২০১৮ সাল প্রায় শেষ হয়ে গেল। আর The Game Awards 2018 ইভেন্টটিও সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল। E3 এর পর গেমিং নিয়ে এটা সবথেকে জনপ্রিয় ইভেন্ট। এই ইভেন্টের সকল হাইলাইটস নিয়েই আমার আজকের এই পোষ্ট। যারা যারা ইভেন্টটি দেখেননি কিংবা ইভেন্টের রেজাল্ট এখনো জানেন না তাদের জন্যই এই পোষ্ট। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই এ বছরের Game Awards এর হাইলাইটসগুলোকে। ইভেন্টটির শুরু থেকে শেষ সিরিয়ালভাবে হাইলাইটসগুলোকে সাজানো হয়েছে।
Marvel Ultimate Alliance 3: The Black Order
এ বছরের Game Awards শুরু হয় মার্ভেলের নতুন action-RPG ভিক্তিক ভিডিও গেম Marvel Ultimate Alliance 3: The Black Order এর রিভিল দিয়ে। গেমটি নির্মাণ করেছে Team Ninja । গেমটিতে এভেঞ্জার টিমের কিছু মূল সদস্যদের ভূমিকায় (যেমন Iron Man, The Hulk) সাথে Guardians of the Galaxy সদস্য আর X-menদের ভুমিকায় আপনাকে খেলতে হবে, আর Black Order এর বিরুদ্ধে ব্যাটল করতে হবে। সিরিজের সর্বশেষ গেম বেরিয়ে ছিলো ২০০৯ সালে তাই অনেকটা চমকপ্রদ ভাবেই গেমটির এনাউন্স করা হলো। আর হ্যাঁ গেমটি Nintendo Switch এর জন্য Exclusive ভাবে বানানো হয়েছে।
Far Cry: New Dawn আসছে ১৫ ফেব্রুয়ারীতে!
এবারের The Game Awards 2018 এর পরবর্তী অংশে ইউবিআই সফট তাদের পরবর্তী ফার ক্রাই গেম Far Cry: New Dawn এর ট্রেইলার উন্মোচন করেছে। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন গুজবের পর এখন সত্যি সত্যিই গেমটির সত্যতা জানা গেল। তবে গেমটি Farcry 5 এর একটি স্পিন অফ হিসেবে আসতে যাচ্ছে। ফারক্রাই ৫ গেমটির কাহিনীচক্রের ১৭ বছর পরে এই গেমটির স্টোরিলাইন সাজানো হয়েছে। আর গেমটি রিলিজ পাচ্ছে ২০১৯ সালের ভ্যালেন্টাইন ডে এর পরের দিনে PS4, Xbox One এবং PC প্লাটফর্মে।
আরলি একসেসে চলে এসেছে Hades
Bastion, Transistor, Pyre এর মতো গেমস নিমার্তা প্রতিষ্ঠান Supergian Games এর নতুন গেম Hades এর Early Access গেম এওর্য়াডস ইভেন্টে উন্মোচিত হয়েছে। Hades একটি action-RPG ধাঁচের গেম, মজার ব্যাপার হচ্ছে ইভেন্টে গেমটির ট্রেইলার উন্মোচন করার পর পরেই গেমটির early access ১৯.৯৯ মার্কিন ডলারে খোলা হয়েছে। আর গেমটি পাওয়া যাবে শুধুমাত্র Epic Games Store এ।
The Outer Worlds আসছে
https://www.youtube.com/watch?v=MGLTgt0EEqc
অনেক গুজব ছিলো Obsidian তাদের পরবর্তী গেমস Fallout: New Vegas 2 বের করবে। কিন্তু সেটা হয়নি। বরং স্টুডিও পরবর্তী গেম হচ্ছে The Outer Worlds । অনেকেই এই গেমটিতে New Vegas গেমটির “spiritual successor” বলছেন। গেমটির ভিজুয়্যাল বিশেষ করে art direction টি আসলেই প্রসংশা যোগ্য। গেমটি আগামী বছরে PC, Xbox One এবং PS4 কনসোলে মুক্তির অপেক্ষায় রয়েছে।
The Last Campfire
এবারের The Game Awards 2018 ইভেন্টের অন্যতম সারপ্রাইজ হচ্ছে এই The Last Campfire গেমটির উন্মোচন। গেমটি নির্মাণ করেছে Hello Games যারা No Man’s Sky গেমটির নির্মাতা স্টুডিও। সারপ্রাইজ এর কারণ হচ্ছে আমরা স্টুডিওকে দেখে আসছি বিগত ২ বছর ধরে তাদের বির্তকিত No Man’s Sky গেমটির বিভিন্ন ফিক্সিং করতে, কিন্তু এরই মাঝে স্টুডিওটি একটি সুন্দর adventure গেমেরও নির্মাণ কাজ শেষ করে ফেলেছে। The Last Campfire গেমটিতে প্রায় অনেককিছুই No Man’s Sky এর মতো থাকলেও গেমটিকে অনেকটা পাজল ভিক্তিক গেম হিসেবে নির্মাণ করা হয়েছে। তবে গেমটি কবে এবং কোন কোন প্লাটফর্মে মুক্তি পাবে সেটা এখনো জানায়নি স্টুডিওটি।
আসছে মাল্টিপ্লেয়ার গেমস Atlas
সময়ের অন্যতম কনট্রোভার্সাল গেম Ark এর নির্মাতা স্টুডিও Wildcard তাদের নতুন massive multiplayer pirate-themed adventure ভিডিও গেম Atlas কে এবারের Games Awards 2018 তে ট্রেইলার উন্মোচন করেছে। অনেকেই মনে করছেন Sea of Theives গেমটির ব্যর্থতাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে এই গেমটি। গেমটি Steam এ ১৩ ডিসেম্বর থেকে Early Access শুরু হবে। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই গেমটি Ark গেমের সিঙ্গেল সার্ভারের থেকে 1200x বড় ম্যাপ রয়েছে এবং একটি ম্যাপে প্রায় ৪০ হাজার প্লেয়ার এক সাথে খেলতে পারবে! তবে দেখা যাক Early Access য়ে এইসব ফিচারগুলো দেওয়া হয় কিনা।
অবশেষে চলে এলো Ashen
ডার্ক সোলস টাইপের এডভেঞ্চার ভিডিও গেম Ashen কে সর্বপ্রথম এনাউন্স করা হয় সেই ২০১৪ সালে। আর এতদিনেও গেমটি রিলিজ না হওয়ায় অনেকেই ভাবতে শুরু করেছিলেন গেমটি মনে হয় আর রিলিজ পাবে না। তবে অবশেষে Game Awards ইভেন্টে গেমটিকে রিলিজ দেওয়া হয় Xbox Game Pass এবং Epic Games স্টোরে। গেমটির প্রথম কয়েকটি রিভিউ পজিটিভ হলেও ইতিমধ্যেই অনেকেই গেমটির ১৫-২০ ঘন্টার প্লেটাইমকে নিয়ে সমালোচনা করছেন।
Dragon Age 4 এর ট্রেইলার?
এবারের Games Awards ইভেন্টে BioWare এবং EA একটি গেমের ট্রেইলার দেখিয়েছে। তবে গেমটির কোনো অফিসিয়াল নাম বা কোনো ডিটেইলস জানানো হয়নি, কিন্তু ট্রেইলারের কিছু ডায়ালগ Dragon Age: Inquistion থেকে আসায় এবং গেমটি অনেকটাই Dragon Age সিরিজের মতো হওয়ায় ধারণা করা হচ্ছে যে Dragon Age 4 এর নির্মাণ কাজ চলছে। গেমটি ২০১৯ সালের শেষে দিকে রিলিজ পাবে বলে গুজব রয়েছে।
এপ্রিল ২৩ তারিখে আসছে Mortal Kombat 11
এ বছরের E3 ইভেন্টে Mortal Kombat এর পরবর্তী গেমটির উন্মোচনের ব্যাপারে অনেকেই মুখিয়ে ছিলেন, কিন্তু E3 তে গেমটির ব্যাপারে কোনো কথা বলা না হলেও Games Awards য়ে গেম সিরিজটির নির্মাতা Ed Boon সিরিজের পরবর্তী গেম Mortal Kombat 11 কে অবশেষে এনাউন্স করে দিলেন। ট্রেইলারটিতে কোনো একচুয়্যাল গেমপ্লে নেই, শুধু সিনেমাটিক সিকোয়েন্স দেওয়া রয়েছে। ট্রেইলারে আরো বলা হয়েছে যে গেমটির community reveal ইভেন্ট ১৭ জানুয়ারীতে অনুষ্ঠিত হবে।
ফোর্টনাইটে আসছে The Block
এবারের The Game Awards 2018 এ ব্যাটল রয়্যাল গেম Fortnite নিয়ে বেশ হাইপ চলছিলো, আর সেই হাইপের সুযোগ কাজে লাগিয়ে গেমটির নির্মাতা স্টুডিও Epic Games গেমটির The Block ফিচারটির এনাউন্স করে দিলো। The Block হচ্ছে একটি 25×25 সাইজের খালি স্থান যেখানে গেমটির নতুন Creative Mode দিয়ে বানানো ইউজারদের শোকেস হিসেবে কাজ করবে। ফোর্টনাইট গেমটিকে love কিংবা hate করুন, এ কথা বলতেই হয় যে Epic Games তার সর্বোচ্চ দিয়ে চেস্টা করছে গেমটিতে তাজা তাজা ভাব বজায় রাখতে।
আসছে Rage 2
২০১১ সালে Rage গেমটি মুক্তি পাবার পর তেমন ব্যবসাসফল না হলেও গেমটির সিকুয়্যাল আসছে এমন কথা এ বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিলো। আর Games Awards য়ে গেমটির নির্মাতা স্টুডিও Bethesda গেমটির ট্রেইলার উন্মোচন করে দিলো। open-world shooter ধাঁচের এই গেমটি আগামীবছর ১৪ই মে তারিখে মুক্তি পাচ্ছে।
The Game Awards 2018
এবার আসি The Game Awards 2018 ইভেন্টটির মূল আয়োজনে, মানে Awards এর দিকে। এ বছরের সকল ক্যাটাগরিতে সকল মনোনিত গেমস এবং বিজয়ী গেমগুলোকে নিচে দিয়ে দেওয়া হলো।
বিভাগ | মনোনিত | বিজয়ী |
Game of the Year |
Assassin’s Creed Odyssey Celeste God of War Marvel’s Spider-Man Monster Hunter: World Red Dead Redemption II |
God of War |
Best Action Game | Call of Duty: Black Ops 4 Dead Cells Destiny 2: Forsaken Far Cry 5 Mega Man 11 |
Dead Cells |
Best Action/Adventure Game | Assassin’s Creed: Odyssey God of War Marvel’s Spider-Man Red Dead Redemption II Shadow of the Tomb Raider |
God of War |
Best Role Playing Game | Dragon Quest XI Monster Hunter: World Ni no Kuni II Octopath Traveler Pillars of Eternity II: Deadfire |
Monster Hunter: World |
Best Game Direction | A Way Out Detroit: Become Human God of War Marvel’s Spider-Man Red Dead Redemption II |
God of War |
Best Narrative | Detroit: Become Human God of War Life is Strange 2: Episode 1 Marvel’s Spider-Man Red Dead Redemption II |
Red Dead Redemption II |
Best Ongoing Game | Destiny 2: Forsaken Fortnite No Man’s Sky Overwatch Tom Clancy’s Rainbow Six Siege |
Fortnite |
Best Art Direction | Assassin’s Creed Odyssey God of War Octopath Traveler Red Dead Redemption 2 Return of the Obra Dinn |
Return of the Obra Dinn |
Best Score/Music | Celeste God of War Marvel’s Spider-Man Ni no Kuni II: Revenant Kingdom Octopath Traveler Red Dead Redemption II |
Red Dead Redemption II |
Best Audio Design | Call of Duty: Black Ops 4 Forza Horizon 4 God of War Marvel’s Spider-Man Red Dead Redemption II |
Red Dead Redemption II |
Best Independent Game | Celeste Dead Cells Into the Breach Return of the Obra Dinn The Messenger |
Celeste |
Best Performance | Bryan Dechart as Connor, Detroit: Become Human Christopher Judge as Kratos, God of War Melissanthi Mahut as Kassandra, Assassin’s Creed Odyssey Roger Clark as Arthur Morgan, Red Dead Redemption II Yuri Lowenthal as Peter Parker, Marvel’s Spider-Man |
Roger Clark as Arthur Morgan, Red Dead Redemption I |
Games for Impact | 11-11 Memories Retold Celeste Florence Life is Strange 2 The Missing: JJ Macfield and the Island of Memories |
Celeste |
Best Mobile Game | Donut County Florence Fortnite PUBG MOBILE Reigns: Game of Thrones |
Florence |
Best VR/AR Game | ASTRO BOT Rescue Mission Beat Saber Firewall Zero Hour Moss Tetris Effect |
ASTRO BOT Rescue Mission |
Best Fighting Game | BlazBlue: Cross Tag Battle Dragon Ball FighterZ Soul Caliber VI Street Fighter V Arcade Edition |
Dragon Ball FighterZ |
Best Family Game | Mario Tennis Aces Nintendo Labo Overcooked 2 Starlink: Battle for Atlas Super Mario Party |
Overcooked 2 |
Best Strategy Game | Battletech Frostpunk Into the Breach The Banner Saga 3 Valkyria Chronicles 4 |
Into the Breach |
Best Sports/Racing Game | FIFA 19 Forza Horizon 4 Mario Tennis Aces NBA 2K19 Pro Evolution Soccer 2019 |
Forza Horizon 4 |
Best Multiplayer Game | Call of Duty: Black Ops 4 Destiny 2: Forsaken Fortnite Monster Hunter: World Sea of Thieves |
Fortnite |
Best Student Game | Combat 2018 Dash Quasar JERA LIFF RE: Charge |
Combat 2018 |
Best Debut Indie Game | Donut County Florence Moss The Messenger Yoku’s Island Express |
The Messenger |
Best eSports Game | CSGO DOTA2 Fortnite League of Legends Overwatch |
Overwatch |
Best Esports Player | Dominique “SonicFox” McLean Hajime “Tokido” Taniguchi Jian “Uzi” Zi-Hao Oleksandr “s1mple” Kostyliev Sung-hygeon “JJoNak” Ba |
Dominique “SonicFox” McLean |
Best Esports Team | Astralis Cloud9 Fnatic London Spitfire OG |
Cloud9 |
Best Esports Coach | Bok “Reapered” Han-gyu Christian “ppasarel” Banaseanu Danny “zonic” Sorensen Dylan Falco Jakob “YamatoCannon” Mebdi Janko “YNk” Paunovic |
Bok “Reapered” Han-gyu |
Best Esports Event | ELAGUE Major: Boston 2018 EVO 2018 League of Legends World Championship Overwatch League Grand Finals The International 2018 |
League of Legends World Championship |
Content Creator of the Year | Dr. Lupo Myth Ninja Pokimane Willyrex |
Ninja |