Search

Radeon RX 7700,7800 সিরিজের Rumored স্পেকস দেখে নিন

AMD তাদের Radeon RX 7000 Lineup এ মাত্র ৩টি গ্রাফিক্স কার্ড লঞ্চ করেছে, দুটি ফ্লাগশিপ রেঞ্জে আর একটি লোয়ার মিডরেঞ্জে। এখনো মিডরেঞ্জের RX 7700 ,7800 এর মত সিরিজগুলো বাজারে আসেনি। তবে কবে নাগাদ এগুলো আসতে পারে, স্পেসিফিকেশন কেমন হতে পারে এ নিয়ে অবশ্য আভাস মিলেছে ইতিমধ্যেই।

NAVI 32 এর দুটি ভ্যারিয়েন্ট আসছে RX 7800,7700 সিরিজে

RDNA3 Based RX 7000 সিরিজের পরবর্তী দুটি গ্রাফিক্স কার্ড হতে যাচ্ছে RX 7800/XT ও RX 7700/XT। এগুলোতে GPU হিসেবে থাকবে NAVI 32 এর দুটি ভ্যারিয়েন্ট, XT ও XL। চলুন দেখে নেওয়া যাক এই দুটি Graphics card এর সম্ভাব্য স্পেসিফিকেশন-

RX 7800 XT

  • এতে থাকবে NAVI 32 এর Full Die (NAVI 32 XT)
  • 60 টি Execution Units থাকবে যাতে 3840 টি Streaming Processors থাকবে।
  • মেমোরি সেকশনে থাকবে ১৬ গিগাবাইট GDDR6 Memory যার বাস Width হবে 256 Bit।
  • 16GB মেমোরির স্পিড হতে পারে প্রায় RX 7900 XT এর কাছাকাছি, 19.5 GB/s ও ব্যান্ডউইডথ হবে 624 GB/s।
  • RX 7800 এর Board Power হতে পারে ২৬০ ওয়াট মত।
  • PCIe4 এর সম্পুর্ণ 16 lane ই ব্যবহার করবে এই গ্রাফিক্স কার্ডটি।
  • বুস্ট ক্লক কত হবে এ সম্পর্কে অবশ্য জানা যায়নি।

RX 7700 XT

RX 7700 XT ,RX 7800 XT এর GPU টিরই cut down die ব্যবহার করবে, ফলে স্পেসিফিকেশন গুলো কাছাকাছি হলেও কিছুটা downgraded হবে।

  • Navi 32 Downgraded die, (NAVI 32 XL)
  • ৪৮ থেকে ৫৪টি Execution units থাকতে পারে। ও একই ভাবে Streaming Processor এর সংখ্যা ও 3072-3456 এর মধ্যে ঘোরাফেরা করবে।
  • ১২ গিগাবাইট GDDR6. অর্থাৎ base variant থেকে চার গিগাবাইট কম মেমোরি দেওয়া থাকবে এতে।
  • মেমোরির ক্যাপাসিটির পাশাপাশি Memory Bus ও Bandwidth ও বেশ কিছুটা কমিয়ে দেওয়া হবে এতে। (192 bit  এবং 468GB/s)
  • তবে পাওয়ার কনসাম্পশন থাকবে বেস ভ্যারিয়েন্ট এর প্রায় কাছাকাছি, মাত্র ১৫ ওয়াট কম। (২৪৫ ওয়াট)
  • অবশ্য মেমোরি স্পিড Base variant এর সমান ই থাকবে, 19.5 GB/s।
  • এটাও সম্পুর্ণ 16 Lane ব্যবহার করবে PCie4 এর।

এনাউন্সমেন্ট ও লঞ্চঃ

Moore’s law is dead এর মতে Gamescom 2023, যেটা কি না আগস্টে অনুষ্ঠিত হবে, সেখানে এনাউন্সমেন্ট হবে এই গ্রাফিক্স কার্ড গুলোর। আর সেক্ষেত্রে হয়তো  সেপ্টেম্বর মাস থেকে RX 7700 XT, 7800 XT বাজারে পাওয়া যাবে ।

Navi 31,32 hybrid

Moore’s law এর দাবি Navi 31,32 এর একটি Hybrid সংস্করণ বের করবে AMD যেটিতে থাকবে ৭০ টি Execution units ও ২৭০ ওয়াট এর বোর্ড পাওয়ারের সাথে ১৬ গিগাবাইট মেমোরি। তবে এটা খুব দ্রুত লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

 

Share This Article

Search