Shadow of the Tomb Raider Comes With Excitements!
অবশেষে রিভিল করা হল Tomb Raider ফ্র্যাঞ্চাইজের আপকামিং গেম Shadow of the Tomb Raider এর সিস্টেম স্পেসিফিকেশন। ২০১৩ সালে রিবুট হবার পর গেমারদের কাছে প্রচুর সাড়া ফেলে Tomb Raider (2013) গেমটি। এরপর ২০১৫ সালের নভেম্বর মাসে রিলিজ হয় এই রিবুট ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় ইন্সটলমেন্ট Rise of the Tomb Raider। গেমপ্লে মেকানিকস এবং গল্পের দিক থেকে এই গেমে আমরা অনেকটা উন্নতি দেখতে পাই। কিন্তু গেমটির এন্ডিং অনেক গেমারকেই ক্লিফ হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছিল। তবে সকল প্রকারের ক্লিফ হ্যাঙ্গারের অবসান ঘটিয়ে আর কয়েকদিন পরেই রিলিজ হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি Shadow of the Tomb Raider গেমটি।
২০১৩ সালের প্রথম রিবুট গেমে আমরা জাপানের কাছে অবস্থিত একটি দ্বীপে দুর্ভাগ্যজনক এডভেঞ্চারে যাই। অবশ্য আমরা যারা Tomb Raider ফ্র্যাঞ্চাইজির ফ্যান রয়েছি তারা খুব ভালো করেই জানি, লারা ক্রফটের প্রায় সকল এডভেঞ্চারই দুর্ভাগ্যজনক হয়ে থাকে। পরের গেমে আমরা দেখতে পারি সিরিয়া ও সাইবেরিয়া অঞ্চলের বেশ কিছু ঐতিহাসিক জায়গা। এবারের ইন্সটলমেন্টে আমরা ভিজিট করব দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত বেশ কিছু টুম্ব। কিন্তু এই গেম কম্পিউটারে খেলার জন্য আপনার কি কি প্রয়োজন হবে তা জেনে নেয়া যাক।
Minimum System Requirements
Resolution & fps | 720p (1280 X 720), 30 fps |
Graphics Settings | Lowest |
OS | Windows 7 64-bit |
Processor | Intel I3-3320 or AMD Equivalent |
Memory | 8 GB Ram |
GPU | GTX 660 / GTX 1050 / AMD Radeon HD 7770 |
HDD | 40 GB Minimum Available Space |
Direct X Version | 11.0 |
Recommended System Requirements
Resolution & fps | 1080p (1920 X 1080), 60 fps |
Graphics Settings | Very High |
OS | Windows 10 64-bit |
Processor | Intel Core i7 4770K, 3.40 Ghz or AMD Ryzen 5 1600, 3.20 Ghz |
Memory | 16 GB RAM |
GPU | Nvidia GTX 1060 6GB or AMD Radeon RX 480 8GB |
HDD | 40 GB Minimum Available Space |
Direct X Version | 12.0 |
Other Features
সিস্টেম স্পেসিফিকেশন দেখেই বুঝে গিয়েছেন এই গেমের মধ্যে থাকছে DX 11.0 এর পাশাপাশি DX 12.0 যা এ এম ডির RX সিরিজের গ্রাফিক্স কার্ডে ভাল পারফর্ম করে। এছাড়া Gamescom 2018 এ গেমের ডেমোর মধ্যে এনভিডিয়ার ল্যাটেস্ট Real Time Ray Tracing টেকনোলোজি দেখানো হলেও অফিসিয়ালি এটি নিয়ে কোন মন্তব্য করা হয় নি। তবে ধারণা করা হচ্ছে লঞ্চ ডে তে না হলেও পরবর্তীতে কোন প্যাচের মাধ্যমে এটি এড করা হতে পারে।
Release Date & Price
Shadow of the Tomb Raider রিলিজ পাবে এই মাস অর্থাৎ সেপ্টেম্বারের ১৪ তারিখে। এটি রিলিজ হবে একসাথে প্লেস্টেশন ৪, এক্সবক্স ওয়ান এবং পিসির জন্য। স্টীমের অন্যান্য রিজিওনে গেমের দাম ফুল ৬০ ডলার থেকে শুরু হলেও বাংলাদেশ রিজিওনে গেমটি আপনারা পাবেন মাত্র ৪০ ডলার বা ৩৪০০ টাকা থেকে। ডিলাক্স এডিশনের দাম পরবে ৪৬.৫৪ ডলার এবং Croft এডিশনের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯.০৯ ডলার।
Pre Order Shadow of the Tomb Raider Here
আর সময় পেলে পড়ে আসতে পারেন Cyberpunk 2077 এর ডেমো সম্পর্কে সকল তথ্য।