ল্যাপটপ দিয়ে হার্ডকোর গেমিং যারা করতে চান তাদের জন্য মুলত ASUS এর TUF সিরিজের ল্যাপটপগুলো পারফেক্ট। দেশের বাজারে চলে এসেছে Ryzen 4000 সিরিজের প্রসেসরযুক্ত ASUS TUF A15 । ৩টি ভ্যারিয়েন্টই এভেলেবল আমাদের দেশে। দেখে নেওয়া যাক স্পেকস, উল্লেখযোগ্য ফিচারস ও দাম।
ASUS TUF A15 FA506II(95000 Taka)
TUF A15 এর বেস ভ্যারিয়েন্ট বলা যেতে পারে এটিকে। তবে ১০৮০পি গেমিং এর জন্য more than enough স্পেকস অফার করছে ল্যাপটপটি। দেখে নেওয়া যাক হাইলাইটসঃ
- প্রসেসরঃ প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Ryzen 4000 mobile সিরিজের Ryzen 5 4600H , যার ক্যাশ মেমোরি ৮ মেগাবাইট এবং ক্লক স্পিড (3.0-4.0 Ghz)
- GPU: Geforce GTX 1650Ti গ্রাফিক্স কার্ড (চার জিবি ভিডিও মেমোরি) হিসেবে থাকছে যা 1080p গেমিং এ Ryzen 5 4600H এর সাথে মিলে খুবই ভালো পারফর্মেন্স দিবে এবং 60fps এর জন্য যথেষ্ট।
- র্যাম এবং স্টোরেজঃ র্যাম ৮ জিবির(এক্সট্রা স্লট আছে) সাথে ৫১২ জিবি NVMe স্টোরেজ রয়েছে (আপগ্রেডেবল)
- ডিসপ্লেঃ স্পেসিফিকেশনের দিক দিয়ে যথেষ্ট পাওয়ারফুল ও aggressive হলেও ল্যাপটপটির USP কিন্ত এর ডিসপ্লে। 15.6 ইঞ্চির FHD ডিসপ্লেতে রিফ্রেশ রেট রয়েছে 144Hz । অর্থাৎ Esports গেমিং এ আপনার ফ্রেমরেটের সম্পুর্ণ Utilization করার সুযোগ পাচ্ছেন আপনি।। প্যানেলে 45% NTSC & sRGB 62.5% এবং Brightness: 250 nits
ASUS TUF A15 FA506IU(115000 Taka)
লাখ টাকার উপরে বাজেট যাদের তাদের জন্য এই ল্যাপটপটি একটি ভালো চয়েস হতে যাচ্ছে। আগের বেস ভ্যারিয়েন্ট এর থেকে হার্ডওয়্যারের দিক দিয়ে বেশ আপগ্রেডেড এই ল্যাপটপটিঃ
- প্রসেসরঃ 4000 সিরিজের Ryzen 7 4700H প্রসেসর থাকায় গেমিং এবং মাল্টিটাস্কিং/প্রোডাক্টিভিটিতেও খুবই হার্ডকোর কাজ করলেও সমস্যায় পড়তে হবে না আপনাকে।
- গ্রাফিক্স কার্ডঃ জিপিউ GTX 1660Ti রয়েছে এতে (৬ জিবি ভিডিও মেমোরি)। 1660ti এর সাথে ryzen 7 4700H থাকায় এই ল্যাপটপে 1440p গেমিং হবে খুব ভালোভাবেই।
- র্যাম এবং স্টোরেজঃ বেস ভ্যারিয়েন্ট এর মত এটাতেও থাকছে ৮ জিবি র্যাম(এক্সট্রা স্লট রয়েছে) এবং ৫১২ জিবি NVMe
- ডিসপ্লে এর কনফিগারেশন ও মোটামুটি বেস ভ্যারিয়েন্ট এর মতই , মুল আকর্ষণ হিসেবে এখানেও রয়েছে144hz এর রিফ্রেশ রেট।
ASUS TUF A15 FA506IV(148000 Taka)
যাদের বাজেট অনেকটা ইনফিনিট তাদের জন্য গেমিং বা মাল্টিটাস্কিং উভয় ক্ষেত্রেই ভালো একটি অপশন হতে পারে দেড় লাখ টাকার আশেপাশে এই ল্যাপটপটি। যা যা থাকছেঃ
- প্রসেসরঃ Ryzen 9 4900H(8 cores, 16 threads)
- গ্রাফিক্স কার্ডঃ RTX 2060 6GB GDRR6 গ্রাফিক্স কার্ড রয়েছে।। তাই 1080p তে যেমন স্মুদ গেমপ্লে করতে পারবেন তেমনি 1440p তেও 60fps এ খেলতে পারবেন গেমস। Esports gaming এর ক্ষেত্রে অসাধারণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে কারণ ডিসপ্লে তেও রয়েছে 144hz রিফ্রেশরেট । আর RTX কার্ড হওয়ায় Ray Tracing এর মজা ও নিতে পারবেন।
- র্যাম-স্টোরেজঃ ৮ জিবি র্যাম এর সাথে ১ টেরাবাইট স্টোরেজ থাকছে যেটি আবার PCIe NVMe .
- ডিসপ্লের কনফিগারেশন ও আগের দুটি মডেলের মতই।
প্রাপ্তিস্থানঃ
ল্যাপটপগুলো রায়ান্স, স্টারটেক,টেকল্যান্ডে পাওয়া যাবে ।