আসুস টাফ জিটিএক্স ১৬৬০ সিরিজের কার্ড পাওয়া যাচ্ছে দেশের বাজারে

তাইওয়ানিজ টেক জায়েন্ট আসুস, দেশের বাজারে নিয়ে এসেছে জিটিএক্স সিরিজের নতুন সুপার সিরিজ গ্রাফিক কার্ড। তিনটি ফ্যান বিশিষ্ট টাফ এক্স থ্রি সিরিজের জিটিএক্স ১৬৬০ সুপার সিরিজের ২ টি সংস্করনের গ্রাফিক কার্ড পাওয়া যাচ্ছে দেশের বাজারে।
ASUS TUF3-GTX1660S-6G-Gaming এবং ASUS TUF3-GTX1660S-O6G-Gaming কার্ড দুটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
উপরোক্ত মডেল দুটির মধ্যে O6G মডেলটি অন্যটি হলো ওভারক্লকড সংস্করণ। ওভারক্লকড সংস্করণটি ১৮৬০ মেগাহার্জ পর্যন্ত যেতে পারে যা যে কোন গেমেই অতিরিক্ত ফ্রেমরেট দিতে সক্ষম। ১৬৬০ সুপার কার্ডটি এর পূর্বের ১৬৬০ সংস্করণের তুলনায় ২০% দ্রুত কাজ করতে সক্ষম। এছাড়া এটি এনভিডিয়া জিটিএক্স ১০৬০ এর তুলনায় দেড় গুন অধিক শক্তিশালী একটি গ্রাফিক্স কার্ড। এনভিডিয়া টিউরিং আর্কিটেকচারে প্রস্তুত কার্ডটি জিডিডিআর সিক্স মেমরি সমর্থিত এবং আসুসের অটো এক্সট্রিম টেকনলজিতে প্রস্তুত যেখানে কোন প্রকার হাতের সংস্পর্শ ছাড়াই পুরোপুরি অটোমেটেড মেশিনে প্রস্তুত করা হয় এবং সর্বোচ্চ পরিমাণে কোয়ালিটি টেস্ট করা হয়ে থাকে। উন্নত মানের হিটসিংকের পাশাপাশি জিপিইউ এর ফ্যান দীর্ঘস্থায়ী করার জন্য স্পেস গ্রেড লুব্রিক্যান্ট ব্যবহার করা হয়েছে যা গ্রাফিক্স কার্ডের ফ্যানের দীর্ঘস্থায়ীত্ব নিশ্চিত করে থাকে।
১৪৪ ঘন্টা টানা পরীক্ষার মাধ্যমে প্রতিটি গ্রাফিক্স কার্ডের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা হয়ে থাকে। এছাড়া আইপি-ফাইভ-এক্স ডাস্ট রেসিস্ট্যান্স সুবিধা থাকায় এর ফ্যানের ভিতরকার অংশের হাউসিং ধুলাবালি মুক্ত রাখা সম্ভব। এছাড়া গ্রাফিক্স কার্ডের পিছনে ব্যাকপ্লেট থাকাতে গ্রাফিক কার্ডটি আরও বেশি সুরক্ষিত থাকবে।

একটি ডিভিআই, একটি এইচডিএমআই, একটি ডিসপ্লে পোর্ট এবং এইচডিসিপি পোর্ট সাপোর্টের সুবিধার পাশাপাশি আসুস জিপিইউ টুইক সহ সকল ধরনের সফটওয়্যার সুবিধা আছে এতে।

ASUS TUF3-GTX1660S-6G-Gaming এর দাম ২৮,০০০ টাকা এবং ASUS TUF3-GTX1660S-O6G-Gaming দাম ২৯,৪০০ টাকা। বিস্তারিত জানতে ভিসিট করুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ওয়েবসাইটে।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot