গেমিং মনিটর মার্কেটে নতুন কম্পিটিশন! Philips Evnia 27M2N5500

Intro: আজকে রিভিউতে থাকছে  27 ইঞ্চ এর 2k  180 hz  এর একটি গেমিং মনিটর।

UnboxingUnboxing দেখে আসা যাক আনবক্স করলেই box content  হিসেবে থাকছে বরারবরের মত কিছু পড়াশোনার কাগজপত্র , VESA mount জন্য screw, dp cable hdmi cable, পাওয়ার cable ও রয়েছে বেসপ্লেট , ও stand and at last থাকছে আকাঙ্ক্ষিত মনিটরটি।

 

Assembly Process:

 

অ্যাসেম্বল সহজ ছিল , আজকে Assembly Process toolless হতে  যাচ্ছে , প্রথমে standকে নির্দিষ্ট স্থানে প্লেস ইন করতে হবে then   হাত দিয়ে  বেসপ্লেটকে stand এর সাথে স্করুইন করতে হবে।

 

OUTLOOK AND BUILD QUALITY 

মনিটরের full body প্লাস্টিক মেড  কিন্তু  stand এর উপরে প্লাস্টিকের আবরণ রয়েছে এন্ড ভিতরে পাতলা মেটালের স্ট্রাকচার রয়েছে  ও বেজ প্লেট সম্পূর্ণ মেটালের । Backer দিকে তাকালে clean একটি লোক দেখতে পারবেন কোনো ব্র্যান্ডিং থাকছে না‌back side এ  । back side এ  meet texture  দেয়া রয়েছে and wave type এর design রয়েছে । Top এর দিকে 2 air vent রয়েছে  , and VESA mount জন্য 100* 100  চারটি screw holes রয়েছে 

stand যেখানে place  হয় তার নিচে ‌। এছাড়াও ডান দিকে osd control এর জন্য joystick  রয়েছে । And এরপর bottom io port রয়েছে দেখে নেয়া যাক কি কি port রয়েছে 

DP1.4× 1 , HDMI 2.1×2 , Audio out×1 ও পাশে রয়েছে power port । এই বার Front side এ আসা যাক  থাকছে তিন সাইডে মোটামুটি bezel, মনিটরটির Front সাইডে নিচে বর্ডারে right corner এ PHILIPS এর branding রয়েছে  and বাম corner এ evnia branding রয়েছে ও একবারে পাশে  ছোট একটা লম্বা indicator right রয়েছে ।  

Adjustment feature:  

 এইখানেও থাকছে all type of Adjustment Features. Adjustment feature হিসাবে থাকছে 

 

-5/20 degree

Swivel

-/+ 30 degree

Pivot

-/+ 90 degree

Height Adjustment

130 mm

 

Display:

এবার আমরা মনিটরের মেইন জিনিস display নিয়ে কথা বলব । এটি একটি 27 ইঞ্চ ” এর 2560×1440 পি (Q HD) 180hz  এর nano  ips  প্যনালের মনিটর । nano  ips  প্যনালের গুলো র সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন যারা জানেন না তাদের জন্য বলছি । এই টেকনোলজিটি LG তৈরি করে এন্ড ২০১৯ সালে আমাদের  মাঝে নিয়ে আসে , এই টেকনোলজি নরমাল আইপিএস প্যানেল থেকে তেমন ডিফারেন্ট না জাস্ট ব্ল্যাক লাইটে  nano particles layer এড করা হয় এন্ড এটার সুবিধা কি ?  নরমাল আইপিএস প্যানেল থেকে wide color gamut পাচ্ছেন ও better colour accuracy এন্ড বেটার ভিউয়িং অ্যাঙ্গেল রয়েছে ,

Nano ips panel কেন  ব্যবহার করবেন সাধারণত গেমার, গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটরদের জন্য উপযোগী, কারণ এতে কালার এক্যুরেসি ও রেঞ্জ খুবই ভালো হয়, যা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য গুরুত্বপূর্ণ। আর কি কি আছে তাও দেখে নেওয়া যাক । Contrast রেশিও কপিক্যাল আইপিএস প্যানেল এর থেকে বেশি ≈1200:1 , ওAspect Ratio 16:9 । 

মনটারটিতে কালার সাপোর্ট করে 30 bit আর এর Panel bit depth রয়েছে 10 bit কিন্তু এ মনিটরটি true 10 বিট প্যানেল না এখানে 8 Bit panel  + এফআরসি টেকনোলজির ব্যবহার করে টেনবিট করা হয়েছে । মনিটরটির Pixel pitch 0.233 mm এন্ড Pixel density ≈109 ppi (pixels per inch) , ও এর ব্রাইটনেস দাবি করা হয়েছে 350 nits থেকে 5০০ nit পর্যন্ত( peak ) ,  আর viewing আছে 178 ° হরাইজন্টু এন্ড ভার্টিকাল য় । মনিটরটিতে Anti-glare/Matte (3H) Coating lরয়েছে । আরো রয়েছে display HDR 400 । রেফারেন্স টাইম রয়েছে 0.5 ms mprt ও G2G এ 1 ms । এছাড়াও AMD FreeSync™ technology রয়েছে ও G-Sync Compatible এই মনিটর। 

 

Additional Features

► Adaptive-Sync technology

► EasyRead EasySelect

► Flicker-free technology

► Game Mode

Halolight

► Low Blue Light

► Low Input Lag

► Motion Blur Reduction

► Picture-by-Picture

► Picture-in-Picture

► Shadow Boost

► SmartContrast

SmartCrosshair

► SmartUniformity

Certifications

মনিটর কিছু Certifications দেখে নেওয়া যাক

►BSMI

► CB

►CCC

►CE

►CECP

► CEL

►EAC

► EMF

►FCC-B

► ICES-003

► MEPS

► PSB TUV-Bauart

► UKCA

Power consumption

এবার দেখেনি মনিটরটা কতটা পাওয়ার এফিসিয়েন্ট । Efficiencnt তা ডিফাইন করা হয় বিভিন্ন class  এর মাধ্যমে , class হিসাবে থাকছে A+ A, B, C, D, E, F, G । A+ রেটিং দেয়া হয় যদি মনিটরটি খুবই পাওয়ার Efficient হয়, অ্যান্ড G রেটিং দেয়া হয় যদি মনিটরটি খুব কম Power Efficient হয় । আর আমাদের এই মনিটরটি E কি ক্লাসে অবস্থান করছে। তো বলা যায় মোটামুটি পাওয়ার এফিসিয়েন্ট । মনিটরটি off অবস্থায় 0.3 W (typ.) , এন্ড এভরিজ পাওয়ার কঞ্জেকশন 29.8 W (typ.) ও 0.5 W (typ.  consume করে standBy mode । 

OSD settings:  osd settings on করলে ui fast impression একটু dell লেগেছে , যাই হোক option গুলো দেখে নেওয়া যাক ।

Smartimage

Game Mode

rout

Audio

Language

System 

Setup  ।

এছাড়াও কিছু কালারের mode  রয়েছে যেমন Standard ,FPS ,Racing ,RTS ,Movie ,LowBlue Mode ,EasyRead ।  And FreeSync™ on off এর option ও ৩ টি response time mode রয়েছে  যেমন fast Faster Fastest ‌।

 Testing 

Colour accuracy 

Color accuracy টেস্টের জন্য আমরা আমাদের চিরচেনা পাইডার এলজি ফাইভ তুলতে ইউজ করছি , আমরা এই মনিটরটিতে বেশ কয়েকটি মোডে  টেস্ট করেছি , টেস্ট রেজাল্টগুলো বলার আগে দেখে নেয়া যাক ফিলিপস কালার gamut ও Delta e কত দাবি করেছে । DCI-P3:93.5%, sRGB: 125%, NTSC 108%, Adobe RGB 106% ও Delta e ≤2 বলা হয়েছে । আগেই বলেদি আমাদের ডিভাইসের স্ট্যান্ডার্ড হলো ১০০ এর বেশি দেখায় না । । Color gamut  পেয়েছে 100% of sRGB, 87% of AdobeRGB, 91% of P3, 83% of NTSC এন্ড Delta E standard mode সবচেয়ে ভালো পেয়েছি আর মুভি মোডে সবচেয়ে হায়েস পেয়েছে স্ট্যান্ডার্ডে পেয়েছে 1.32 আর মুভি মোডে 16.47 । এছাড়াও এক দুইটা মোড বাদে সবগুলো mode টেস্ট করা হয়েছে এগুলো ডিসপ্লেতে দেখতে পাবেন ।

Brightness Test :

Brightness test এর জন্য আমরা আমাদের চিরচেনা ডিভাইস Lux মিটার ব্যবহার করা হয়েছে । ডান বাম উপর নিচে  সব সাইডে test করা রয়েছে , আমরা সর্বোচ্চ brightness পেয়েছি  435.3‌ nits and  সবচেয়েই কম পেয়েছি 385.1 nite  যা তাদের দাবিকিত  brightness থেকে 85 nite বেশি। 

Ghosting

এমন  গেমার দের টার্গেট করা মনিটার গুলোর জন্য Ghosting টেস্ট একটি ইম্পরট্যান্ট বলা যায় এই মনিটরটিতে তিনটি response time mode রয়েছে এইজন্য প্রত্যেকটি মোডে ইন্ডিভিজুয়াল ঘোস্টিং টেস্ট দেখব প্রথমে আমরা fast mode হোস্টিং টি দেখিনি , এই মোডে স্লাইডলি ইনভার্স ghosting রয়েছে।

Faster mode  fast mode থেকে একটু বেশি ইনভার্স ghosting রয়েছে। Fastest mode huge ইনভার্স ghosting দেখা যাচ্ছে 1st and 2nd layer.এ but 3rd layer। Ghosting ছিল না ।এছাড়ও response time off করলে তেমন একটা ডিফারেন্স দেখা যায়নি fast mode থেকে ।  এবং  Adaptive-Sync on করলে মনে হয়েছে ghosting কমছে usual থেকে। এরপর আমরা MBR (Motion Blur Reduction) on  করে  test  করি । এখানে MBR জন্য ২০ টি লেভেল রয়েছে  এর মধ্যে আমরা লেবার ফাইভ লেবেল টেন লেভেল 15 এন্ড লেবেল টুয়েন্টিতে টেস্টগুলা করি।  Fast + MBR level 5 :  Fast + MBR level 5 এ টেস্ট করেছি and আমরা দেখতে পেয়েছি তিনটি লেয়ারেই উল্লেখযোগ্য inverse ghosting রয়েছে এছাড়াও প্রথম deep  layer টিতে overshoot visible ছিল কিন্তু বাকি দুইটি layer এ ছিলো না ।Fast + MBR level 10:  এরপর আমরা Fast + MBR level 10 এ টেস্ট করি এবং টেস্ট রেজাল্ট হিসেবে আমরা দেখতে পাই তিনটি লেয়ারে inverse ghosting এন্ড প্রথম লেয়ারটিতে একেবারে slightly overshoot. Fast + MBR level 20 : লেভেল 20 এ দেখি কেমন ghosting দেখা যাই   level 20 এ তেমন একটা কোন ডিফেন্স থাকছে না,  লাস্ট লেভেলে যেমন দেখেছি তেমনই পাচ্ছি এই level টিতে ও। Faster + MBR level 5:  Faster + MBR level 5এ  শুধু  inverse ghosting ছিল , প্রথম layer এ ghosting বেশি ছিল  বাকি দুটি লেয়ারে ghosting কম ছিল প্রথম লেয়ার থেকে । Faster + MBR level 10:  Faster + MBR level 10 এ টেস্ট করি এন্ড টেস্ট রেজাল্ট হিসেবে পাই অনেকগুলো inverse ghosting । inverse ghosting ছিল প্রত্যেকটি layer  এই বিদ্যমান , এছাড়াও overshoot ছিল প্রথম layer এ visible and বাকি দুটি layer এ Motion Blur ছিল। প্রত্যেকটি মোড় দেখাতে গেলে একটু boring  হয়ে যাবে ভিডিওটি তো একটু Fast forward করা যাক এ পার্টি Fastest + MBR level 5 : Fastest + MBR level 5 এ আমরা সবচেয়ে বেশি Motion Blur দেখতে পাই  প্রথম ও দ্বিতীয় layer এ overshoot রয়েছে এছাড়াও প্রথম দ্বিতীয় ও তৃতীয় layer এ  inverse ghosting  রয়েছে কিন্তু তৃতীয় layer টিতে বাকি দুটি layer থেকে কম গোস্টিং হয়েছে। Fastest + MBR level 10 :  Fastest + MBR level 10 এ   ghosting রয়েছে Next Level । 

তিনটি layer এই inverse ghosting এর layer  ছিল 2টি করে। But কোনো overshoot ছিল না 

Fastest + MBR level 20 level 20: and 10 এ তেমন একটা change নাই ghosting এ  কিছু এখানে 2nd layer এ ghosting সবচেয়ে বেশি and  3rd layer এ সবচেয়ে কম ghosting ।Glow or Bleeding Issues:  মনিটরটিতে আমরা ব্যাকলাইট ব্লিড টেস্টটি করছি , আমরা কোনো প্রকার ব্লিড পাইনি  and Glow এর পরিমাণ ছিল কম ।

User Experience  :

User Experience ছিল ভালোই,  আমরা এই মনিটরটি দিয়ে gaming , day to day work , editing  সবকিছুই করে দেখেছি দীর্ঘ টাইম আমাদের স্টুডিওতে থাকায় আমরা অনেকদিন ইউজ করে দেখতে পেরেছি  । এই মনিটরটি দিয়ে valorant, god of war, csgo , league of legends,  pubg  pc , warzone  , free fire !  Free fire কে খেললো এই মনিটরে ?  যাক যাই হোক gaming experience অসাধারণ ছিল। এই মনিটরটি color accurate হওয়ার কারণে  editing এ   মনিটরে performance ভালো ছিল। 

Pro

all type of Adjustment Features রয়েছে ।

মনিটারটির build  quality ছিল ভালো । 

180hz display  1 ms response time with good Colour accuracy Delta E 1.32  একটি combo।

Ghosting বিবেচনায় এই budget ranger one of the best monitor ।

Cons  :  এই Price range এ   speaker দেওয়াই যেত , speaker দেয়নি কিন্তু একটি audio port দিয়েছে 

Osd ui কে আর gaming টাইপের করা যেত তো আরো বেটার হতো ।

 

Share This Article

Search