Search

আসছে RTX 3060 Refreshed

মাইনারদের আটকাতে RTX 3060 এর Hashrate লিমিটেড করে দেওয়ার পর “দুর্ঘটনাবশত’ নিজেরাই আবার তা আনলক করে দিয়ে এনভিডিয়া টেক ইন্ডাস্ট্রিতে যথেষ্ট Troll ও সমালোচনার স্বীকার হয়েছে। গেমারদের জন্যই তারা প্রোডাক্ট লঞ্চ করে ও গেমারদের পক্ষে থাকার দাবী তুললেও বহুবার তাদের বিভিন্ন কার্যকলাপ সেই দাবী প্রশ্নবিদ্ধ করেছে। এবার শোনা যাচ্ছে যে তারা বাজারে আনতে যাচ্ছে RTX 3060 এর নতুন ভ্যারিয়েন্ট , যেখানে তাদের মতে GPU মাইনিং রোধ করতে আরো কার্যকর প্রতিরোধ ব্যবস্থা রয়েছে।

RTX 3060 Refreshed: With a different GPU inside:-

এখন পর্যন্ত যতদুর জানা গিয়েছে তার সারমর্ম মোটামুটি এরকম যে মে মাসেই এনভিডিয়া নতুন করে RTX 3060 লঞ্চ করবে। ১২ জিবি মেমোরির সাথে অন্যন্য স্পেকস প্রায় অভিন্ন থাকলেও GPU হিসেবে কার্ডটিতে থাকবে বর্তমানে বাজারে থাকা RTX 3060 এর GA106-300-A1 এর পরিবর্তে GA106-302।এনভিডিয়া ইতিমধ্যেই GA106-300-A1 সম্বলিত RTX 3060 discontinued করেছে।

এই আপডেটেড GPU টিতে থাকবে একটি নতুন PCI Device ID যাতে করে পুরনো existing driver গুলো অকার্যকর হয় এই GPU তে। যেহেতু GA106-302 এর ডাটা বর্তমান ড্রাইভারগুলোর মধ্যে নেই, সুতরাং এগুলো সম্পুর্ণ রুপে invalid হবে নতুন GPU টির ক্ষেত্রে। সাথে এনভিডিয়া আলাদা করে বেশ কিছু mechanism যোগ করেছে যাতে এই গ্রাফিক্স কার্ডটি ETH মাইনিং এর পারফর্মেন্স অনেকটাই কমিয়ে দিতে পারে।

এনভিডিয়ার মতে RTX 3060 এর Computing Power Limit নির্ভর করে GPU,Driver এবং Vbios এর মধ্যকার Handshake এর মাধ্যমে, যখনই ইউজার কে ETH Mining Operation করতে detect করবে ড্রাইভার টি, তখন ড্রাইভারটি GPU টির অপারেশন ৫০% পর্যন্ত কমিয়ে দিবে।

RTX 30 সিরিজ ফুল রিফ্রেশ?

একজন জনপ্রিয় leaker kopite7kimi এর tweet এর মতে শুধুই RTX 3060 নয়, বরং RTX 30 লাইনআপ এর আরো বেশ কিছু কার্ড রিফ্রেড হয়ে আসবে নতুন 102-302,102-202,104-302 ইত্যাদি GPU দিয়ে যাতে স্টক ও দাম এর বর্তমান যে disaster চলছে তা কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।

 

 

Graphics Card

OLD GPU

GPU With Anti-mining

mechanism

Geforce RTX 3090

GA102-300

GA102-302

GeForce RTX 3080

GA102-200

GA102-202

Geforce RTX 3070

GA104-300

GA104-302

Geforce RTX 3060T

GA104-200

GA104-202

GeForce RTX 3060

GA106-300

GA106-302

 

 

Share This Article

Search