অবশেষে দেখা মিললো 24GB ASUS RTX 3090 STRIX এর

পিসি জগতে PC Enthusiasts এর পছন্দের শীর্শে থাকা গ্রাফিক্স কার্ড হলো ROG STRIX Series. STRIX কার্ড গুলো শুরু থেকে এর Performance, Design, Cooling System এবং Extreme OverClocking Potential দিয়ে Gamer এবং বড় বড় PC Enthusiasts দের মন জয় করে এসেছে।
অনেকদিন ধরেই বিভিন্ন লিক এর মাধ্যমে আমরা দেখা পেয়েছি RTX 3000 সিরিজের কার্ড এর।সেগুলো সবই ছিল একদম বেসিক founders edition,কিন্ত সম্ভবত এই প্রথমবারের মত কোনো কাস্টম RTX 30 কার্ড দেখা গেলো।
কিন্তু অনেকেই অপেক্ষায় ছিলো STRIX কার্ড এর জন্য। অবশেষে দেখা মিললো RTX3000 এর ASUS GeForce RTX 3090 24GB ROG STRIX OC কার্ডের ফাইনাল প্রডাকশন এর বাস্তব চিত্র।

 

গত কয়েক বছর ধরে STRIX কার্ড গুলো সব প্রায় একই রকম ডিজাইন ছিলো। এবছর ডিজাইন এ বেশ পরিবর্তন এসেছে আগে জেনারেশন এর সাথে মিল নেই বলা যায়। ফ্যান ডিজাইন 2000series এর মতোই রয়েছে। এবং কার্ডটির থিকনেস আগের সিরিজের কার্ডের মতোই । এটি 2PCie Slot কার্ড।

 

Share This Article

Search