NVIDIA RTX 40 সিরিজের Super Lineup আসতে যাচ্ছে এই খবর এখন পুরাতন। শেষ কয়েক সপ্তাহে এই লাইনআপের বেশ কিছু গ্রাফিক্স কার্ডের বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন বিভিন্ন ভিন্ন ভিন্ন Insider,tipstar এর মাধ্যমে সামনে এসেছে। আজকের আলোচনা থাকবে সেগুলো নিয়েই।
একদম প্রথম লিকে RTX 4080 Super, RTX 4070 Ti Super ও RTX 4070 Super এর কথা শোনা গিয়েছিল। পরবর্তীতে তাদের সম্পর্কে যা যা যা জানা গিয়েছিল তা এখন পর্যায়ক্রমে আলাদা আলাদাভাবে তুলে ধরা হয়েছে।যদিও অফিশিয়াল ভাবে কোনো খবরই নিশ্চিত নয়। এগুলো সবই Rumor।
RTX 4080 Super এখন পর্যন্ত যা যা জানা গিয়েছেঃ
সুপার লাইনআপের সবথেকে পাওয়ারফুল GPU হবে RTX 4080 Super। এর সম্পর্কে জানা উল্লেখযোগ্য তথ্য গুলো হচ্ছে-
- পাওয়ার কনসাম্পশনঃ RTX 4080 Super এর পাওয়ার কনসাম্পশন Non super মডেলের মতই হবে। অর্থাৎ ৩২০ ওয়াট পাওয়ার কনজিউম করবে এটা।
- ১০২৪০ টি Cuda core থাকবে।
- ফিচার করবে AD103-400 জিপিইউ।
- ইতিমধ্যেই RTX 4080 Super GPU টি HWInfo এর Update এ সাপোর্টেড হিসেবে চলে এসেছে update log এ।
- মেমোরি সেকশনে থাকবে 16GB GDDR6X ভির্যাম ।
এর আগে নতুন Device id এর সাথে AD103 কে পাওয়া গিয়েছিল PCI ID Repository তে।এছাড়াও Chip mixing এর কথাও শোনা গিয়েছিল, অর্থাৎ 4080 Super এ AD103 এর পাশাপাশি AD102 চিপ থাকার ব্যাপারেও গুজব শোনা গিয়েছিল।
পুর্বে Benchlife দাবী করেছিল তাদের সোর্সের তথ্য অনুসারে RTX 4080 Super এ থাকবে ৩২০ মেমোরি বাসের ২০ গিগাবাইট মেমোরি ।
Geforce RTX 4070 Super সম্পর্কে যা যা জানা গিয়েছেঃ
RTX 4080 এর পাশাপাশি 4070 এর ও সুপার ভ্যারিয়েন্ট এর বিভিন্ন তথ্য বিভিন্ন সময় উঠে এসেছে। ইতিমধ্যেই 4070 Ti রয়েছে বাজারে। RTX 4070 Super সম্পর্কে এখন পর্যন্ত যেসব ধারণা পাওয়া গিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো-
- Kopitekimi এর মতে এই গ্রাফিক্স কার্ডে জিপিইউ হিসেবে থাকতে পারে AD104-350 or AD103-175।
- এতে কুডা কোর এর সংখ্যা থাকবে (থাকতে পারে) 4080 Super এর তুলনায় প্রায় ৩০ % মত কম, অর্থাৎ 7168টি।
- Kopite অতিরিক্ত একটি তথ্য ও দিয়েছে, 4070 Super এর মধ্যে থাকতে পারে ৪৮ মেগাবাইট এর লেভেল ২ ক্যাশ ও।
- মেমোরি সেকশনে ২৫৬ বিট বাস ও ১৬ গিগাবাইট ভির্যাম থাকতে পারে, তবে এটা নিশ্চিত নয়।
- ১৬ গিগাবাইট ভির্যাম এর ব্যাপারটা অবশ্য MegasizeGPU ও দাবী করেছে। একইভাবে তার নিউজ এ 256Bit Bus এর কথাও উঠে এসেছিল।
- Non Super এর মত এই GPU টিতেও ২২০ ওয়াট TDP থাকতে পারে।
RTX 4070 Super Ti: আদৌ আসবে?
RTX 4070 Ti রয়েছে, RTX 4070 Super আসার কথাও আমরা শুনছি, তবে এর পাশাপাশি সম্পুর্ণ নতুন একটি নামে নতুন একটি ভ্যারিয়েন্ট আসতে পারে এরকম একটি কথাও ঘোরাফেরা করছে কিছুদিন যাবত। এটি হচ্ছে RTX 4070 Super Ti। এটার সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি তবে মনে হচ্ছে RTX 4070 Ti এর OCed/Improved বা বুস্টেড ভার্সন হবে এটা।
অর্থাৎ আমরা জানি RTX XXXX TI ও XXXX Base variant এর মাঝে থাকে RTX XXXX Super।
RTX 4070 Super Ti এর স্পেসিফিকেশন,পারফর্মেন্স ও কোয়ালিটি সেক্ষেত্রে হতে পারে RTX 4070 Ti এর থেকে সামান্য কিছু বেশি কিন্ত 4080 থেকে কম। ।এখন পর্যন্ত যা যা জানা গিয়েছে-
-
8448 টি Cuda cores থাকতে পারে।
- 16GB GDDR6X মেমোরি থাকতে পারে।
- GPU হিসেবে AD103-275 or AD102-175 থাকার সম্ভাবনা রয়েছে।
- এখানেও ৪৮ মেগাবাইট এর ক্যাশ থাকার কথা শোনা গিয়েছে।
এগুলোর পাশাপাশি আসতে পারে GDDR6 Memory এর RTX 4070 ও।