আসন্ন RTX 50 সিরিজ হোক বা ইন্টেলের ARC B সিরিজ কিংবা AMD এর কোনো নতুন প্রসেসর বা গ্রাফিক্স কার্ড , বিভিন্ন সময় আপডেটেড নিউজগুলো একত্র করে একটি বড় আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের কাছে উপস্থাপন করে থাকি । তবে যারা পড়তে ভালোবাসেন না, তাদের জন্য এই ধরনের লেখনী কিছুটা বিরক্তিকর ও ক্লান্তিকরই মনে হয়।
সামনেই আসতে যাচ্ছে RTX 50 সিরিজ। এবার এই ধরনের পাঠক বা ফলোয়ারদের কথা মাথায় রেখে আমরা RTX 50 সিরিজের সমস্ত তথ্য সাজিয়েছি একটু ভিন্নভাবে,ছোট-ছোট প্রশ্নোত্তর ভিত্তিক উপস্থাপনার মাধ্যমে। আশা করছি সমস্ত পাঠকদেরই এটি ভালো লাগবে।
- RTX 50 সিরিজ সংক্রান্ত অফিশিয়াল ঘোষণা কবে আসবে?
জানুয়ারির ৬ তারিখে ২০২৫ সালের CES এর KEYNOTE এ অফিশিয়ালি NVIDIA উন্মোচন করবে RTX 50 সিরিজ। এইদিনেই জানা যাবে গ্রাফিক্স কার্ডগুলোর আর্কিটেকচার,ফিচার ও পারফর্মেন্স সম্পর্কে সমস্ত অফিশিয়াল তথ্য। - প্রথমে কোন গ্রাফিক্স কার্ড লঞ্চ হবে??
এখন পর্যন্ত যতদুর তথ্য জানা গিয়েছে এবার RTX 5090 বা ফ্লাগশিপ মডেলের আগে বাজারে আসবে RTX 5080। অর্থাৎ 5080 আগে লঞ্চ হবে, পরবর্তীতে এক দেড় মাসের মধ্যে হয়তো RTX 5090 আত্মপ্রকাশ করবে।
- RTX 5080 ও 5090 কবে লঞ্চ হবে?
RTX 5080 জানুয়ারির ২১ তারিখে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। তবে RTX 5090 এর রিলিজডেটের তারিখ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ফেব্রুয়ারি মাসে হয়তো 5090 লঞ্চ হলেও হতে পারে। এটি নিশ্চিত হওয়া যাবে ৬ তারিখেই।
- RTX 50 সিরিজের GPU এর সাধারণ স্পেসিফিকেশন, নাম ফিচার কি কি?
RTX 50 সিরিজের কোডনেম হবে “BLACKWELL”। উল্লেখ্য, RTX 40 এর কোডনেম ছিল ADA LOVELACE । GPU গুলোর নাম হবে GBXXX-XXX এরকম। সম্ভবত সবথেকে শক্তিশালী GPU টি হবে GB202-xxx .। RTX 50 সিরিজে থাকবে NEXT GENERATION GDDR7 MEMORY। আরো থাকবে PCIe5। আগেরবারের মতই থাকবে 12V-2X6 power connector পাওয়ার কানেক্টর।
যেখানে RTX 40 সিরিজের GDDR6,GDDR6X এর স্পিড ছিল 17-23Gbps, GDDR7 এর স্পিড থাকবে ৩০ এর আশেপাশে। অনেক ক্ষেত্রে আগেও NVIDIA কে দেখা গিয়েছে সর্বোচ্চ স্পিড ব্যবহার না করতে ,কিছুটা downclocked করে দিতে। SK-Hynix এর মতে GDDR7 জেনারেশনে 40gbps এর মেমোরিও আসবে একটা সময়।
থাকতে পারে উল্লেখযোগ্য পরিমাণে L2 Cache।
- BLACKWELL সম্পর্কে জানতে চাই।
আর্কিটেকচারটি TSMC এর 4NP “4nm Nvidia Performance” প্রসেসে প্রস্তত।অর্থাৎ 40 সিরিজে ব্যবহ্বত N4 নোডকেই আরো “ধুয়ে মুছে” ,আরেকটু উন্নত করে ব্যবহার করা হচ্ছে। অনেকেই আশা করেছিলেন যে TSMC এর চিত্তাকর্ষক N3 প্রসেস এর ব্যবহার হবে এবার, তা হচ্ছে না আসলে।
Blackwell সম্পর্কে মাঝেমধ্যেই এনভিডিয়ার পক্ষ থেকে বেশ কিছু তথ্য বিভিন্ন সময় দেখানো হয়েছে। ব্লাকওয়েলে থাকবে ১০৪ বিলিয়ন ট্রাঞ্জিস্টর।এটিকে বাহ্যিকভাবে সবথেকে বড় চিপ হিসেবে আখ্যা দিয়েছে তারা। এটির সর্বোচ্চ bandwidth হবে 10TB/s।
- RTX 5090 এর স্পেসিফিকেশন কি লিক হয়েছে?
RTX 5090 এর সম্পুর্ণ স্পেসিফিকেশনই লিক হয়েছে। বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন মিডিয়ায় এসেছে। যেগুলোর অল্প কথায় বলতে গেলে-
GPU: GB202-300 board & SKU: PG144/145 SKU 30
CUDA CORE: 21760 SM: 170
MEMORY: 32GB GDDR7@28Gbps Memory BUS: 512-BIT
Bandwidth: 1792GB/s TDP 575W, TBP:600W
PCIe: 5×16
আরো কথিত আছে যে 5090 তে একটি 14-layer এর পিসিবি থাকবে ও 16+6+7 phase এর power design থাকবে।
- RTX 5080 এর স্পেসিফিকেশন কি?
একইভাবে RTX 5080 এর সম্পুর্ণ স্পেকস ও এখন দৃশ্যমান।
GPU: GB203-400 SKU:45, BOARD: PG144/147
CUDA CORE: 10752 SM: 84
MEMORY: 16GB GDDR7 @30Gbps BUS: 256-Bit
Bandwidth: 960 GB/s TDP: 360W PCI: 5×16
- RTX 5080, 5090 এর দাম কত হতে পারে ?
দাম নিয়ে কোনো তথ্য লিক হয়নি বা কোনো ধরনের hints পাওয়া যায়নি তবে চাইনিজ রিটেইলার দের কাছে 5080 1350 ডলার ও 5090 2600 ডলারে লিস্টেড হওয়ার স্ক্রিনশট পাওয়া গিয়েছে।
অন্যান্য তথ্য:
5080 এর 24GB variant, এমনকি 5090 এর 48 GB variant ও আসতে পারে কোনো এক সময়। এসব ক্ষেত্রে 2GB সাইজের চিপ অথবা 3GB সাইজের চিপই বেশি ব্যবহ্বত হবে।
- এই গ্রাফিক্স কার্ডগুলোর পারফর্মেন্স সম্পর্কে কোনো তথ্য?
না সেভাবে কোনো পারফর্মেন্স লিক হয়নি। তবে Kopitekimi নামের একজনের মতে 5080 এর পারফর্মেন্স 4090 থেকে 10% মত ফাস্ট হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
- কোনো ছবি লিক হয়েছে কি?
হ্যাঁ , শেষের কয়েকটা সপ্তাহে RTX 5090,5080 এর PCB,GPU এর ছবি লিক হয়েছে ও এর পাশাপাশি কয়েকটি ব্রান্ডের গ্রাফিক্স কার্ডের বক্সের ছবি ও পাওয়া গিয়েছে। নিচে যেমন দেখতে পাচ্ছেন RTX 5090 এর PCB ও GPU এর ছবি ও MSI এর 5080 এর বক্সের ছবি,GALAX এর 5080 এর বক্সের ডিজাইনের ছবি।
- RTX 5070/Ti বা 5080 এর নিচের টিয়ারের গ্রাফিক্স কার্ড গুলো সম্পর্কে কি তথ্য পাওয়া গিয়েছে?
হ্যাঁ , RTX 5090 ও 5080 এর যেসব স্পেসিফিকেশন ইতিমধ্যেই মোটামুটি নিশ্চিতভাবে জানা গিয়েছে, একই স্পেসিফিকেশন RTX 5070,5070 Ti এর ক্ষেত্রেও জানা গিয়েছে।
Feature RTX 5070 Ti RTX 5070
GPU PG147 SKU 60 PG146/147 SKU 70
CUDA Cores 8960 6144
Memory 16 GB GDDR7 12 GB GDDR7
Memory Bus 256-bit 192-bit
Memory Speed 28Gbps 28Gbps
Memory Bandwidth 896 GB/s 672 GB/s
Power Connector 1x 16-pin 1x 16-pin
TDP 300W 250W
Video Outputs 3x DP 2.1a, 1x HDMI 2.1 3x DP 2.1a, 1x HDMI 2.1
Interface PCIe 5.0×16 PCIe 5.0×16
- RTX 5070/Ti এর প্রাইস, রিলিজডেট সম্পর্কে কোনো তথ্য?
এমনিতে নিশ্চিত দিন তারিখ না পাওয়া গেলেও এটা মোটামুটি নিশ্চিত যে ২০২৫ সালের প্রথম কোয়ার্টারেই দেখা মিলবে RTX 5070 ও 5070 Ti এর। দাম সম্পর্কে কিছু জানা যায়নি। 5070 ti এর এনাউন্সমেন্ট জানুয়ারিতেই হতে পারে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসেই রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
- RTX 5060/5060 Ti কবে আসবে?
সাধারণত FLAGSHIP GPU এর লঞ্চের কমপক্ষে এক দেড় বছর পরেই এনভিডিয়া 60-class এর জিপিইউ গুলো লঞ্চ করে। তবে এবার সম্ভবত ব্যতিক্রম হতে যাচ্ছে। অনেকগুলো সোর্সের একই দাবী যে LATE-Q1 বা মার্চ মাসের দিকেই বাজারে চলে আসবে RTX 5060, 5060 Ti।
- 5060,5060 ti এর VRAM কত? স্পেসিফিকেশন জানা গিয়েছে কি?
RTX 5060 তে থাকবে 8GB GDDR6 VRAM।অপরদিকে 5060 Ti তে থাকবে ১৬ গিগাবাইট ভির্যাম। অন্যান্য স্পেকস এর মধ্যে খুব অল্প সংখ্যকই সামনে এসেছে। দুটি কার্ডই হবে 128-Bit Bus এর, থাকবে 448GB/s bandwidth। GPU হিসেবে GB206 থাকার কথা রয়েছে।
15. 5060 ,5060 Ti এর প্রাইসিং, পারফর্মেন্স সম্পর্কিত কোনো তথ্য?
5060,5060 Ti এর প্রাইসিং,পারফর্মেন্স সম্পর্কে কোনো কিছুই এখনো জানা যায়নি।
16. DLSS,RT এর আপগ্রেড সম্পর্কিত কোনো লিক আছে কি? বা CUDA CORE,TENSOR CORE,RT Core এর আর্কিটেকচার/ডিজাইন গত কোনো আপগ্রেড?
সাধারণত প্রতি GPU জেনারেশনেই RT ,Tensor কোরের জেনারেশন গত আপগ্রেড আমরা দেখে থাকি, একই সাথে DLSS এর নতুন ভার্সন ও লঞ্চ করে এনভিডিয়া। এবার ও হয়তো এরকম কিছু হবে, FRAME GEN, DLSS এর আরো বেশি enhanced ভার্সন সম্পর্কে হয়তো ৬ তারিখে আমাদের জানানো হবে, তবে তার আগে অনলাইনে কোনো তথ্য লিক হয়নি।
তথ্যসুত্র: লেখার জন্য সাহায্য নেওয়া হয়েছে Videocardz,tomshardware এর মত মিডিয়ার। তবে প্রকৃতপক্ষে তথ্যগুলোর আসল উৎস ও প্লাটফর্মের সংখ্যা অনেক। এর মধ্যে Chiphell,harukaze, kopitekimi, HXL, Board Channel, Baidu, benchlife, wccftech উল্লেখযোগ্য।