জিটিএ ৬ এর তথ্য অনলাইনে ফাঁস!!

জিটিএ সিরিজের শেষ গেম জিটিএ ৫ সেই ২০১৩ সালে রিলিজ হয়েছিলো। অনেকেই ধারণা করেছিলেন যে ২০১৬ এর মধ্যেই পরবর্তী জিটিএ গেমস রিলিজ হতে পারে। কিন্তু বলা বাহুল্য যে জিটিএ ৫ গেমটি এখনো বাজার মাতাচ্ছে মানে নির্মাতা জিটিএ ৫ থেকে এখনো টাকা কামাতে পারছেন। আর তাই বলে জিটিএ ৬ এর নির্মাণ কাজ ধীরগতিতে এগোচ্ছে। অনেকেই ধারণা করেছেন যে জিটিএ সিরিজে আর কোনো গেমস বের হবে না। তবে সম্প্রতি Pastebin সাইটে একটি লিক হয়, আর সেখানে জিটিএ ৬ নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য দেওয়া ছিলো। কিন্তু কিছুক্ষণের মধ্যে লিকটিকে ডিলেট করে দেওয়া হয় কিন্তু এর মধ্যেই খবরটি ইন্টারনেটে ছড়িয়ে যায়। আর এই জিটিএ ৬ এর কনফার্ম হওয়া তথ্যগুলো নিয়েই আমার আজকের এই পোষ্ট।

GTA 6 Map

পোষ্টটিতে এই ম্যাপ ব্যবহার করা হয়েছে।

পোষ্টটির অনুসারে জিটিএ ৬ গেমটিতে থাকবে “একাধিক” শহর, গ্রাম এবং মফস্বল এর সম্মন্নয়। তবে এটা নতুন কিছূ নয়, জিটিএ স্যান অ্যানড্রেস থেকেই আমরা এই ফিচারটি দেখে আসছি। তবে জিটিএ ৬ এ ৩টি মূল শহর থাকবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে, এদের মধ্যে একটি হচ্ছে লিবার্টি সিটি এবং আরেকটি হচ্ছে ভাইস সিটি, আর স্যান অ্যানড্রেস। লিবার্টি সিটির উপর GTA 3 এবং 4 ছিলো আর ভাইস সিটি নিয়ে জিটিএ এর আলাদা একটি গেম রয়েছে। তার মানে San Andreas, Liberty City আর Vice City মিলে এবারের জিটিএ ৬ গেমটি নির্মিত হচ্ছে।

GTA 6 Story

পোষ্টটিতে গেমটির স্টোরিলাইন সম্পর্কে বিস্তারিত তথ্য না দেওয়া থাকলেও স্টোরি কি রকম হবে সেটা বলা হয়েছে। কারণ স্টোরিলাইন এখনো ১০০% কমপ্লিট হয়নি। গেমটিতে আপনাকে লিবার্টি সিটির একজন ছোট খাট এলাকার “ডন” বা “ভাই” হিসেবে শুরু করতে হবে। সেখানে ঘটনাচক্রে আপনি ভাইস সিটিতে গিয়ে জনপ্রিয় গ্যাং য়ে যোগ দিবেন। স্টোরিলাইনের লক্ষ্য হচ্ছে আপনাকে “Drug Lord” হতে হবে। তবে স্টোরিলাইন যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।

GTA 6 Release

সর্বশেষে পোষ্টটিতে উল্লেখ করা রয়েছে যে গেমটি পরবর্তী জেনারেশন কনসোলের জন্য মুক্তি দেওয়া হবে। অর্থ্যা প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স এর পরবর্তী কনসোলের জন্য লক্ষ্য রেখে গেমটি মুক্তি দেওয়া হবে। কারণ গেমটির মেমোরি লিমিটের কারণে এটি প্লে-স্টেশন ৪ এর জন্য রিলিজ হবে। তার মানে পিসির জন্য আদৌ গেমটি মুক্তি পাবে কিনা সেটা পোষ্টে উল্লেখ নেই। জিটিএ ৫ এর মতোই অবস্থার মুখোমুখি আবারো হতে পারে। মানে আগে ২০১৩ সালে গেমটি কনসোলের জন্য মুক্তি পায় পরবর্তীতে প্রায় ২ বছর পর গেমটি পিসিতে রিলিজ পায়।

লিককৃত পোষ্টটির পুরো অংশ নিচে দিয়ে দেওয়া হলো:

“GTA 6 is going to feature multiple big cities which players can travel across.

In the title which will make you a kind of a drug lord. You will start as a small time guy in Liberty City doing odd chores and small-time thefts and eventually work your way to Vice City where you will join a famous gang. You will be tasked to look after business in liberty city until you are brought back to Vice City and soon become the drug lord.

Rockstar Games has an idea about when they want to release the game but the corporates want to analyze the sales of PS5 and the Xbox 2. This game cant come [out] for ps4 because of memory restrictions. We have 2 major cities along with a vast stretch of highways and Blaine County like countrysides in the middle of it all. There will also be some kind of timed era between the missions with flashbacks.

Certain shops will sell different types of items in different eras. RDR2 type stranger dialogues will be implemented.

There are big plans in online and with major content like newer towns. They are working closely with Microsoft and Sony on cloud gaming which will help them enable online to be a continuous process.”

Share This Article

Search