Search

CES 2023: NVIDIA লঞ্চ করলো RTX 4070 Ti

CES 2023 এ Geforce Beyond Event এ অবশেষে এনভিডিয়া লঞ্চ করলো বহুল আলোচিত,সমালোচিত গ্রাফিক্স কার্ড RTX 4070 Ti । একই সাথে এনভিডিয়া এনাউন্স করেছে RTX 40 সিরিজের ল্যাপটপ GPU গুলোও।

শেষমেশ দেখা মিললো নাম পরিবর্তিত RTX 4080 12GB এরই

আগে থেকেই বিভিন্নভাবে নিশ্চিত হওয়া গিয়েছিল,এনভিডিয়াও অনিচ্ছাকৃতভাবে 4070 Ti এর স্পেসিফিকেশন প্রকাশ করে ফেলেছিল ,সুতরাং এটা নিশ্চিতভাবে জানা ছিল যে ক্যানসেল হয়ে যাওয়া RTX 4080 12GB এর নামই পরিবর্তন করে RTX 4070 Ti নামে রিলিজ করবে এনভিডিয়া। হয়েছেও তাই। 12GB 4070 Ti যে জিপিইউ টি লঞ্চ করা হয়েছে তা আসলে সেই 4080 12GB।

দাম অবশ্য ৯০০ ডলার এর স্থলে অবধারিতভাবেই কমিয়ে আনা হয়েছে। ৮০০ ডলার গুনতে হবে আপনাকে এই গ্রাফিক্স কার্ডটির জন্য। তবে এতেও সম্পুর্ণরুপে সমালোচনার হাত থেকে বাচতে পারছে না হয়তো এনভিডিয়া। কারণ, আগের জেনারেশনের 3070 Ti থেকে এটি আরো ২০০ ডলার বেশি। এবং একই সাথে RTX 30 সিরিজের 3080 10GB এর থেকেও ১০০ ডলার বেশি। অর্থাৎ সুযোগ বুঝে এনভিডিয়া এই 70ti লাইনআপের দামটিও বাড়িয়ে দিয়েছে এক শত ডলার।

RTX 4070 Ti এর থাকবে না কোনো Founders Edition। অর্থাৎ বাজারে শুধু AIB Model গুলোই পাওয়া যাবে।

এক নজরে স্পেসিফিকেশন

RTX 4070 Ti তে রয়েছে ৩৫.৮ বিলিয়ন ট্রাঞ্জিস্টর যা আগের জেনারেশন এর 3070 ti এর দ্বিগুণ। জিপিইউ এর ডাই সাইজ অবশ্য কমে এসেছে।  SM বৃদ্ধি পেয়েছে ১২টা, অর্থাৎ ৪৮ থেকে বেড়ে হয়েছে ৬০। কুডা কোর ও বেড়েছে ১৫০০ প্রায় ১৫০০ ইউনিট। ক্লক স্পিড ও ৪০ সিরিজের অন্যান্য গ্রাফিক্স কার্ডের মত ২.৫ গিগাহার্জের ট্রেন্ড মেনে চলছে । এবং মেমোরি কনফিগারেশন তো মোটামুটি সবারই জানা,12GB GDDR6,্যেটি আগের জেনারেশন থেকে চার গিগাবাইট বেশি। মেমোরি বাস অবশ্য দৃষ্টিকটু ভাবে 3070 ti থেকে কম। মেমোরি স্পিড বাড়লেও কমেছে ব্যান্ডউইডথ।

তবে এনভিডিয়া কতবড় ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল কনজিউমারদের, তা অবশ্য 4080 16GB এর সাথে তুলনা করলেই স্পষ্ট হয়ে যায়। কুডা কোর, ট্রাঞ্জিস্টর সংখ্যা,SM,Memory Speed,TDP সবকিছুই প্রমাণ করে যে এই দুটি জিপিইউ এর কখনোই একই নাম ও একই Tier এ থাকার কথা ছিল না। মেমোরি সাইজ বাদে আরো অনেক কিছুরই কাটছাট করা ছিল। পারফর্মেন্সেও তার প্রমাণ পাওয়া যাবে। কমানো হয়েছিল RT,Tensor কোরের সংখ্যাও। RTX 4070 Ti তে রয়েছে

পারফর্মেন্স কেমন?

এনভিডিয়া একটি  পারফর্মেন্স গ্রাফ দেখিয়েছে। এনভিডিয়ার আগের জেনারেশনের ফ্লাগশিপ 3090 ti  হতে ৩গুণ পর্যন্ত বেটার পারফর্মেন্স দিতে পারবে RTX 4070 Ti ।এনভিডিয়ার দেখানো গ্রাফে ৭টি গেম এর relative performance দেখানো হয়েছে। সম্ভবত গেমগুলো 1440p তে টেস্ট করা হয়েছে।

তবে প্রকৃত অবস্থা জানতে আমাদের লঞ্চ এর পর 3rd party review গুলোর জন্যই অপেক্ষা করতে হবে।

CES এ এনভিডিয়ার অন্যান্যঃ

এনভিডিয়া আরো দেখিয়েছে বেশ কিছু গেমের কিছু এক্সক্লুসিভ গেমপ্লে। Witchfire, The Day Before, Warhaven, Thrones and Liberty, Atomic Heart ।  গেম গুলো  DLSS3 এর সাথে লঞ্চ হতে চলেছে ২০২৩ সালে।

একই সাথে Geforce Now ,এনভিডিয়ার Cloud Gaming Service এর expansion, বিভিন্ন রিজিয়ন এর অন্তর্ভুক্তি ও বিভিন্ন গেম এর অন্তর্ভুক্তি সম্পর্কে আলোচনা করা হয়। RTX 4080 এর বদৌলতে ক্লাউড গেমিং এ ৩৪ মিলিসেকেন্ড ল্যাটেন্সি ও ২৪০ এফপিএস গেমিং কেও হাইলাইট করা হয়।

RTX 40 Laptop Series:

ইভেন্টে এনভিডিয়ার আরো বেশ কিছু গুরুত্বপুর্ণ এনাউন্সমেন্ট ছিল। RTX 40 সিরিজের 4050,4060,4070 ,4080 ও 4090 Mobile GPU সম্বলিত ল্যাপটপ গুলোর শো কেস করা হয়। এগুলোর প্রাইস,পারফর্মেন্স সম্পর্কেও ধারণা দেওয়া হয়। RTX 4050 যুক্ত ল্যাপটপ গুলোর দাম শুরু হবে ১০০০ ডলার থেকে। এগুলোর হাইলাইটস ছিল-

  • 1440p Ultra তে 80 FPS
  • আড়াই ঘন্টার ভিডিও ১০ মিনিটে রেন্ডার
  • ও RTX 3080 এর মত পারফর্মেন্স মাত্র ৩ ভাগের এক ভাগ পাওয়ার ব্যবহার করে।

অন্যদিকে 4080,4090 যুক্ত ল্যাপটপগুলোর দাম শুরু হবে ২০০০ ডলার থেকে।

কবে থেকে পাওয়া যাবে????

  • RTX 4070 Ti পাওয়া যাবে জানুয়ারির ৫ তারিখ থেকে।
  • RTX 4050-4070 যুক্ত ল্যাপটপ গুলো ফেবুয়ারির ২২ তারিখ থেকে পাওয়া যাবে।
  • RTX 4080,4090 যুক্ত ল্যাপটপ গুলো ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে পাওয়া যাবে।

Share This Article

Search