[Rumor] এই মাসেই আসছে AMD এর 5000 সিরিজের নতুন ৩টি প্রসেসর

Ryzen 5000 সিরিজে AMD এন্ট্রি লেভেল ও মিডরেঞ্জ/লোয়ার মিডরেঞ্জের জন্য কিছুই রাখেনি এর জন্য ফ্যান দের হতাশায় শেষ ছিল না। মাঝখানে সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে Intel, মিডরেঞ্জ ও এন্ট্রি লেভেলের খালি জায়গাটায় জেঁকে বসেছে ভালোভাবেই। এখন যখন কনজিউমাররা 7000 সিরিজের জন্য দিন গুনছে ,তখনই মনে হচ্ছে যে শেষ বেলায় হয়তো টনক নড়েছে AMD এর। শোনা যাচ্ছে এই মাসেই লঞ্চ হতে পারে Zen3 Based Ryzen 5000 সিরিজের 2টি Ryzen 5 বাজেট প্রসেসর, একটি Ryzen 7 প্রসেসর ও সাথে Ryzen 5800X3D।

দামে কম মানে ভালো?

গতকাল Zed_Wang AKA MEGAsizeGPU একটি টুইটের মাধ্যমে দাবি করেন যে এই মাসে AMD মোট চারটি প্রসেসর লঞ্চ করবে। এর মধ্যে বহুল আলোচিত RYZEN 7 5800X3D ছাড়া বাকি 3টিই দেখা গেছে সম্পূর্ণ নতুন বা অচেনা।

একই সময়ে CHIPHELL এর ফোরামেও একই ধরনের পোস্ট পাওয়া যায়। দুটি জায়গাতেই মোটামুটি একই রকমের খবর প্রচারিত হলেও এক জায়গাতেও মিলেনি সোর্স। তবে MEGAsizeGPU এর টুইটে বাড়তি খবর হিসেবে দামের প্রেডিকশন ও রয়েছে।

যাই হোক, নতুন 3টি প্রসেসর এর মধ্যে দুটি Non-X variant ও একটি X variant এর হবে। 3টির মধ্যে দুটিতেই থাকবে SMT ।

Ryzen 5 5500 এ থাকবে 6টি করে কোর ও থ্রেড। Ryzen 5 5600 এ থাকবে 6টি কোর ও 12টি থ্রেড ও সর্বশেষ Ryzen 7 5700X এ থাকবে 8টি কোর 16টি থ্রেড। প্রাথমিক ভাবে শুধু এগুলোই জানা গিয়েছে এই প্রসেসর গুলোর সম্পর্কে। এর ক্লক স্পিড, ক্যাশ মেমোরি, টিডিপি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্যই পাওয়া যায়নি। তবে নাম দেখে আন্দাজ করে নেওয়া যেতে পারে যে 5600 হয়তো 5600x এরই cut down version হবে।  সেক্ষেত্রে এটাও আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে 5500 হয়তো সম্পূর্ণ নতুন SKU হতে পারে।

যাই হোক, দাম সম্পর্কে MEGAsize GPU যা অনুমান করেছে তা হলো: Ryzen 5 5500 Intel core i3 12100 এর সমান দামে , Ryzen 5 5600 Core i5 12400 থেকে সস্তায় এবং 5700x ও Core i7 12600KF থেকে কম দামে বাজারে আসবে।

যেহেতু 5000 সিরিজের অন্যান্য প্রসেসর গুলোও B450,B550,A520 চিপসেটের মাদারবোর্ড গুলো তে চলে, সেক্ষেত্রে ধরে নেওয়া যায় আপকামিং এই প্রসেসর গুলোও উল্লেখিত মাদারবোর্ড গুলোতেই চলবে ।

Share This Article

Search