বরাবরের মত এবারেও লস এঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেলো The Game Awards 2021 । চলুন দেখে নেওয়া যাক ২০২১ সালের গেম এওয়ার্ডস মাতালো কোন কোন গেম, এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন ক্রাইটেরিয়াতে নমিনেশন পাওয়া গেম গুলোর তালিকা।
The Game of the Year 2021
প্রথমেই অন্যতম highlighted ক্রাইটেরিয়া, গেম অফ দা ইয়ার।ক্রিয়েটিভ ও টেকনিক্যাল ফিল্ডে সেরা এক্সপেরিয়েন্স ডেলিভারি করা গেমগুলোকেই এখানে মনোনীত করা হয়। এই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিল ৬টি গেম, সেগুলোকে পেছনে ফেলে পুরষ্কারটি জিতেছে It Takes Two .ক্যাটাগরির অন্যান্য গেম গুলো হলোঃ
- Metroid Dread
- Psychonauts 2
- Ratchet & Clank: Rift Apart
- Resident Evil Village
- Deathloop
Best Game Direction
এই ক্যাটাগরিতে জায়গা হয়েছিল 5টি গেম এর।। সেখানে award টি জিতেছে Deathloop । বাকি চারটি গেম হচ্ছে
- It Takes Two
- Returnal
- Psychonauts 2
- Ratchet & Clank: Rift Apart
Best Narrative
অসাধারণ স্টোরিলাইন,ন্যারেটিভ এর জন্য এই বছর Marvel’s Guardians of the Galaxy জিতেছে বেস্ট ন্যারেটিভ এর খেতাব। এর পাশাপাশি নমিনেশন পেয়েছিলঃ
- Deathloop
- It Takes Two
- Life is Strange: True Colors ও
- Psychonauts 2
Best Art Direction
সেরা ডিজাইন ও এনিমেশন এর জন্য দেওয়া এই এওয়ার্ডে ৫টি গেম নমিনেটেড হয়েছিল। তাদের মধ্য থেকে নির্বাচিত হয়েছে Deathloop. তালিকার বাকি চারটি গেম-
- Kena: Bridge of Spirits
- Psychonauts 2
- Ratchet & Clank: Rift Apart
- The Artful Escape
Best Indie Game
এই বছর এই খেতাবটি জিতেছে Kena: Bridge of Spirits, (ডেবুট ইন্ডি গেম এর এওয়ার্ডটিও এই গেমটিই পেয়েছে)। বাকি গেম গুলো হলোঃ
- 12 Minutes
- Death’s Door
- Inscryption
- Loop Hero
Best Action Game
কমব্যাট বেজড গেমগুলোর মধ্যে এই বছর সেরা নির্বাচিত হয়েছে Returnal, বাকি গেমগুলোর মধ্যে ফার ক্রাই ৬, back 4 blood উল্লেখযোগ্য।
Best Action/Adventure Game
অত্যন্ত জনপ্রিয় এই genre তে এই বছরের সেরা হিসেবে নির্বাচিত করা হয়েছে Metroid Dread, এর পাশাপাশি তালিকায় ছিলঃ
- Marvel’s Guardians of the Galaxy
- Ratchet & Clank: Rift Apart
- Resident Evil Village
- Psychonauts 2
Best RPG
এই ক্যাটাগরিতে এবার সেরার খেতাব জিতেছে Tales of Arise ।আরো নমিনেটেড হয়েছিলঃ
- Cyberpunk 2077
- Monster Hunter Rise
- Scarlet Nexus
- Shin Megami Tensei V
অন্যান্যঃ
এছাড়াও ফ্যামিলি গেম হিসেবে It Takes Two, ফাইটিং গেম এর ক্ষেত্রে Guilty Gear -Strive, ইনোভেটিভ Forza Horizon 5, ভিআর Resident Evil 4 , বেস্ট রেসিং/স্পোর্টস গেম এর জন্য Forza Horizon 5 নির্বাচিত হয়েছে।
উল্লেখযোগ্য টিজার/ট্রেইলার/এনাউন্সমেন্টস
এই ইভেন্টে বরাবরের মত বেশ কিছু গেমের টিজার,ট্রেইলার ,এনাউন্সমেন্ট এসেছে ।যেমনঃ