GPU এর দাম স্বাভাবিক হবে বছরের শেষ দিকে?

গ্রাফিক্স কার্ডের দাম এখনো MSRP এর ধারে কাছেও নেই। তবুও আশার কথা হলো এই যে গত কয়েক মাসের তুলনায় সেই দাম কমে এসেছে অনেকটাই।দামের এই গ্রাফ থেকে ধারণা করা হচ্ছে যে বছরের শেষ দিকে MSRP তে নেমে আসতে পারে গ্রাফিক্স কার্ডের দাম। অন্যদিকে AMD এর সদ্য লঞ্চ হওয়া RX 6600XT এর মাইনিং পারফর্মেন্স বেশ ভালো বলে শোনা যাচ্ছে; সেক্ষেত্রে মাইনারদের কুদৃষ্টি এর দিকে পড়তে পারে এই আশংকা করাই যায়।

আরো কমেছে 30 সিরিজের কার্ডের দাম; তুলনামুলক বেশি দামে বিক্রি হচ্ছে AMD এর RX 6XXX সিরিজের কার্ডঃ

3dCenter এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে GPU এর Availability আগের থেকে তুলনামুলক বেড়েছে। সাথে সাথে RTX 30 সিরিজের কার্ডগুলোর দাম আগের থেকে সামান্য কমে এসেছে। বিপরীতে RX 6XXX সিরিজের কার্ডের দাম সেই তুলনায় উলটো কিছুটা বৃদ্ধি পেয়েছে। নিচের গ্রাফটি তে তা ভালোভাবে লক্ষ করা যায়।

Geforce কার্ডগুলোর দাম কমা ও Availability বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে নতুন করে LHR বা Lite Hashrate ভার্সন লঞ্চ করা ও Mining এর জন্য Dedicated GPU লঞ্চ করা।  এই নতুন LHR কার্ডগুলো মাইনিং অপারেশন শনাক্ত করে Hashrate অর্ধেকে নামিয়ে আনতে পারে। এজন্যই এগুলো দিয়ে মাইনিং খুব বেশি সুবিধাজনক না হওয়ায় এই কার্ডগুলোর দিকে তেমন একটা আগ্রহ দেখাচ্ছে না মাইনার রা। এর জন্য availability ও pricing আগের থেকে ভালো। তবে এনভিডিয়া কার্ডের যেরকম এভেলেবিলিটি ও দাম কমার হার দেখা যাচ্ছে তা থেকে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে এই বছরের শেষের দিকে হয়তো MSRP তে নেমে আসবে GPU এর দাম।

এনভিডিয়ার রাজত্বঃ

NVIDIA এর কার্ডে LHR থাকার কারণে চাপটা কিছুটা হলেও AMD এর দিকে গিয়েছে। সাপ্লাই ও দাম তাই কিছুটা বাড়তি। AMD এর বড় বড় AIB পার্টনাররা খুব বেশি আশাবাদী নয় সহসা সাপ্লাই ও দাম স্বাভাবিক হওয়ার ব্যাপারে। TSMC এর 7NM Node এর প্রচুর চাহিদা ও অন্যন্য কম্পোনেন্টে ব্যবহারের কারণে সাপ্লাই তুলনামুলক কম। একই সাথে মাইনার ও Scalper দের কারণে যা বাজারে রয়েছে সেগুলো গেমারদের নাগালের অনেকটাই বাইরে।

Availability ও সাপ্লাই বেশি থাকার কারণে  এনভিডিয়ার GPU এর বিক্রির পরিমাণ ও AMD এর থেকে অনেকটাই বেশি। শেষ কয়েক সপ্তাহে AMD এর তুলনায় অনেক বেশি সংখ্যক ইউনিট বিক্রি করতে সক্ষম হয়েছে গ্রিন টিম।

6700XT 6800 6800XT 6900XT
Curmudgeon 689-921 € 1049-1299 € 1157-1575 € 1449-2164 €
Alternate 1799-2099 €
Caseking € 867 € 1084 1382-1546 € 1663-2493 €
Computer Universe 723-792 € € 1259 1327-1769 €
Equippr € 849
Galaxus € 773-891 1299 € 1315 € 1549-1909 €
Hardwarecamp24 € 879 1249 € 1649 €
Mindfactory € 689-869 1049-1099 € 1199-1229 € 1449-1779 €
Notebook cheaper € 759-789 1499-1899 €
ProShop € 779-1099 1199-1299 € 1249-1499 € 1599-2112 €
List price € 479 € 579 € 649 999 €
Surcharge (Over MSRP) from + 44% from + 81% from + 78% from + 33%
Change from last report + 5pp + 8pp -1 PP ± 0
Availability ★★★★ ☆ ★★ ☆☆☆ ★★★ ☆☆ ★★★★ ☆

 

নতুন মাইনিং Blast এর অপেক্ষায় Retailers,Distributors?

Retailers,Distributors দের কাছে NVIDIA এর অপেক্ষাকৃত পুরনো NON-LHR কার্ড প্রচুর পরিমাণে স্টকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে । এবং তারা অপেক্ষায় রয়েছে আরো একটি Cypto-blast এর। অর্থাৎ কোনো কারেন্সির দাম এর আকস্মিক বৃদ্ধি বা নতুন কোনো Currency এর আগমন ঘটলেই তারা বিশাল দামে এই কার্ডগুলো বাজারে ছাড়বে বলেই পরিকল্পনা করে রেখেছে।

Mining Friendly 6600XT ?

একদম সদ্য লঞ্চ হওয়া AMD এর ৩৮০ ডলারের কার্ড RX 6600XT এর দিকে মাইনারদের দৃষ্টি যেতে পা্রে এরকম ধারণা করা হচ্ছে কেননা রেডিট এর একটি থ্রেড থেকে জানা যাচ্ছে যে এই কার্ডটির মাইনিং পারফর্মেন্স বেশ ভালো।

এই কার্ডটিকে মাইনিং এ মাত্র 55W পাওয়ার ড্র এর বিপরীতে 32MH/s হ্যাশরেট পেতে দেখা যাচ্ছে নিচের চার্টে।

যথারীতি উচ্চ দামে লিস্টেড দেখা যাচ্ছে RX 6600XT কেঃ

সাম্প্রতিক সময়ের অন্যন্য কার্ডগুলোর মত কিছুদিন আগে লঞ্চ হওয়া RX 6600XT ও বিক্রি হচ্ছে MSRP থেকে অনেকটাই বেশি দামে। Amazon এ unavailable ,Newegg এও রয়েছে আউট অফ স্টক অবস্থায় ।তবে যা দাম লেখা রয়েছে তা হতাশাজনক। বিভিন্ন মডেলের RX 6600XT কে লিস্টেড দেখা গেছে ৪১৯ ডলার থেকে ৫৭৯ ডলার পর্যন্ত দামে; যা MSRP থেকে ৫০ থেকে ২০০ ডলার বেশি। Topchat এও ৫০০ ডলারের উপরে লিস্টেড রয়েছে কার্ডটি।Caseking সাইটেও ৫০০ ইউরো রেঞ্জে ঘোরাফেরা করছে  এর দাম। Overclockers.co সাইটে ৩৮০-৪৫০ ইউরোর মধ্যে পাওয়া যাচ্ছে 6600XT ।

Share This Article

Search