শুরু হল পাবজি (পিসি) টুর্নামেন্ট হোস্টেড বাই ZeusaberZ Esports

শুরু হয়ে গেল আরো একটি পাবজি পিসি টুর্নামেন্ট। গত ১০ ই মে শুরু হল BD PUBG Community Tournament by XYZ Gaming Solutions LLC.
১৫ হাজার টাকার টোটাল প্রাইস পুলের এই টূর্নামেন্টে অংশগ্রহন করেছে ২০ টি টিম।
প্রাইস পুলের ১ম থেকে ৭ম স্থানের জন্য ১৫ হাজার টাকার প্রাইস পুল বন্টন করা হয়েছে।

প্রাইজপুল

1st Prize 7000 BDT
2nd Prize 4000 BDT
3rd Prize 2000 BDT
4th Prize 800 BDT
5th Prize 400 BDT
6th Prize 400 BDT
7th Prize 400 BDT

 

 

 

২০ টি টিম লড়াই করবে চিকেন ডিনারের জন্য। তবে এইবার রুলসের পয়েন্ট সিস্টেমে কিছু চেঞ্জ আছে যা আগের টুর্নামেন্ট রুলস থেকে একেবারেই ভিন্ন।

প্লেসমেন্ট পয়েন্ট

Placement Points
1st place 100
2nd place 60
3rd place 50
4th place 40
5th place 30
6th place 20
7th & 8th place 10

 

 

এছাড়া প্রতি কিলসের জন্য টিম পাবে ১০ পয়েন্ট করে। নতুন এই রুলসের খেলার ধরন আরো বেশি কিল বেসড হবে।

এরাংগেল এবং মিরামার এই দুটি ম্যাপে ৪ টি করে মোট ৮ টি ম্যাচ হবে।
১০ এবং ১১ই মে তে এরাংগেলের ৪ টি ম্যাচ হয়ে গিয়েছে। এবং আগামী ১৭ এবং ১৮ই মে তে মিরামারে ম্যাপে বাকি ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

অংশ নিচ্ছে যেসব টিম

Teams no Name
1 ZeusaberZ Alpha
2 ZeusaberZ Charlie
3 MrcZ
4 Deimos Force
5 ZeusaberZ NEMESIS
6 Frequency Gaming
7 Revolution X
8 Headless Monkey
9 Omega Force
10 Gazelles E-sports
11 Team Titanium
12 Red ViperZ
13 China Numba One
14 INFERNO
15 TRN8 Valiant
16 Retarted Chickens
17 Phoenix Tranquility
18 Dark Shadow
19 Natki Business
20 Trainwreckers

 

কোথায় দেখা যাবে

টুর্নামেন্টের ইভেন্ট ডিটেইলস জানতে ক্লিক করতে পারেন এখানে

এছাড়া টুর্নামেন্ট স্ট্রিম হবে ZeusaberZ  এর পেজে।

Share This Article

Search