চাইনিজ মার্কেটের জন্য NVIDIA লঞ্চ করলো RTX 4090D

China মার্কেটে RTX 4090 এর রপ্তানী নিষিদ্ধ হওয়ার পর এই গ্রাফিক্স কার্ডটির বিকল্প হিসেবে এনভিডিয়া লঞ্চ করেছে RTX 4090D চলুন জেনে নেওয়া যাক চায়না রিজিয়নের এই নতুন ফ্লাগশিপ জিপিইউটির সম্পর্কে।

 

RTX 4090D মুলত 4090 এরই সংশোধিত ও বিয়োজিত সংস্করণ। দুটি গ্রাফিক্স কার্ডই AD102 জিপিইউ এরই ভিন্ন ভিন্ন সংস্করণ ব্যবহার করছে। স্পেসিফিকেশন এর দিক দিয়ে দুইটি গ্রাফিক্স কার্ড খুবই কাছাকাছি অবস্থান করছে ও পার্থক্য রয়েছে খুবই কম। এক্ষেত্রে বলা যায় পারফর্মেন্স ও সমান হবে দুটো গ্রাফিক্স কার্ড এর। এই সিদ্ধান্তে আসাই যায় যে এনভিডিয়া একপ্রকার চাপে পরেই ৪০৯০ গুলো সরিয়ে নিয়েছে ও এক্ষেত্রে তাদের সেরকম সম্মতি ছিল না। সেজন্যই বিকল্প হিসেবে তারা যেটা লঞ্চ করেছে, সেই RTX 4090D এর পারফর্মেন্স আদতে যেন 4090 এর কাছাকাছি ই হয় সেই চেষ্টার কমতি রাখেনি তারা। অর্থাৎ যে সমস্ত দেশে ৪০৯০ এর রপ্তানি নিষিদ্ধ ছিল, সেই বৃহত বাজার ও ভোক্তাদের একদমই হতাশ করতে চায়না এনভিডিয়া। যাই হোক, স্পেসিফিকেশন জানার আগে একটু সারসংক্ষেপ জেনে নেওয়া যাক-

  • ৪০৯০ এর তুলনায় এটায় ১১% কম SM রয়েছে।
  • বেস আবার বেজ ভ্যারিয়েন্ট থেকে ২% বেশি।
  • টিডিপি ৬% কম।
  • ওভারক্লক করার সুবিধা নেই।
  • জানুয়ারি থেকে চায়না ও ভিয়েতনাম সহ অন্যান্য দেশ গুলোর বাজারে পাওয়া যাবে।

Specs: 

RTX 4090D তে SM আছে ১১৪ টি, যা ৪০৯০ থেকে ১৪টি কম।কুডা কোর আছে ১৪৫৯২টি, যা ৪০৯০ থেকে প্রায় ১৮০০ কম। টেন্সর কোর ও রয়েছে ৪৫৬ টি,অন্যদিকে ৪০৯০ তে টেন্সর কোরের সংখ্যা ৫১২টি।একই ১৬০০ ডলার দামে পাওয়া যাবে গ্রাফিক্স কার্ডটি ।পার্থক্য রয়েছে টিডিপিতেও, ৪৫০ ওয়াট এর পরিবর্তে ৪২৫ ওয়াট পাওয়ারে চলবে এটা। বেস ক্লক ২২৩৫ মেগাহার্জের বদলে বেড়ে দাড়িয়েছে ২২৮০ মেগাহার্জে ।এছাড়া-

  • ২৫২০ মেগাহার্জ বুস্ট ক্লক।
  • ২৪ গিগাবাইট GDDR6X মেমোরি।
  • ৩৮৪ বিট মেমোরি,২১ জিবিপিএস মেমোরি স্পিড ও 1008GB/s bandwidth।
  • ফিচার করছে  TSMC 4N Node এর  AD102-250 GPU।

পাওয়া যাবে জানুয়ারির শেষ নাগাদ।পারফর্মেন্স মুলত ৪০৯০ এর আশেপাশেই পাওয়া যাবে, চায়না রিজিয়ন এর ওয়েবসাইটে এনভিডিয়া অবশ্য তুলনা করেছে ৩০৯০ টিআই এর সাথে।

Share This Article

Search