Search

Intel Battlemage এর সম্পর্কে যা যা জানা গিয়েছে

Intel Arc Alchemist এর উত্তরসুরি বলা যায় Intel Arc Battlemage কে। Battlemage এর আবির্ভাবের এখনো অনেকটা সময়ই বাকি থাকলেও অনেক দিন ধরেই এর সম্পর্কে টুকটাক তথ্য লিক হয়ে আসছে,Insider রা নানান রকম তথ্য দিচ্ছেন।। আজকে কথা হবে Battlemage সম্পর্কে যা যা জানা গিয়েছে সেগুলো নিয়ে।

Battlemage এর আগে আসবে Alchemist+ ও

বেশ আগেই প্রকাশিত হয়েছিল ইন্টেলের Discrete Graphics Card এর future Roadmap ও । সেই অনুসারে এই বছরের তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আরো গুটি কয়েক Arc Alchemist GPU লঞ্চ হওয়ার কথা রয়েছে। এগুলো মুলত Alchemist+ ।বলা যায় Arc Alchemist,1st Gen এর রিফ্রেশ ভার্সন। Mainstream ও পাফর্মেন্স গ্রেডের দুটি GPU ভ্যারিয়েন্ট এর ব্যাপারে জানা গিয়েছে স্লাইডে। ACM+ G20 থাকবে Mainstream Tier এ , যার TDP হতে পারে ৭৫-১০০ওয়াট। পারফর্মেন্স টিয়ারের মাঝামাঝি অবস্থানে থাকবে ACM+ G21, এটির TDP হবে ১৭৫-২২০ ওয়াট এর মধ্যে। এই GPU গুলোর কতগুলো ভ্যারিয়েন্ট লঞ্চ হবে, কতগুলো গ্রাফিক্স কার্ড লঞ্চ হবে তাও অজানা।

এছাড়া আর কোনো তথ্য, যেমন স্পেকস, প্রাইসিং সম্পর্কে কিছুই জানা যায়নি এখনো। MOORE’S LAW এর মতে এটা হবে অনেকটা AMD Strix Point এর মত, RDNA 3,4 এর মাঝামাঝি RDNA 3+ বা RDNA 3.5 আর্কিটেকচার।

তবে রোডম্যাপ অনুসারে ২০২৪ সালের দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টার জুড়ে লঞ্চ হবে Battlemage GPU গুলো।

Latest Leak about Battlemage (RedGamingTech)

Battlemage সম্পর্কে গত এক সপ্তাহে বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া গিয়েছে RedGamingTech এর Stream হতে। মার্চ মাসে যে স্পেকস আপডেট দিয়েছিলো তারা, তাতেই কিছু সংশোধনী আনা হয়েছে। যেমন 66 Xe Core এর ব্যাপারটা ভুল ছিল, ৪৮ মেগাবাইট এর L2 ক্যাশের ব্যাপারটিও ভুল ছিল।

সংশোধনীর পর যদি আমরা Leak গুলোর সারসুংক্ষেপ দেখি,তাহলে –

  • Xe2 আর্কিটেকচারে নির্মিত হবে Battlemage GPU গুলো।
  • ৬৬টি নয়, ৫৬ টি Xe Cores থাকবে।
  • 448 টি Execution Units (EU/XVE) থাকবে।
  • 112 MB Adamantine Cache ,যেটাকে Level 4 cache বা infinity cache ও বলা যায়।
  • 256 Bit এর মেমোরি বাস সম্বলিত GDDR6X মেমোরি থাকবে।
  • প্রতি EU তে ২গুণ করে Shader/ভেক্টর ইঞ্জিন  থাকবে।

  • RedGamingTech এর মত হচ্ছে, Rasterization, Gaming এ Battlemage এর পারফর্মেন্স হবে RTX 4080 এর মত।
  • Computing performance এ Battlemage 4090 এর লেভেলে যেতে পারে ,তবে এই ব্যাপারটি নিয়ে একেবারেই নিশ্চিত নয় RGT।
  • রোডম্যাপ অনুসারে ২২৫ ওয়াটের আশেপাশে পাওয়ার ড্র করবে Battlemage flagship GPU গুলো।
  • Xess 2.0 আসতে পারে।
  • Ray Tracing performance এ Improvement আসবে।

***RGT এর বক্তব্য হচ্ছে, 56 Xe cores এর ব্যাপারটি এরকম ও হতে পারে যে এটি একটি Lower tier এর, আবার এরকম ও হতে পারে যে দুটি সংখ্যাই ভুল।***

Specs of Battlemage GPU (Moore’s law)

Moore’s Law of Dead একগাদা তথ্য নিয়ে এসেছেন সম্প্রতি Battlemage নিয়ে। সেগুলোর সারমর্ম-

  • Late Q2 2024/H2 2024 এ লঞ্চ।
  • GDDR6X, PCIe5 সাপোর্ট। তবে Memory Type পরিবর্তন হয়ে GDDR7 ও হতে পারে আবার GDDR6 ও থাকতে পারে।
  • ২টি GPU Die এর ব্যাপারে জানিয়েছে Moore’s Law, সর্বোচ্চ 448 টি EU এর G10, যার Die সাইজ ৩৬২ মিলিমিটার স্কোয়ার।সাথে ২৫৬ বিট এর GDDR6X memory ।
    G21, ৩২০টি EU, ২৫৩ মিলিমিটার স্কোয়ার এর Die size, 12GB GDDR6X, 192 Bit এর মেমোরি ও
    G21 with 256 EUs, একই DIe size কিন্ত 128 bit GDDR6 8GB Memory (Cut down G21)
  • MOORE’S Law এর মতে Arc alchemist ইতিমধ্যেই Dead। ইন্টেল পরবর্তী জেনারেশন এর প্রস্ততি নিচ্ছে।GPU গুলোর discontinuation এরই অংশ।
  • TSMC 4nm node.
  • G10 কে 4080 লেভেলে মনে করা হলেও Cut down die size, কম execution Unit এর জন্য এর পারফর্মেন্স সম্পর্কে এখন আর নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মিডরেঞ্জ পারফর্মেন্স ও হতে পারে।

 

 

Share This Article

Search