Search

এনভিডিয়ার লেটেস্ট ড্রাইভার ইন্সটল করবেন না

নতুন ড্রাইভার, বাজে পারফর্মেন্স

এনভিডিয়া তাদের ল্যাটেস্ট RTX কার্ডের পারফর্মেন্স অপ্টিমাইজেশনের জন্য রিলিজ করেছে ড্রাইভার ভার্শন ৪১৬.৩৪। এই ড্রাইভারের নোটের মধ্যে লেটেস্ট গেমগুলোর জন্য বুস্টেড পারফর্মেন্স আর গ্রেট অপ্টিমাইজেশনের কথা বলা হলেও এই ড্রাইভার ইন্সটল করার পর আগের জেনারেশন অর্থাৎ 10 সিরিজ বা তার আগের কার্ডের পারফর্মেন্সে বেশ বড় ধরণের কমতি দেখা যাচ্ছে। ইউটিউব চ্যানেল ‘Testing Games‘ এর লেটেস্ট ভিডিওতে এমনই প্রমাণ মিলেছে। তার ভিডিওতে দেখা গিয়েছে পুরোন ৩৯৯.২৪ ড্রাইভারের তুলনায় ৪১৬.৩৪ ড্রাইভারে প্রতিটি গেমের মধ্যেই এভারেজে ৫ থেকে ৭ ফ্রেমস পার সেকেন্ড কমে গিয়েছে। RTX সিরিজের কার্ডের জন্য ল্যাটেস্ট ড্রাইভার অপ্টিমাইজড হলেও এই ড্রাইভার পুরোন জেনারেশনের কার্ডের পারফর্মেন্স কমিয়ে দিচ্ছে। নীচে টেস্ট করা ৮ টি গেমের স্ক্রিনশট দেয়া হল।

Hardware Specification

Intel Core I7 8700K

GTX 1060 6 GB

16 GB DDR4 3200 MHz Ram

Graphics Settings Full Ultra

Tested Games

Forza Horizon 4

Assassin’s Creed Origins

Project Cars 2

Shadow of the Tomb Raider

Assassin’s Creed Odyssey

Far Cry 5

Kingdom Comes: Deliverance

 

The Witcher 3 Wild Hunt

 

কেন এই ড্রাইভার পারফর্মেন্স ডাউনগ্রেড?

উপরের স্ক্রিনশট থেকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র Kingdom Comes: Deliverance গেমটি ছাড়া প্রায় সব গেমের মধ্যেই ফ্রেমস পার সেকেন্ডের একটি বড় ব্যাবধান রয়েছে। অনেকেই ধারণা করছে, এনভিডিয়া উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই ড্রাইভার পারফর্মেন্স ডাউনগ্রেড করেছে। এমন অনেক ইউজার রয়েছেন যারা এখনো 900 সিরিজ বা 700 সিরিজের জিপিউ চালিয়ে যাচ্ছে। যারা 600 সিরিজ বা তার আগের জিপিউতে ছিলেন তাদের বেশিরভাগ মানুষই 10 সিরিজে আপগ্রেড করেছে। তাই মানুষকে RTX কার্ডের দিকে আকর্ষণ করার জন্য এনভিডিয়া ইচ্ছে করে এমন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে এনভিডিয়াকে মেইল পাঠিয়েছি এই বিষয়ে। উত্তর আসা মাত্রই আপনাদেরকে জানানো হবে।

মূল ভিডিওটি দেখে নিন এখানে

আর সময় পেলে পড়ে আসতে পারেন আমাদের লেটেস্ট গেম Resident Evil 7 এর রিভিউ।

Share This Article

Search