সেরা ইনডোর-আউটডোর স্পোর্টস গেমসঃ Best Indoor-outdoor Sports Games

আমাদের মধ্যে অনেক গেমারই Indoor-outdoor স্পোর্টস পছন্দ করেন এবং এই ধরনের গেম খুজেন।। ফুটবল পেস ছাড়াও তারা সন্ধান করেন অন্যন্য স্পোর্টস এর গেম এর। আজকে আলোচনা হবে বেশ কয়েকটি jndoor এবং outdoor স্পোর্টস গেম নিয়ে।

আউটডোর গেমসঃ

Cricket:

ক্রিকেট গেম বলতে EA Sports এর ২০০৭ এর ঐটা এবং সেগুলোর মড কেই সবাই বুঝেন এবং আর কোনো গেম না থাকায় সত্যিই হতাশ, কিন্ত একটি গেম রয়েছে যেটি অনেকেই জানেন না, ক্রিকেট এর সেরা গেম বলা যেতে পারে; Big ANT  স্টুডিওর ক্রিকেট সিরিজ; যেটির এক একটা গেম আগেরটার থেকে ভালো। এখানে অল্প কথাই জেনে নিন, এর বিস্তারিত রিভিউ শিঘ্রই আসছে সাথেই থাকুন।

Cricket 19:

  • অসাধারণ রিয়েলিস্টিক গেমপ্লে, কন্ট্রোল সহজ ও কঠিন মিলিয়ে, সুতরাং খেলার মধ্যে উত্তেজনা ও চ্যালেঞ্জ পাওয়া যাবে।
  • মেল টিম ফিমেল টিম রয়েছে, কুইক ম্যাচে 5 ওভার ১০ ওভার, টি টোয়েন্টি,৪০ ওভার ,ওয়ানডে,টেস্ট সব রয়েছে। ক্যারিয়ার মোড, টুর্নামেন্ট, কাস্টম টুর্নামেন্ট খেলা যাবে।
  • অফিশিয়াল এসেজ এর গেম এটা, তাই এসেজ খেলা যাবে।
  • বিভিন্ন চ্যালেঞ্জ খেলা যাবে, নিজে চ্যালেঞ্জ ক্রিয়েট করা যাবে।
  • অনলাইনের বিশাল কমুনিটি থেকে সব অরিজিনাল লেটেস্ট প্লেয়ার নেওয়া যাবে সব টিমের। রয়েছে ব্যাট, ক্রিকেটার, লোগো, স্টেডিয়াম বানানোর সুবিধা।

buy from:steam

অল্টারনেটিভ এর নাম নিতে হলেও এই সেম ডেভেলপারের আগের বছরগুলোর ক্রিকেট গেমের কথাই বলা লাগবে।

Tennis:

Tennis World Tour:

Developer: Breakpoint Publisher: Bigben Interactive

  • ৩০ জন ইন্টারন্যাশনাল বড় ছোট কম বেশি জনপ্রিয় ইন্টারন্যাশনাল প্লেয়ারদের ,লিজেন্ডদের সরাসরি ফিচার করা হয়েছে। সেজন্য তাদের হয়ে খেলতে পারবেন এই গেমটিতে।
  • রিয়েলিস্টিক এনিমেশন, রিয়েলিস্টিক মুভমেন্ট, প্লেয়ারদের রিয়াকশন,বডি ল্যাঙ্গুয়েজ । স্লাইস,লব টপ স্পিন সহ টেনিসের সব শট খেলা যাবে।
  • গ্রাফিক্সের দিক দিয়ে বেশ রিচ ও রিয়ালিস্টিক ফিল পাওয়া যাবে গেমটিতে। ১৮রকমের কোর্ট রয়েছে, কোর্ট এর বৈশিষ্ট অনুসারে খেলার সময় ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও হবে গেমপ্লেতে।
  • ক্যারিয়ার মোডঃ একটি কমপ্লিট ক্যারিয়ার মোড রয়েছে যেখানে নিজের প্লেয়ার বানিয়ে তাকে নিয়ে ক্যারিয়ার জার্নিতে একজন কমপ্লিট প্রোফেশনাল প্লেয়ার ,চ্যাম্পিয়ন হওয়া যাবে। থাকবে ইকুইপমেন্ট কেনা, স্টাফ ম্যানেজমেন্ট, ট্রেনিং ।
  • অবশ্যই ডাবল প্লেয়ার খেলার ব্যবস্থা রয়েছে, সুতরাং বন্ধুদের সাথে খেলে টাইমপাস ও করা যাবে। রয়েছে ফ্রেন্ডলি বা কুইক ম্যাচ।

buy from:Steam

AO Tennis 1 and 2

Developer: Big Ant Studios Publisher: Nacon

  • বড় বড় প্রোফেশনাল প্লেয়ারদের লাইসেন্স করা রয়েছে,সুতরাং তাদের রিয়েল ফেস,রিয়াকশন, বডি স্ট্রাকচার ,বডি ল্যাংগুয়েজ, এবং নাম ।
  • একাডেমীঃ রয়েছে একটি এডভান্স একাডেমী যেখানে প্লেয়ার সহ অন্যন্য অনেক ছোটখাট বিষয় এডিট করা যাবে, প্লেয়ার তৈরী করা যাবে, এমনকি নিজের মত করে কোর্ট ও বানানো যাবে।
  • রয়েছে ভিন্ন ভিন্ন সিঙ্গেল প্লেয়ার,মাল্টিপ্লেয়ার গেম মোড।
  • অস্ট্রেলিয়ান ওপেন খেলা যাবে।
  • ক্যারিয়ার মোডঃ একজন এমেচার প্লেয়ার হিসেবে শুরু করে বিশ্বসেরা হবার জার্নি উপভোগ করতে পারবেন ক্যারিয়ার মোডে। ট্রেনিং ,কোচিং এর মাধ্যমে স্কিল ডেভেলপ, স্পন্সনসরশীপ সামলানো, রেপুটেশন বৃদ্ধির মত একদম সত্যিকারের প্লেয়ার এর জীবন সামলানোর মতই অভিজ্ঞতা পাওয়া যাবে। এই ক্যারিয়ার খেলা যাবে ডুয়াল প্লেয়ার এর টিম হিসেবে বন্ধুর সাথেও।

Buy from:Steam(1) and (2)

ভার্চুয়া টেনিস ৪(Virtua Tennis 4)

স্পেশালি যাদের পিসি উইক, গ্রাফিক্স কার্ড প্রসেসর র‍্যাম সবই কম, পুরাতন পিসি তাদের জন্য এই গেমটি পারফেক্ট। বলতে গেলে টেনিস এর ইতিহাসের অন্যতম সেরা গেম এইটা। বিখ্যাত গেম ডেভেলপার ও পাবলিশার সেগার ডেভেলপ করা এই গেমটি টেনিস গেমগুলোর মধ্যে সবথেকে মজার, সবথেকে সহজ ও বটে। ২০১১ সালের গেম হলে কি হবে। গ্রাফিক্স ,ফিজিক্স, প্লেয়ারদের চেহারা-এক্সপ্রেশন,বডি ল্যাঙ্গুয়েজ , গেমপ্লে এই গেমটির অসাধারণ এবং হালের টেনিস গেমগুলোর থেকেও ভালো।

  • সিঙ্গেল প্লেয়ার ,ডাবল প্লেয়ার এ কুইকম্যাচ খেলার সুযোগ।
  • অরিজিনাল অনেকগুলো কোর্ট ফিচার করা হয়েছে।
  • ক্যারিয়ার মোড রয়েছে সেখানে নিজের প্লেয়ার ক্রিয়েট করে জার্নি করা যাবে।। ২০১১ সালের গেম হওয়া সত্বেও ক্যারিয়ার মোডটি অনেক বেশি এক্সাইটিং ও বিভিন্ন টাস্ক এ ঠাসা। প্রাক্টিস,ট্রেনিং মোড রয়েছে ক্যারিয়ারের মাঝে মাঝেই ।। রয়েছে টুর্নামেন্ট। র‍্যাংক বাড়ার সাথে সাথে টুর্নামেন্ট এর ডিফিকাল্টি ও বাড়বে।
  • গেমপ্লে অসাধারণঃ খেলা যাবে বিভিন্ন ধরনের শট। শটগুলোর রিপ্লে গুলোও যথেষ্ট সুন্দর ভাবেই দেখানো হয়।

buy from:steam

বেসবলঃ

বেসবল আমাদের দেশে খুব বেশি মানুষ দেখেন ও না, যারা দেখেছেন বা পছন্দ করেন তারা রুল ও ভালোভাবে জানেন এবং সেক্ষেত্রে নিচের দুটি গেম পছন্দ হতে পারে।

R.B.I Baseball 20

  • arcade style গেমপ্লে
  • কন্ট্রোল বেশ সিম্পল করার চেষ্টা করা হয়েছে। কুইক হিটিং ন্যাচারের গেমপ্লে ।
  • পিচিং ,ব্যাটিং কে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে
  • গ্রাফিক্স আগের থেকে বেটার
  • গেম মোড রয়েছে অনেক। রয়েছে ফ্রাঞ্চাইজি।

buy from:steam

বেসবলের আরেকটি গেম রয়েছেঃসুপার মেগা বেসবল, এই গেমটিও বেশ ভালো। ফেস,ফিজিক অনেকটা কার্টুনিশ লেগো ঘরানার কিন্ত ওভারল বেশ মজার।

বাস্কেটবলঃ

NBA Series

Developer: Visual Concepts Publisher: 2K Games

  • ফাস্ট পেস বাস্কেটবল এর সেরা গেম এর সিরিজ বললে NBA Series এর কথাই মাথায় আসবে সবার আগে। এর প্রতিদ্বন্দী নেই
  • অফিশিয়াল প্লেয়ারস রয়েছে, ফেস ,এক্সপ্রেশন, বডি ল্যাংগুয়েজ,ফিজিক সবই আধুনিক ফিফা বা পেস এর মতই।
  • টুর্নামেন্ট, কুইক গেম, ক্যারিয়ার সবই রয়েছে।
  • গেমপ্লেতেও রিয়েল বাস্কেটবলের ফিল দেওয়ার ট্রাই করেছে ডেভেলপার রা।

buy from steam: NBA20,NBA19,NBA 18,NBA 17

গলফ

The Golf Club 2019 feat PGA TOUR

Developer: HB Studios Multimedia Publisher: 2K Games

  • TPC Boston, TPC Sawgrass সহ অন্যন্য ফেমাস কোর্স খেলা যাবে।
  • গেমটি ফিচার করছে PGA TOUR, সুতরাং ক্যারিয়ার মোডে জনপ্রিয় সব সেশন,টূর্নামেন্ট খেলা যাবে।

buy from:steam

ইনডোর গেমসঃ

Pool/billiard/Snookers

পুল/বিলিয়ার্ড পছন্দ করেন অনেকেই, তাদের জন্য রয়েছে নিচের গেমগুলোঃ

Snookers 19

Developer: Lab42 Publisher: Ripstone

  • গেমটির গ্রাফিক্স অসাধারণ।
  • রয়েছে অসাধারণ ডিটেইলস এর অনেকগুলো স্টেজ(যে রুম বা সেন্টারে খেলা হয়), রয়েছে রেজিস্টার্ড ইন্টারন্যাশনাল প্রোফেশনাল প্রো প্লেয়ারস,যাদের চেহারা ও রিয়েল দেখানো হয়েছে।
  • কুইক ম্যাচ মোড রয়েছে, পাশাপাশি ক্যারিয়ার মোডেও খেলা যাবে। খেলা যাবে টুর্নামেন্ট ও।
  • গেমপ্লে,কন্ট্রোল এই গেমের অনেক সবচেয়ে বড় আকর্ষণ। পুল খেলার রিয়েলিস্টিক অভিজ্ঞতা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন ডেভেলপার রা বলতেই হবে। রয়েছে কমেন্ট্রি।

buy from:steam

Cue Club Pool and Snooker 2020

Developer and publisher: Bulldog Interactive

  • গেমটি অনেক সিম্পল করার চেষ্টা করা হয়েছে, সাইজ ও কম ,মাত্র ১০০ মেগাবাইট।
  • টুর্নামেন্ট মোড সহ বেসিক সবগুলো মোডেই খেলা যাবে, কুইক ম্যাচ তো রয়েছেই।
  • গেমটির গ্রাফিক্স, গেমপ্লে সবই সিম্পল।
  • গেমটি যেকোনো পটেটো পিসিতেই চলবে।

buy from:steam

Pool Nation:

Developer and publisher: Cherry Pop Games

  • গেমটিতে কাল্পনিক কিছু ক্যারেক্টার রয়েছে যাদের ফেস কার্টুনিশ।
  • ভার্সেস মোড, টুর্নামেন্ট, endurance মোড এ খেলা যাবে।
  • গেমপ্লে, শটস,কন্ট্রোল এর দিক দিয়ে গেমটি বেশ ভালোই রিয়েলিস্টিক। বলা যায় যে Cue Club এর মত সিম্পল নয় আবার Snooker এর মত অত এডভান্স ও নয় ।

buy from:steam

উনো(UNO)

এই গেমটি নিয়ে অনেকেই কনফিউশনে ভোগেন যে কার্ড জাতীয় অন্যন্য খেলার মত। কিন্ত না, বাস্তবে এই গেমটি ওরকম নয়, বরং ফ্রেন্ড ,ভাই বোন,কাজিন,রিলেটিভদের সাথে খেলার মত ।যারা চিনেন বা খেলেছেন তারাই বুঝবেন যে এটি কত মজার।  উনো এর গেম রয়েছে খুবই কম তবে যেহেতু এটি কার্ড ভিত্তিক গেম, তাই এর মধ্যে গ্রাফিক্স,গেমপ্লে এর ভুমিকা কম, ভুল ধরার সুযোগ ও কম।

  • গেমটির গেমপ্লে বলতে শুধুই কার্ড চালাচালি। গ্রাফিক্স এনিমেশন ঘরানার। প্রচুর কালারফুল । প্লেয়ার বলতে ছোট ছোট কার্টুন ফেস।
  • রুম ক্রিয়েট করা যায়।।
  • অনলাইনে অন্য প্লেয়ার দের সাথে খেলা যায়।
  • অফলাইনেও খেলা যায়।

Microsoft store link

মাইক্রোসফট স্টোরে ফ্রি ভার্সন রয়েছে। স্টিম,ইউপ্লে তে কেনা যাবে (ভিন্ন ডেভেলপার)

buy from steam

মোস্তফা/কন্ট্রার মত ক্লাসিক গেমের মত গেম খুজছেন ? তাহলে এরকম গেম সম্পর্কে জেনে নিন এখান থেকেঃ

সেরা সাইড স্ক্রলিং গেমস পর্ব ১ 

পর্ব ২

Share This Article

Search