Search

Acer Predator League 2022 Final: No Strategy কে হারিয়ে শিরোপা জয় The Covenant এর

অনুষ্ঠিত হয়েছে Acer Predator League 2022 এর ফাইনাল ম্যাচ। ফাইনালে No Strategy কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে The Covenant Esports ।
#SummonYourStrength #PredatorLeague2022 #DOTA2 #PL2022 #AcerBangladesh #Acer #PredatorLeague
 

বড় প্রাইজমানির পাশাপাশি মিলছে ইন্টারন্যাশনাল রাউন্ডে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ:

গত ৬ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় Acer Bangladesh আয়োজিত জনপ্রিয় esports title Dota 2 এর টুর্নামেন্ট Predator League 2022 এর ফাইনাল ম্যাচ।।

ফাইনালে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন The Covenant Esports ও No Strategy । No Strategy কে আরো একবার হারিয়ে শিরোপা ধরে রাখতে সক্ষম হয় The Covenant .ফাইনাল ম্যাচটি 3-1 এ জিতে নেয় তারা। টুর্নামেন্টে সেকেন্ড রানার্স আপ হয়েছে Team Salty ।

এই টুর্নামেন্টের সর্বমোট প্রাইজমানি ছিল 5 লাখ 2 হাজার টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ায় দা কোভেন্যান্ট ইস্পোর্টস পাবে 3 লাখ টাকা। রানার্স আপ টিম নো স্ট্রাটেজি পাবে 1 লাখ টাকা ও সেকেন্ড রানার্স আপ হওয়া Team Salty পাবে 50 হাজার টাকা।  এছাড়াও 4th থেকে 16th প্লেসের প্রত্যেকটি টিমকে দেওয়া হবে 4 হাজার টাকা করে।

উল্লেখ্য, ফাইনালে উঠার পথে Team Salty কে ২-০ ব্যবধানে হারায় No Strategy, অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রা আপার ব্রাকেট ফাইনালে No Strategy কে হারিয়েছিল। Team Salty লোয়ার ব্রাকেট ফাইনালে CmoK Y Gaming কে হারিয়ে লোয়ার ব্রাকেট ফাইনালে উঠে  No Strategy এর কাছে পরাজিত হয়ে বিদায় নেয়।

Champion team The Covenant এর জন্য যাত্রাটা এখানেই শেষ নয়,বরং এই জয় তাদের আরো উপরে দিকে যাবার সুযোগ করে দিচ্ছে।নভেম্বরে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য APAC (Asia Pacific অঞ্চল ) এর ফাইনালে বাংলাদেশ এর হয়ে খেলবেন তারা।

The Covenant Sports এর সদস্য মোহাম্মদ আইমান ইকবাল,জুননুন ইকবাল,মোহাম্মদ অ্যারন, ফাহিম উজ জামান,মির্জা হাবিব ও সৈয়দ আবরার টোকিও যাবেন নভেম্বরের টুর্নামেন্টে অংশ নিতে।

Share This Article

Search