 7600 এর গেম ক্লক স্পিড ২.০৪ গিগাহার্জ থেকে ২.৬৫ গিগাহার্জ পর্যন্ত। ৩২টি CU এর সাথে আছে সমসংখ্যক CU।

 

মেমোরি কনফিগারেশন এর দিকে যদি একটু আলোকপাত করি, তাহলে দেখা যাচ্ছে যে 8GB GDDR6 মেমোরি রয়েছে এতে, যার বাস ১২৮ বিট ও স্পিড ১৮গিগাবাইট/সেকেন্ড। মেমোরির ক্লক স্পিড 2250 Mhz । এর সাথে রয়েছে 32 মেগাবাইট 2nd gen L2 Cache বা ইনফিনিটি ক্যাশ।  RX 7600 এর টিডিপি ১৬৫ ওয়াট। এই ছিল  RX 7600 এর মোটামুটি স্পেসিফিকেশন।

এর সাথে যদি আমরা এর পুর্বসুরী RX 7600 এর তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে ২৫৬টি স্ট্রিমিং প্রসেসর বেড়েছে, বুস্ট ক্লক বেড়েছে ১৫০-২০০ মেগাহার্জ মত। এছাড়া আর কোথাও কোনো পরিবর্তন নেই। টিডিপি বেড়েছে ৩০ ওয়াট মত ,কম্পিউটিং ইউনিট,রে ট্রেসিং ইউনিট ২৮ থেকে বেড়ে হয়েছে ৩২। এছাড়া মেমোরি কনফিগারেশনে মেমোরি স্পিড ছাড়া বাকি সবগুলো স্পেসিফিকেশনই অপরিবর্তিত রয়েছে দেখা যাচ্ছে। এক্ষেত্রে স্পেকস অনুসারে আমরা বলতে পারি খুব বেশি আপগ্রেড আনা হয়নি দুই জেনারেশন এর মাঝে। দেখে অনেকটা Refresh প্রোডাক্ট বলেই মনে হচ্ছে। এই অল্প পরিমাণ আপগ্রেড এর জন্য পারফর্মেন্স এর পার্থক্য ও যে খুবই অল্প তা এখান থেকে কিছুটা আন্দাজ করা যায়।

সমালোচিত  হওয়ার কারণসমুহ

শীর্ষস্থানীয় ইউটিউবারদের মধ্যে অনেকেই এই গ্রাফিক্স কার্ডটা, সাথে ব্রান্ড হিসেবে এএমডির পরিকল্পনা,কার্যকলাপের কড়া সমালোচনা করেছেন। একদম শেষ মুহুর্তে এসে দাম পরিবর্তন করায় অনেক কেই তাদের প্রায় শেষ করে ফেলা ভিডিও নতুন করে তৈরী করতে হয়েছে। এছাড়াও গেমারস নেক্সাস ভুল ভাল ড্রাইভার পাঠানো, একাধিক বার রিলিজ ডেট পরিবর্তন করার বিষয়টা তুলে এনেছেন।

Hardware Unboxed এর স্টিভ এর মতে এএমডি সম্ভবত এই জিপিইউটির দাম কিছুদিন এর মধ্যেই কমিয়ে আনবে, সেক্ষেত্রে এটা যদি তাদের নিয়মিত পরিকল্পনার অংশ হয়ে থাকে সেক্ষেত্রে এটা তাদের ব্রান্ড ভ্যালু ও খ্যাতির উপর বাজে ভাবে প্রভাব ফেলবে। তার মতে এক্ষেত্রে নেগেটিভ রিভিউ ও সমালোচনা এএমডির প্রাপ্য। যদি তারা অযাচিত দামে দুর্বল প্রোডাক্ট বারবার লঞ্চ করে ও কিছুদিন পর দাম কমানোটাকে নিয়ম বানিয়ে ফেলে তাহলে তাদের ফাঁদে পা দিয়ে অপেক্ষাকৃত কম খোজ খবর নিয়ে কেনাকাটা করা ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন যারা প্রথম দিকেই প্রোডাক্টটি কিনে ফেলেন।

হার্ডওয়্যার আনবক্সড এর মতে এই গ্রাফিক্স কার্ডটির দাম আসলে ২৫০ ডলার হওয়া উচিত। গেমারস নেক্সাস প্রোডাক্ট এর থেকে অবশ্য ব্রান্ড হিসেবে এএমডির নিজেদের প্রতি আত্মবিশ্বাস এর অভাব, সিদ্ধান্তহীনতায় ভোগার ব্যাপার গুলো সামনে এনেছে বেশি।

পারফর্মেন্স নিয়েও সমালোচনার জায়গা রয়েছে। দাম দিয়ে AMD এই প্রোডাক্টটি সম্পর্কে কিছুটা ভালো মন্তব্য পেলেও আগের জেনারেশন এর তুলনায় পারফরমেন্স এর পার্থক্য মোট্বেও সন্তোষজনক নয়। তবে RTX 4060 Ti এর মত একেবারেই যে খারাপ তা অবশ্য বলা যাবে না। HUB এর রিভিউ তে গড়ে ২৪% মত ফাস্ট পাওয়া গিয়েছে Radeon RX 7600 কে। 1440p তে তা বেড়ে দাড়িয়েছে ২৬% এ। তবে হতাশার ও সমালোচনার জায়গাটা মুলত এই জায়গায় যে এই RX 6600  23-25% পারফর্মেন্স এর উন্নতির পরেও পারফর্মেন্স আসলে RX 6650 XT এর আশেপাশে বা সামান্য বেশি। অর্থাৎ RX 6600 XT বা RX 6650 XT এর ব্যবহারকারীদের জন্য এটা একেবারেই কোন আপগ্রেড নয়।

HUB এর রিভিউ তে দেখা গিয়েছে বেশ কিছু গেম এ RX 7600 আগের জেনারেশন এর RX 6600XT, 6650 XT থেকে পিছিয়ে আছে কিংবা একই রকমের ফ্রেমরেট দিচ্ছে।

আরেকটি ব্যাপার হচ্ছে, RTX 3060 Ti, NVIDIA এর আগের জেনারেশন এর 400 USD এর গ্রাফিক্স কার্ড এর যে পারফর্মেন্স, গত জেনারেশন এর 6700 XT ছাড়া 6650 XT কিংবা এই জেনারেশন এর 7600 কোনোটাই তাকে পেছনে ফেলা দূরে থাকুক, ধারে কাছেও যেতে পারেনি। 7600 এখনো RTX 3060 Ti থেকে 1440p তে ১৬% ও 1080p তে ১৯% মত পিছিয়ে আছে। আমরা যদি আগের জেনারেশন এর GPU গুলোর কথা বলি, ৩৮০ ডলারে RX 6600 XT কিংবা 400 ডলারে RX 6650 XT, কোনোটাই RTX 3060 Ti এর কাছাকাছি যেতে পারেনি পারফর্মেন্স এর দিক দিয়ে। ঠিক এজন্যই AMD এর প্রোডাক্টগুলো Value এর দিক দিয়ে মার খেয়ে যায়, এটা তার অন্যতম উৎকৃষ্ট একটি উদাহরণ। এই কারণেই AMD কিছুদিন পরপর দাম কমাতে বাধ্য হয়।

দাম কমানোর পরেও ফ্রেমরেট-ভ্যালুর দিক দিয়ে নিজেদেরই অনেক প্রোডাক্ট এর ধারে কাছে যেতে পারেনি AMD । RX 6700 XT মাত্র ৩৩০ ডলারের আশেপাশে RTX 3060 Ti এর সমান বা তার থেকে ভালো এফপিএস দিচ্ছে, 4060 Ti থেকেও যা ভ্যালু অনুসারে অনেক ভালো অবস্থানে আছে।

আলোচনাটা শেষ করা যেতে পারে VRAM এর ব্যাপারটা দিয়ে, কিছুদিন আগেই AMD তাদের GPU গুলোতে অনেক কম দামেই বেশি VRAM পাওয়া যায়, মাত্র ৩৫০ ডলারের আশেপাশেই ১২ জিবি ভির‍্যাম পাওয়া যায় এই ধরনের খোচা দিয়েছিল এনভিডিয়াকে। এছাড়াও বিভিন্ন স্থানে,ব্লগে,আর্টিকেলের মাধ্যমে 8GB VRAM যে ২০২২ সালে যথেষ্ট নয়, কমপক্ষে ১২ গিগাবাইট লাগবে , এই ধরনের বিজ্ঞাপন এএমডিকে করতে দেখা গিয়েছে। সেখানে কিছুদিন পর নিজেরাই 8GB VRAM এর ,১২৮ বিট বাসের গ্রাফিক্স কার্ড লঞ্চ করে বসছে। অবশ্যই দাম এর দিকে চিন্তা করলে হয়তো ৮ গিগাবাইট ঠিক আছে, আর AMD অবশ্য RX 7600 এর মার্কেটিং ও করেছে 1080p কার্ড হিসেবে। কিন্ত 1080p হিসেবেও VRAM এর দিক দিয়ে ফিউচার প্রুফ না এই 8GB VRAM. আর 1440p performance এর দিকে যদি লক্ষ করি, আগের জেনারেশন থেকে ২৬% ফাস্ট হওয়াটা কিন্ত খারাপ নয় একদমই। বরং বোঝা যাচ্ছে এই কার্ড 1440p এর জন্য সম্পুর্ণ প্রস্তুত ,বরং কিছু দিন এর মধ্যে শুধুমাত্র অল্প পরিমাণ VRAM এর জন্যই এটা খারাপ করতে শুরু করবে, ভালো করার সম্পুর্ণ সক্ষমতা থাকার পরেও।

দেশের বাজারে চাহিদার শীর্ষে RX 7600

তবে, RX 7600 যতই সমালোচনার মুখে পরুক না কেন,দেশের বাজারে রিলিজ এর সাথে সাথেই এভেইলেবল হয়েছে ও বাজেট বিল্ডারদের আগ্রহ এর কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।

২৭০ ডলার MSRP এর এই গ্রাফিক্স কার্ডটির প্রাইসিং দেশে UCC করেছে ৩৫ হাজার টাকা।আমাদের দেশের প্রেক্ষাপট, ট্যাক্স,শিপমেন্ট এর খরচ,ডলার এর দাম ও গ্রাফিক্স কার্ড প্রাইসিং এর প্রথা বিবেচনায় আনলে এই দামটি নিয়ে একেবারেই সমালোচনা করার জায়গা নেই।

Sapphire Pulse এর RX 7600 দেশের বাজারে তাই ভালোই প্রভাব ফেলেছে। মুলত ৩০-৪০ হাজার টাকায়  লম্বা একটা সময় কোনো Value for money গ্রাফিক্স কার্ড ছিল না। মাঝে কিছু সময় RTX 3050 ও এর পর Intel arc A750 8G বাজারে একছত্র আধিপত্ব বিস্তার করেছে । বলতে গেলে Intel Arc কে আপাতত ঠান্ডা করেছে RX 7600। কারণ পারফর্মেন্স ও জেনারেশন হিসেবে উন্নতি,স্পেসিফিকেশন যতই প্রশ্নবিদ্ধ হোক, RTX 3060 12G থেকে ১০% মত এগিয়ে রয়েছে RX 7600।সেই হিসেবে Arc থেকেও আরো বেশি এগিয়ে থাকার কথা এটার।  এদিকে দেশের বাজারে RTX 3060 গুলোর দাম শুরু হয় ৪৫ হাজার টাকা থেকে। এই ব্যাপারটি থেকে এটা স্পষ্ট যে পারফর্মেন্স ও দামের বিবেচনায় RX 7600 এর প্রভাব অনেক বেশি এই বাজারে ও এর ধারে কাছেও আপাতত কোনো গ্রাফিক্স কার্ড নেই। এবং আশা করা যেতে পারে যে পরবর্তীতে 7600 এর দাম আরো কয়েক হাজার টাকা কমবে।

এবং ওদিকে Intel Arc A750 এর দাম ইন্টেল অফিশিয়ালি ২০০ ডলারে নামিয়ে নিয়েছে এটাও কারো অজানা নয়। এই প্রাইস আপডেট হলে দেশের বাজারে নতুন শিপমেন্টে হয়তো ২৬-২৮ হাজার টাকার মধ্যেই (বা এর ও কম দামে) আমরা Arc পেতে পারি। সেক্ষেত্রে অনেক বছর পর ২৫-২৮ হাজার টাকার মধ্যে কোনো ভালো গ্রাফিক্স কার্ড বাজারে আসবে যেটা আসলেই দাম ও পারফর্মেন্স এর দিক দিয়ে ভালো।

আবার ৩০ হাজার টাকার উপরে তখন একটি Solid 60FPS 1440p+1080p 90fps গ্রাফিক্স কার্ড হিসেবে শক্ত অবস্থানে থাকবে RX 7600।

মোটামুটি Arc A750 কে আপাতত চুপ করিয়ে দিয়েছে RX 7600। সাথে ৩০ হাজার টাকার আশেপাশের সকল RTX 3050 কেও বলতে গেলে একেবারেই ধ্বংস করে দিয়েছে এটি।

RX 7600 দিয়ে কয়েকটি বিল্ড

RX 7600 দিয়ে যেহেতু এখন অনেকেই বিল্ড করতে আগ্রহী। সেজন্য এখানে RX 7600 দিয়ে বেশ কিছু বিল্ড দেওয়া হলো।

বাজেট ৭৫০০০-৭৭০০০ টাকা

যাদের পিসির বাজেট ৭৫০০০ থেকে ৭৭০০০ টাকা ও মনিটর সহ বাজেট ৯২-৯৫ হাজার কিংবা ১ লাখ টাকা। তারা নিচের এই বিল্ডটি দেখতে পারেন। বিল্ডটি মোটামুটি balanced একটি বিল্ড, Ryzen 5 5600 এর পরিবর্তে চাইলে 5600X ও নিতে পারেন। মাদারবোর্ডেও কিছু বাড়তি খরচ এর সুযোগ রয়েছে। রেফারেন্স হিসেবে এসএসডি ৫০০ গিগাবাইট দেওয়া হয়েছে, কেসিং ও এসএসডি পছন্দ ও প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারেন।

এই বিল্ড দিয়ে হাই ফ্রেমরেটে 1080P গেমিং ও ৬০এফপিএস এর আশেপাশে 1440p Gaming সহজেই করা সম্ভব।

বাজেট ৮৬-৮৯ হাজার টাকা।

যাদের বাজেট আরো ১০ হাজার টাকা মত বেশি। ও মনিটর সহ বাজেট ১ লাখ ৫ হাজার টাকা বা এর আশেপাশে।  তারা উপরের বিল্ডটিতে Ryzen 7 5700X প্রসেসরটি নিতে পারেন। সাথে আরো দামি মাদারবোর্ড ও নেওয়া যেতে পারে। বিল্ড এর বাকি কম্পোনেন্ট মোটামুটি একই রকম থাকবে।

বাজেট ৯৫ হাজার থেকে ১ লাখ টাকা

যাদের পিসির বাজেট ৯৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা ও মনিটর সহ তা ১ লাখ ২০-২৫ হাজার, তাদের জন্য Intel Core i5 13400f ,১৬ জিবি র‍্যাম ,Gigabyte 660M Gaming X/Asrock Phantom Gaming 4 বোর্ড এর সাথে RX 7600 দিয়ে খুবই ব্যালান্সড বিল্ড করা সম্ভব।  চাইলে এখানে কেসিং,এসএসডি তে ইচ্ছামত পছন্দ অনুযায়ী পরিবর্তন আনতে পারেন।

DDR5 Build

DDR5 সিস্টেম দিয়ে একটি মানানসই গ্রাফিক্স কার্ড সহ যদি এই মুহুর্তে কেও বিল্ড করতে চান তাহলে মোটামুটি ১ লাখ টাকা বাজেট বরাদ্দ রাখাই লাগবে মনিটর ছাড়া। নিচের বিল্ডটিতে খুব বেশি পরিবর্তন এর জায়গা নেই। মাদারবোর্ড এ হাজার খানেক টাকা বাচানো যেতে পারে যদি গিগাবাইট এর বোর্ড নেওয়া হয়। আর প্রসেসর এও অবশ্য i5 13500 এর বদলে 13400 নিলে কয়েক হাজার টাকা খরচ কমে আসবে। সেক্ষেত্রে এই বিল্ডটি সমান সমান এক লাখ টাকা বা তার নিচে করা সম্ভব হতে পারে।

Share This Article

Search