Ryzen 5000G Series APU এর Specs লিকড

Custom PC Building Platform এ Ryzen 3000 সিরিজ এর পরে আর কোনো APU আসে নি। লো বাজেট এর পিসি বিল্ডাররা সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সম্প্রতি Leak হয়েছে Ryzen এর 5000 সিরিজ অর্থাৎ Cezanne Desktop APU এর বেশ কিছু গুরুত্বপুর্ণ স্পেসিফিকেশন।

তাহলে কি Low Budget PC Market এ আবার ও লাগাম ধরতে যাচ্ছে AMD?

3000 সিরিজের APU অর্থাৎ 3200G,3400G বাজারে এসেছে অনেকদিন। এর মাঝে AMD 4000 সিরিজের ল্যাপটপ প্রসেসর এবং OEM ইন্ডাস্ট্রির জন্য APU বের করলেও কাস্টম পিসি বিল্ড মার্কেটে আসেনি কোনো নতুন APU। গত কয়েকমাস ধরেই বিচ্ছিন্নভাবে অনলাইনে বেশ কিছু leaks ঘোরাফেরা করছে Ryzen 5000 সিরিজের APU Cezanne লাইনআপ কে ঘিরে। গত মাসেই যেমন Ebay তে ১৭০ ডলারে  লিস্টেড দেখা গিয়েছে Ryzen 3 5300G এবং Ryzen 7 5700G প্রসেসরগুলোকে। (যদিও দুটিই ছিল Engineering Sample)। সাথে উল্লেখ ছিল OPN code (100-000000262-30_Y), ((100-000000263-30) । মজার ব্যাপার হচ্ছে seller @hugohk CPU-Z এর স্কোর এর সাথে সাথে specs ও দেখিয়েছিল।

CPU-Z টেস্টে Seller এর দেওয়া তথ্য অনুসারে Ryzen 3 5300G এর সিঙ্গেল কোর ও মাল্টিকোর স্কোর ছিল যথাক্রমে  570 ও 3003।

সাথে Cinebench R15,R15 এর Multicore স্কোর ও দেওয়া রয়েছে ( যথাক্রমে 2068, 2685)

Ryzen 7 5700G On Ebay

Ryzen 7 5700G ও একই ভাবে EBay তে কিনতে পাওয়া যাচ্ছে। ৫০০ ডলারে লিস্টেড রয়েছে প্রসেসরটি। সাথে উল্লেখ রয়েছে Feedback from buyer ( CPU-Z,Cinebench score)

Leaked Specs of Ryzen 3 5300G,Ryzen 5 5600G and Ryzen 7 5700G

এবার সর্বশেষ লিক এ 5000G সিরিজের ৩টি বাজেট সেগমেন্টেরই ৩ টি প্রসেসর এর specs বের হয়ে এসেছে। জাপানের  Momomo এর হাতে আসা একটি datasheet থেকে দেখা যাচ্ছে যে প্রসেসরগুলোর base clock   3.8Ghz থেকে 4.0 Ghz এর মধ্যে , অপরদিকে boost clock 4.2Ghz থেকে 4.6 Ghz পর্যন্ত। ৮ থেকে ১৬ মেগাবাইট পর্যন্ত L3 Cache রয়েছে। নিচের টেবিল থেকে দেখে নিন ফুল স্পেকস (rumored/leak)

 

নিচের টেবিল থেকে দেখে নিন ফুল স্পেকস (rumored/leak)

মোবাইল থেকে দেখার সময় টেবিলের কোনো অংশ কেটে গেলে সম্পুর্ণ টেবিলটি দেখতে “desktop site” এ ক্লিক করুন (আপনার ব্রাউজার থেকে)

 


Processor Core/

threads

Base

Clock

Boost

Clock

L3 Cache TDP Price
Ryzen 3 5300G 4/8 4.0 Ghz 4.2 Ghz 8MB 65W

(Rumored)

170USD on Ebay
Ryzen 5 5600G 6/12 3.9 Ghz  4.4 Ghz 16MB 65W

(Rumored)

Ryzen 7 5700G 8/16 3.8 Ghz 4.6 Ghz 16MB 65W

(Rumored) 

270 USD on Ebay

 

যদিও এগুলো সম্পর্কে এখনো আমরা কোনো official announcement AMD এর পক্ষ থেকে পাইনি, তেমনি release date সম্পর্কেও কোনো Leak,Rumor ও ইন্টারনেটে এখনো আসেনি।

দ্বিগুণ দামে লঞ্চ হতে যাচ্ছে GTX 1050 Ti? 

Seious Sam 4: বাংলা রিভিউ 

আসছে Core i3 10th Gen Refreshed 

Share This Article

Search