Search

লঞ্চ হলো RTX 3050,3050 Ti ল্যাপটপ জিপিইউ

GPU মার্কেটে চলছে হাহাকার। জরুরি প্রয়োজনেও সেজন্য পিসি বিল্ড বা আপগ্রেড করতে পারছেন না কেও। বাড়ছে প্রি বিল্ট পিসি আর ল্যাপটপ এর চাহিদা, অনিচ্ছা সত্বেও অনেকে ল্যাপটপ নিতে বাধ্য হচ্ছেন।এনভিডিয়া এরই মধ্যে লঞ্চ করলো RTX 3050 ও RTX 3050 Ti Laptop GPU।

 

এক নজরে RTX 3050 ও RTX 3050 Ti এর স্পেসিফিকেশন ও ফিচারঃ

RTX 3050 ও RTX 3050 Ti GPU তে Cuda Cores রয়েছে 2048 ও 2560 টি যথাক্রমে। টেনসর কোর ও Ray Tracing Cores রয়েছে যথাক্রমে ১৬,৬৪ ও ২০,৮০টি করে। বুস্ট ক্লক যদিও RTX 3050 এর থেকে RTX 3050 Ti এর বেশি। RTX 3050 Ti এর বুস্ট ক্লক যেখানে  1035-1695 Mhz , RTX 3050 এর বুস্ট ক্লক 1057-1740 Mhz।

দুটি GPU এরই TDP 35-80 ওয়াট করে। দুটি GPU তেই ব্যবহার করা হয়েছে 4GB GDDR6 মেমোরি। দুই ক্ষেত্রেই মেমোরি ইন্টারফেস Width 128-Bit। দুটি GPU ই সমর্থন করে 5 Th Gen Nvidia Encoder। থাকছে Gen 4 ও HDMI 2.1 ও।

নিচের টেবিল থেকে দেখে নিন এনভিডিয়া এর RTX 30 Mobile সিরিজের GPU গুলোর স্পেকসঃ







GPU RTX 3080 RTX 3070 RTX 3060 RTX 3050 Ti  RTX 3050
GPU GA104-775 GA104-770 GA106 GA107 GA107
CUDA Cores 6144 5120 3840 2560 2048
GPU

Clock

1245 – 1710 MHz 1290 – 1620 MHz 1283 – 1703 MHz 1035 – 1695 MHz 1057 – 1740 MHz
Memory Bus 256-bit 256-bit 192-bit 128-bit 128-bit
Memory 8GB / 16GB GDDR6 8GB GDDR6 6GB GDDR6 4GB GDDR6 4GB GDDR6
TGP 80W – 150W 80W – 125W 60W – 115W 35W – 80W 35W – 80W

 

Videocardz এর সৌজন্যে দেখে নিন কিছু productivity benchmarks

গেমিং এর পাশাপাশি যারা কন্টেন্ট ক্রিয়েশন এর কাজ করেন, এডিটিং/প্রোগ্রামিং ইত্যাদি কাজ ,প্রোডাক্টিভিটির জন্য ল্যাপটপ নিবেন তাদের জন্য ভালো অপশন হতে পারে RTX 3050,3050 Ti এর ল্যাপটপ গুলো। এগুলো খুব সম্ভবত ইন্টেলের 11th Gen ল্যাপটপগুলোর সাথে paired হবে। 11th gen এর core i5 বা core i7 প্রসেসরগুলোর সাথে এই GPU গুলো paired করলে যথেষ্ট ভালো পারফর্মেন্স পাওয়া যাবে আশা করা যায়। সাথে গেমিং এ RTX এর সুবিধা তো থাকছেই। উপরের গ্রাফ থেকে দেখা যাচ্ছে RTX 3050 Ti এর ল্যাপটপ এর পারফর্মেন্স ম্যাকবুক প্রো (উল্লেখিত মডেলটি) থেকে বেটার/

আশা করা যাচ্ছে Laptop গুলো লঞ্চ হলে খুব দ্রুতই আমাদের দেশেও নিয়ে আসবে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ও ইম্পোর্টাররা ও কম্পিটিটিভ ও ভ্যালু ফর মানি হবে এমন প্রাইসে আনা হবে এগুলো।

Share This Article

Search