Search

RTX 4060 ও 4070 সম্পর্কে পর্যন্ত যা যা জানা গিয়েছে

ADA Lovelace আর্কিটেকচার এ প্রস্তুত এনভিডিয়ার RTX 40 সিরিজের গ্রাফিক্স কার্ড লঞ্চ হয়ে গিয়েছে সেই ২০২২ সালের অক্টোবর মাসে। এই সিরিজের মাত্র ৩ টি গ্রাফিক্স কার্ডই এখন পর্যন্ত বাজারে এসেছে। তবে গেমারদের আগ্রহের জায়গাটা বরাবরই  RTX XX60,70 SKU গুলোর দিকে। চলুন দেখে নেওয়া যাক RTX 4060,4070 সম্পর্কে এখন পর্যন্ত কি কি তথ্য জানা গিয়েছে, এগুলোর পারফর্মেন্স,প্রাইসিং ও রিলিজ এর ব্যাপারে কি ধরনের তথ্য লিক হয়েছে।

RTX 4060 ও RTX 4060 Ti: সম্ভাব্য স্পেসিফিকেশন,পারফর্মেন্স,দাম ও রিলিজ ডেট

বিশ্বস্ত ও জনপ্রিয় Leaker Kopite7kimi এর দেওয়া তথ্য অনুসারে PG190 Board SKU এ AD107-400-A1 GPU ব্যবহ্বত হবে RTX 4060 তে। এটিতে 3072 টি Cuda Cores থাকবে, 8GB GDDR6 মেমোরি থাকবে। মেমোরির কনফিগারেশন সম্পর্কেও সামান্য কিছু তথ্য পাওয়া গিয়েছে, 128-bit bus মেমোরির ব্যান্ডউইডথ হবে 288GB/s। মাত্র ১১৫ ওয়াট পাওয়ারে চলবে RTX 4060 ।থাকবে ২৪ মেগাবাইট এর লেভেল টু ক্যাশ মেমোরি।  তবে এগুলোর কোনোটাই অফিশিয়ালভাবে নিশ্চিত কোনো তথ্য নয়। এখন পর্যন্ত বেস ক্লক ও বুস্ট ক্লক সম্পর্কেও কোনো রকমের লিক পাওয়া যায়নি।

4060 এর সাথে যদি আমরা 4060 Ti এর একটা quick comparison করি তাহলে দেখা যাচ্ছে যে 4060 Ti এর লিক হওয়া তথ্য অনুসারে এতে থাকবে ৪৩৫২টি কুডা কোর, ব্যবহ্বত হবে AD106 GPU ও ১৬০ ওয়াট এর টিডিপি রেটিং। মেমোরির কনফিগারেশন ৪০৬০ এর মতই।

দুটি গ্রাফিক্স কার্ডেই PCIe4x8 PCIe Interface থাকবে।

জিপিইউ দুটির রিলিজ ডেট ও দাম সম্পর্কেও এখনো কোনো রকমের ইঙ্গিত পাওয়া যায় নি। তবে RTX 4070 Ti এর দাম এর সাথে মিল রেখে যদি বাকি GPU গুলোর দাম নির্ধারণ করা হয় সেক্ষেত্রে ধারণা করা যেতে পারে যে 4060 এর দাম ৪০০ ডলার বা ৪৫০ ডলার হতে যাচ্ছে। এর আগে শোনা গিয়েছিল যে জুন মাসের দিকে লঞ্চ হতে চলেছে RTX 4060। এপ্রিল মাসে যদি 4070 লঞ্চ হয়, সেক্ষেত্রে জুন মাস নাগাদ আমরা 4060 Ti ও 4060 এর দেখা পেতেও পারি ।

4060 ti সম্পর্কে এমনটা শোনা গিয়েছিল যে এটির দাম ৫০০ ডলার হবে। তবে বাস্তবে হয়তো ৫৫০-৬০০ ডলারেও লঞ্চ হতে পারে RTX 4060 Ti ।

দুটি জিপিইউ এর কোনোটিরই RT Cores,Tensor Cores এর সংখ্যা জানা যায়নি।

RTX 4070: সম্ভাব্য স্পেসিফিকেশন

RTX 4070 এর Non Ti ভার্সনের রিলিজ ডেট আন্দাজ করা হচ্ছে এপ্রিল ২০২৩। এটিও AD104 GPU ফিচার করবে, এতে থাকবে 12GB GDDR6X মেমোরি। ২০০ ওয়াটের পাওয়ার ড্র এর সাথে এর মেমোরি ব্যান্ডউইডথ ধারণা করা হচ্ছে ৫০০+ জিবি/সেকেন্ড। PCie4x16 ইন্টারফেস এর এই জিপিইউটি 2500Mhz এর বুস্ট ক্লক ও 1920Mhz এর বেস ক্লক এর সাথে আসতে পারে।

@T4CFantasy এর মতে দুটি রেফারেন্স ডিজাইন রয়েছে RTX 4070 এর।

RTX 4070 GPU Pictured

RTX 4070 এর সম্ভাব্য GPU AD104-250/251 এর ছবি ইতিমধ্যেই ইন্টারনেটে ছড়িয়েছে। MegaSizeGPU এর প্রকাশ করা ছবিতে RTX4070 এর Qual Sample দেখা যাচ্ছে।

এর সম্ভাব্য স্পেসিফিকেশনঃ

  • 7680 Cuda cores
  • 1920 MHz-2475  Mhz base and boost clock
  • 200W Power Draw
  • 192bit, 12GB GDDR6X,504GB/s
  • PCIe4x16।
  • সম্ভাব্য লঞ্চ/এনাউন্সমেন্টঃএপ্রিল

 

Share This Article

Search