অবশেষে AMD এনাউন্স করেছে তাদের NAVI 3x বা RDNA3 আর্কিটেকচারের দুইটি ফ্লাগশিপ গ্রাফিক্স কার্ড Radeon RX 7900XT ও RX 7900XTX। ডিসেম্বরে ১৩ তারিখ থেকে দুটি গ্রাফিক্স কার্ডই বাজারে পাওয়া যাবে।
এক নজরে RX 7900XTX ও RX 7900XT এর স্পেসিফিকেশনঃ
দুটি গ্রাফিক্স কার্ডই ফিচার করছে NAVI31 জিপিইউ (একটি XTX ও আরেকটি XT)। NAVI 30 সিরিজের জিপিইউ গুলো 5nm RDNA3 আর্কিটেকচারে তৈরী (এগুলো TSMC এর 5NM Node)। একই জিপিইউ দিয়ে তৈরী হলেও RX 7900XT এর স্পেকস গুলো XTX থেকে সামান্য downgraded। যেমন RX 7900XTX এর বেস ক্লক 1.9 Ghz, XT এর ক্ষেত্রে যা 1.5 Ghz। গেম ক্লক 7900XTX এর 2.3 Ghz, 7900XT তে তা ৩০০ মেগাহার্জ কম। এভাবে বুস্ট ক্লকেও রয়েছে ১০০ মেগাহার্জের পার্থক্য (2.5Ghz-2.4Ghz)।
RX 7900XTX এর বোর্ড পাওয়ার ৩৫৫ ওয়াট,অপরটি ব্যবহার করবে ৩০০ ওয়াটের মত পাওয়ার। জিপিইউ দুটিতে রয়েছে যথাক্রমে ৯৬ ও ৮০ মেগাবাইটের ইনফিনিটি ক্যাশ। এএমডি এই কার্ডগুলোর জন্য ২টি 8-pin connector এর requirement ও 750-800W এর পাওয়ার সাপ্লাই রেকমেন্ডেশন দিয়েছে।
মেমোরি কনফিগারেশনের দিকে যদি নজর দি, XTX এ রয়েছে ২৪ গিগাবাইট এর GDDR6 Memory। অপরদিকে, 7900XT তে দেওয়া হয়েছে ২০ গিগাবাইট মেমোরি। দুটি কার্ডেরই মেমোরি স্পিড একই (20GB/s) হলেও পার্থক্য রয়েছে মেমোরি বাস ও ব্যান্ডউইডথে।
এই জিপিইউ গুলো আরো সাপোর্ট করছে AV1 Encoder,Decoder ও Displayport 2.1 ।
দাম কত?
AMD এর প্রাইসিং দেখে মনে হয়েছে যে তারা RTX 4090 এর মত ফ্লাগশিপ জিপিইউ কে তাদের লক্ষ বা প্রতিদ্বন্দ্বী বানাতে চায় না। পারফর্মেন্স এর বদলে পারফর্মেন্স পার ওয়াট ও প্রাইস টু পারফর্মেন্স এর বেটার ভ্যালু দিয়েই বাজার দখল করতে চায় AMD । অন্তত প্রাইসিং দেখে সেরকমই আন্দাজ করা যাচ্ছে। AMD তাদের টপ লেভেলের এই গ্রাফিক্স কার্ড দুটির দাম নির্ধারণ করেছে যথাক্রমেঃ
RX 7900 XTX: 999 USD.
RX 7900 XT: 899 USD.
এক্ষেত্রে ধরে নেওয়াই যায় যে এই জিপিইউ গুলো মুলত RTX 4080 এর মত গ্রাফিক্স কার্ডগুলোকে , একই সাথে RTX 4090 কেও পারফর্মেন্স/ওয়াট ও প্রাইস পার ফ্রেমের হিসেবে পেছনে ফেলতে চেষ্টা করবে।
পারফর্মেন্স কেমন হতে পারে? Performance of RX 7900XT, 7900XTX:
এএমডি তাদের অফিশিয়াল ইভেন্টে যেসব বেঞ্চমার্ক দেখিয়েছে সেখানে তারা আগের জেনারেশনের AMD GPU, অর্থাৎ RX 6950XT, যেটি কি না এএমডির ইতিহাসের এখনো পর্যন্ত সবথেকে পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড,সেটির সাথে হেড টু হেড কম্প্যারিজন দেখিয়েছে ও কিছু relative performance graph দেখিয়েছে।
রে ট্রেসিং চালু করে ,ফোরকে রেজুলুশনে করা বেঞ্চমার্ক গুলোতে দেখা যাচ্ছে 6950xt থেকে RX 7900 XT বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে রে ট্রেসিং পারফর্মেন্সে এএমডির যে দুর্বলতা ছিল, সেটি হয়তো অনেকখানি ই কেটে যাবে এই জেনারেশন থেকে।
ফোরকে তে AMD এর দাবি অনুসারে 7900xt ,6950xt থেকে 1.7 পর্যন্ত গুন বেশি ফ্রেমরেট দিতে পারবে।
এক্ষেত্রে আন্দাজ করা যায় যে 4090 এর সমান না হলেও 70-80-85% পর্যন্ত কাছাকাছি যেতে পারে RX 7900XT/XTX এর পারফর্মেন্স। ৬০০ ডলার কম দামে যা একটা অবিশ্বাস্য ব্যাপার। এছাড়াও পাওয়ার এর দিক দিয়েও তুলনামুলক বেশি সাশ্রয়ী হবে ।সেক্ষেত্রে NVIDIA বেশ বড় রকমের চাপে পরে যেতে পারে প্রাইসিং এর দিক দিয়ে ও বাধ্য হতে পারে প্রাইস গুলো অনেক বেশি প্রতিযোগিতামুলক করতে।
তবে প্রকৃতপক্ষে এই জিপিইউ গুলোর পারফর্মেন্স কেমন তা জানতে আমাদের আরো এক মাস অপেক্ষা করতে হবে রিভিউ পাবলিশের জন্য।