জানা যাচ্ছে যে Intel এর Desktop Graphics Card লাইনআপ এর বেশ কিছু মডেল এই মাসেই বাজারে আসতে পারে অথবা Reveal হতে পারে। গত এক দেড় মাসের new,leaks এর মাধ্যমে জানা গিয়েছে দাম, মডেলের সংখ্যা সহ আরো গুরুত্বপুর্ণ সব তথ্য।
লাইনআপে রয়েছে মোট ৭টি মডেল??
ইন্টেল গ্রাফিক্স কার্ড নিয়ে কয়েকমাস আগে আমরা আমাদের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করেছিলাম 300 Series,500 Series ও 700 series নিয়ে, Mobile SKUs গুলোর পাশাপাশি desktop lineup নিয়ে সেই সময় পর্যন্ত যত লিকস,rumors,news ছিল সবকিছুই তুলে ধরা হয়েছিল। তার পরে এখন পর্যন্ত আরো বেশ কিছু তথ্য,rumors,leaks নতুন করে পাওয়া গিয়েছে।
700 সিরিজে থাকবে মোট ৪টি মডেল, A770 SKU এর থাকবে দুটি ভ্যারিয়েন্ট, একটিতে থাকবে ৮ গিগাবাইট ভিডিও মেমোরি,অন্যটি ফিচার করবে ১৬ গিগাবাইট ভিডিও মেমোরি। 770 সিরিজের সবগুলোতেই GPU হিসেবে থাকবে ACM-G10।
700 সিরিজে চতুর্থ বা সবথেকে high profile যে মডেলটি থাকবে তা হচ্ছে Arc 780 LE বা Limited Edition. এই গ্রাফিক্স কার্ডেও থাকবে 16 GB GDDR6 Memory। 750 বাদে এই সিরিজের বাকি মডেলগুলোতে ৩২টি Xe Cores, ৪০৯৬ টি FP32 Cores থাকবে। মেমোরি বাস হবে ২৫৬ বিট।
500 সিরিজে কেবল মাত্র A580 মডেলটিই থাকতে পারে যাতে ACM-G10 GPU রয়েছে 128-bit 8gb GDDR6 VRAM এর সাথে। 300 সিরিজ এর মডেল গুলোতে 4-6 GB GDDR6 মেমোরি , কম সংখ্যক Xe,FP32 Cores থাকবে ও মেমোরির বাস ও হবে কম। নিচের লিস্ট থেকে এক নজরে দেখে নিন এখন পর্যন্ত Rumored Intel Arc Desktop Graphics Card Lineup:
জেনে নিন সম্ভাব্য দাম ও Release date ও
Wccftech এর নিজস্ব সোর্স এর মাধ্যমে জানা যাচ্ছে বেশ কয়েকটি মডেলের দাম ও সম্ভাব্য release date. Arc A750 মডেলটির MSRP হবে ৩৫০ US Dollar ও এর পারফর্মেন্স হবে RTX 3060 এর মত। May এর শেষের দিকে অথবা জুনের শুরুতে এর announcement হতে পারে।
২৮০ ডলার MSRP তে বাজারে আসতে পারে Arc A580 ,যার পারফর্মেন্স অনেকটা RTX 3050 এর মত হতে পারে, এটি জুলাই এ এনাউন্সড হতে পারে এমনই জানা যাচ্ছে। এন্ট্রি লেভেল, অর্থাৎ 300 সিরিজের কার্ড Arc 380 এর MSRP হবে মাত্র ১৫০ ডলার, পারফর্মেন্স হবে GTX 1650 এর মত। এই গ্রাফিক্স কার্ডটি Arc A750 এর সাথে, একই সময়ে এনাউন্সড হতে পারে।