একটি দেশীয় পণ্যের রিভিউ | Walton WKG001KB Pro In-Depth Review

দেশি ডেস্কটপ হার্ডওয়্যার এর বাজারে ওয়াল্টন এর প্রবেশের বেশিদিন না হলেও তাদের কিছু কিছু প্রোডাক্ট গ্রাহকদের মধ্যে ভালোই সাড়া পেয়েছে। তেমনই একটি প্রোডাক্ট হলো তাদের এই আরজিবি কীবোর্ডটি। ব্যবহারকারিদের মতামত ভালো হলেও দেশি ব্র্যান্ড হিসেবে নানা রকমের সন্দেহ থেকে যায় অনেকের মনে। সেজন্যই আজ নিয়ে এসেছি এই কীবোর্ডটি ৬ মাস ব্যবহারের পর আমার বিস্তারিত রিভিউ।

কীবোর্ডটির ডিজাইনঃ

শুরুতেই কথা বলা যাক কীবোর্ডটি দেখতে কিরকম তা নিয়ে। সোনালি মেটাল ফ্রেম এর উপর কীবোর্ডের সাদা কী গুলো দেখতে ভালোই লাগে। কী গুলো ফ্রেমের সাথে লেগে না থেকে একটু গ্যাপ রেখে উঠে থাকে যার কারনে একে প্রথম দেখাতে মেকানিক্যাল কীবোর্ড মনে হতে পারে। এছাড়াও, এ কীবোর্ডের মূল আকর্ষণ, এর আরজিবি লাইটিংটিও অনেক সুন্দরভাবে ফুতে ওঠে এ কীবোর্ডের উপর। রাতে এই লাইটটি দেখতে ভালোই লাগে। অন্ধকারে ব্যাকলাইট হিসেবে এটি যথেষ্ট ইউসফুল। এই কীবোর্ডের আরজিবি মোড রয়েছে ৯টি, যেগুলোর মধ্যে আপনি “Fn+Num Keys” প্রেস করার মাধ্যমে যেকোনো একটা নির্বাচন করতে পারবেন। 

কীবোর্ডটির বিল্ড কোয়ালিটিঃ 

উপরে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি ফ্রেমের কারনে এই কীবোর্ডটি অনেক মজবুত অনুভূত হয় এবং হাতে নিলে এর ওজন টের পাওয়া যায়। নিচের দিক ও “ABS Plastic” দিয়ে বানানো এবং যথেষ্ট দৃঢ়। এর কী গুলো প্লাস্টিকের তৈরি এবং কী-ক্যাপ গুলো “Double-Shot” অর্থাৎ কী এর উপরের লেখাগুলো প্রিন্ট না করে দুই স্তরের প্লাস্টিক একসাথে ঢালাই করা হয়েছে। যার ফলে দীর্ঘদিন ব্যবহারের পরেও এই লেখাগুলো অক্ষত থাকবে। এছাড়াও কীবোর্ডটির সাথে আছে নাইলনের ব্রেইডেড কেবল যা ভাজ/ক্ষয় থেকে রক্ষার ক্ষেত্রে কার্যকর। এবং এটির দৈর্ঘ্য ১.৬মিটার হওয়ায় এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার সুযোগ নেই। 

কীবোর্ডটিতে টাইপিং এর অভিজ্ঞতাঃ 

কীবোর্ডের বক্সি সলিড কী গুলোতে টাইপ করে আরাম পাওয়া যায়। কী গুলো উচু হওয়ায় এতে কী-ট্র্যাভেল টাও অনুভব করা যায় এবং টাইপ করার সময় প্রত্যেক প্রেসে একটা স্যাটিস্ফাইং সাউন্ড হয়। এই কীবোর্ডে টাইপ করলে সেমি-মেকানিক্যাল কীবোর্ডের মতই মনে হয়। এই কীবোর্ডে ‘19 Key Anti-ghosting” রয়েছে জা অনেকের জন্যই লাভজনক হয়ে থাকে। এছাড়াও টানা দীর্ঘক্ষণ ব্যবহারেও কোনো প্রকারের অসুবিধা কারো হবে বলে আমার মনে হয়না। তবে আমি আমার ল্যাপটপ এর কীবোর্ড থেকে সুইচ করে এই কীবোর্ড ব্যবহার শুরু করার পর কয়েকদিন লেগেছিল পুরোপুরি মানিয়ে নিতে এর কী গুলোর সাথে। এটি অন্যদের হবে নাকি সেটা বলা যাচ্ছে না। 

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot