Search

জানুয়ারিতে আসছে RTX 3050: 1660Super এর থেকেও ফাস্ট?

ল্যাপটপের জন্য এনভিডিয়া এন্ট্রি লেভেল আরটিএক্স জিপিইউ RTX 3050Ti ও RTX 3050 লঞ্চ করেছে বহু আগেই। গুঞ্জন ছিল যে বছরের শেষের দিকে ডেস্কটপের জন্য ও লঞ্চ হবে জিপিইউ দুইটি। কিন্ত নভেম্বর মাস পেরিয়ে গেলেও এখনো সেরকম কিছু ঘটেনি। বাজেট গেমাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এন্ট্রি লেভেল, লো মিড রেঞ্জের নতুন জিপিইউ এর জন্য। অবশেষে RTX 3050 সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্য মিলেছে যেগুলো বাজেট গেমারদের জন্য খুশির খবর হতে পারে। এটিতে থাকবে ৮ গিগাবাইট মেমোরি,performance হতে পারে 1660super থেকেও বেটার।

PG190 SKU 70 ও GA106-150 GPU (থাকবে ৮ গিগাবাইট মেমোরি?)

গত অক্টোবরে prominent leaker  kopitakimi এনভিডিয়ার বাজেট জিপিইউ লাইনআপ RTX 3050 নিয়ে কিছু আপডেট দিয়েছিল । তার মতে RTX 3050 ti মডেলটি ফিচার করবে GA106-150 GPU ও কাটডাউন ভ্যারিয়েন্ট বা নন টিআই মডেলটিতে থাকবে GA107-350 GPU জিপিইউ। আরো উল্লেখ ছিল ৩০৭২টি cuda core এর কথাও। তবে মেমোরি configuration এর ব্যাপারে kopitakimi এর প্রাথমিক prediction ছিল ৬ অথবা ১২ গিগাবাইট।

তবে ভিডিওকার্জডের নিজেদের informant এর দাবী PG190 SKU 70  টি ফিচার করবে GA106-150 GPU যেটি কিনা পুর্বের রিউমার অনুযায়ী RTX 3050Ti মডেল হওয়ার কথা ছিল,প্রকৃতপক্ষে এটি হবে RTX 3050 নন টি আই মডেল।ভিডিওকার্ডজের ইনফরম্যান্ট আরো দাবী করছে যে এই জিপিইউটিতে থাকবে ৮ গিগাবাইট ভিডিও মেমোরি।

গুজব রয়েছে RTX 3050 হতে পারে GTX 1660Super থেকেও Fast । এই গুজবটিকে যদি legit ধরে নেওয়া যায়, তাহলে এখান থেকে এটিও বোঝা যাচ্ছে যে RTX 3050 বাজারে existing কোনো RX 6000 series এর কার্ড এর বিপরীতে compete করবে না, বরং তা upcoming RX 6500XT কে ট্যাকল দিতেই লঞ্চ করা হবে।

আপডেটঃ the 8GB memory information has been confirmed

kopitakimi তার latest টুইটে আরো নতুন কিছু আপডেট ও corrections যুক্ত করেছে এই জিপিইউটির ব্যাপারে। এখানে পুর্বে উল্লেখিত ৮ গিগাবাইট মেমোরির তথ্যটিও রয়েছে। kopitakimi এর মতে ল্যাপটপের GA107 GPU এর পরিবর্তে এখানে ব্যবহার করা হবে GA-106-150 ।

কবে লঞ্চ হবে?

এখন পর্যন্ত কোনো official tip কিংবা কনফার্মড লিক পাওয়া যায়নি RTX 3050 এর রিলিজ ডেট এর ব্যাপারে। তবে ধারণা করা হচ্ছিল যে আগামী বছরের ২য় ভাগে বাজারে দেখা মিলতে পারে এই বাজেট RTX কার্ডটির। তবে @hongxing2020 দাবি করেছেন যে এই GPUটি জানুয়ারিতেই বাজারে ছাড়তে পারে এনভিডিয়া।তার মতে জানুয়ারির ২৭ তারিখ লঞ্চ হতে পারে এটি।

RTX 3050 ও RX 6500XT এর বিপরীতে ইন্টেল ও আনছে Arc A380

TUM_APISAK এর latest tweet এ জানা যাচ্ছে ইন্টেলের লোয়ার-মিড রেঞ্জের জিপিইউ এর কথা। ARC A380 নামের এই জিপিইউ টি GTX 1650 SUPER এর আইডেন্টিকাল হতে পারে বলে দাবি এই insider  এর। তার টুইটে আরো উল্লেখ রয়েছে ৬ গিগাবাইট এর মেমোরি ও 2.45 ghz এর clock speed এর কথা।

 

Share This Article

Search