Search

এক নজরে RTX 4050,4060,4060 Ti ও 4070 এর যত তথ্য

গত অক্টোবরে এনভিডিয়া তাদের RTX 40 সিরিজ লঞ্চ করে।। 4090 এর পাশাপাশি গত কয়েক মাসে RTX 4080 ও 4070 Ti ও বাজারে চলে এসেছে। তবে মিড বাজেট বা লোয়ার মিডরেঞ্জ এর গেমার ও পিসি ইউজাররা অপেক্ষায় আছেন লোয়ার এন্ড বা লোয়ার ক্লাস গ্রাফিক্স কার্ড যেমন RTX 4050,4060,4060 Ti ইত্যাদির জন্য।।আজকে কথা হবে এগুলোর সম্পর্কেই।। রিলিজ না হওয়া এই গ্রাফিক্স কার্ড গুলোর সম্ভাব্য রিলিজডেট, প্রাইসিং ও পারফরম্যান্স সম্পর্কে যা যা জানা গিয়েছে সবই তুলে ধরার চেষ্টা করেছি আজকের লেখায়।

 

এক নজরে

সবেমাত্র আমরা বছরের চতুর্থ মাসে পদার্পণ করেছি। এই মাসের 13 তারিখে বাজারে আসতে যাচ্ছে RTX 4070 । আগামী দুই মাসের মধ্যে আসতে পারে নিচের ক্লাসের গ্রাফিক্স কার্ড গুলো।

RTX 4050: রিলিজডেট,সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

RTX 3050 এর উত্তরাধিকারী RTX 4050 সম্পর্কে খুব অল্প পরিমাণ তথ্য ই জানা গিয়েছে এখন পর্যন্ত।।

যতটুক জানা গিয়েছে তার সার্মমর্ম হচ্ছে এরকম-

RTX 4050 এই বছরের জুন মাসে রিলিজ হবে। এর মেমোরি ক্যাপাসিটি হবে 6 গিগাবাইট। সম্ভবত RTX 4060 এর AD107 ফুল সাইজ ডাই এর কাট ডাউন ভার্সন হবে এটি।এর দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

NVIDIA Geforce RTX 4060: রিলিজডেট,দাম ও স্পেসিফিকেশন।

60 class GPU এনভিডিয়ার সবথেকে জনপ্রিয় ও চাহিদার শীর্ষে থাকা একটি GPU Class । 3060 এর পরবর্তী সংস্করণ 4060 সম্পর্কে এখন পর্যন্ত জানা গিয়েছে যা যা-

১. 8GB GDDR6 মেমোরি ব্যবহার করা হবে এতে। অর্থাৎ আগের 12GB থেকে ক্যাপাসিটির দিক দিয়ে ডাউনগ্রেড করা হবে।

২. AD107 Die উপস্থিত থাকবে এতে।

৩. 3072 টি কুডা কোর, 115 ওয়াট এর পাওয়ার রিকোয়ারমেন্ট থাকতে পারে। 128 Bit Bus+ PCIe 4×8 ইন্টারফেস এর দেখা মিলবে।

৪. জুন অথবা মে মাসে লঞ্চ হতে পারে (অন্য সোর্সের মতে, লঞ্চ ডেট এখনো ফিক্স হয়নি।)। দাম সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি। রিলিজ এর ব্যাপারে আমাদের মন্তব্য হচ্ছে, rtx 4060 এর রিলিজ মে মাসে হবে না।

RTX 4060 Ti: সম্ভাব্য রিলিজ ডেট, দাম ,পারফরম্যান্সঃ

4060 Ti ফিচার করবে AD106 Die । থাকবে 4060 এর সমপরিমাণ 8 গিগাবাইট GDDR6 মেমোরি। PCIe Interface,Memory Bus ও Bandwidth ও 4060 এর অনুরূপ হবে। তবে 2.7 GHz পর্যন্ত বুস্ট ক্লক পাওয়া যেতে পারে RTX 4060 Ti থেকে। 160 ওয়াট হতে পারে RTX 4060 Ti এর TDP । সম্ভাব্য লঞ্চ ডেট: মে ২০২৩।

Geforce RTX 4070: সম্ভাব্য রিলিজ ডেট, দাম

RTX 4070 লঞ্চ হবে এই মাসের 13 তারিখ। থাকবে 4070 Ti এর সমপরিমাণ 12 গিগাবাইট মেমোরি। AD104 GPU এর কাটডাউন ভার্সন পাওয়া যাবে এই গ্রাফিক্স কার্ডে। 2.5Ghz এর বুস্ট ক্লক থাকলেও বেস ক্লক নেমে এসেছে 2 গিগাহার্জের নীচে। টিডিপি ও 4070ti থেকে 80 ওয়াট কমে এসেছে এই গ্রাফিক্স কার্ডে। মেমোরি কনফিগারেশন অবশ্য অপরিবর্তিত রেখেছে এনভিডিয়া। 4070 সম্পর্কে এই তথ্য গুলো মোটামুটি সবগুলোই নিশ্চিত।  EEC (Eurasian Economic Commission) and RRA (South Korean Radio Research Agency) এর লিস্টিং থেকে 12 গিগাবাইট মেমোরির ব্যাপারটি নিশ্চিত হওয়া গিয়েছে।

RTX 4070 এর দাম হবে RTX 3070 Ti এর মত,অর্থাৎ 600 ডলার।

Share This Article

Search