উদ্দেশ্য অনুসারে বাজেটে কোন প্রসেসরটি নেওয়া উচিত এ বিষয়ে বিভ্রান্তিতে পড়েন অনেকেই। প্রতিটি বাজেটরেঞ্জেই ইন্টেল এবং এএমডির একাধিক প্রসেসর রয়েছে। বর্তমানে এএমডির Ryzen 3000 সিরিজ ও সাম্প্রতিক সময়ে ইন্টেলের core দশম জেনারেশন এর প্রসেসরগুলো আসার পর অপশন বেড়েছে আরো একধাপ।তেমনি বেড়েছে কনফিউশন। সময় এসেছে বাজেট এ ভাগ করে ,উদ্দেশ্য অনুসারে সেরা কিছু প্রসেসর রিভাইস দেওয়া।যাতে বিল্ড করার সময় প্রসেসর নিয়ে স্পষ্ট একটি ধারণা থাকে।
আমরা বাজেট অনুসারে প্রসেসর গুলোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করবোঃ
- সেরা এন্ট্রি লেভেল প্রসেসর (10-14k taka)
- সেরা অলরাউন্ডার মিড রেঞ্জ ভ্যালু ফর মানি প্রসেসর (15-20k taka)
- সেরা প্রোডাক্টিভিটি/মাল্টিটাস্কিং প্রসেসর (21-30k taka)
- সেরা গেমিং প্রসেসর (25-30k taka)
- ৩০ হাজার+ বাজেটঃ সেরা গেমিং প্রসেসর ,মাল্টিটাস্কিং/প্রোডাক্টিভিটি প্রসেসর
- এক্সট্রিম লিমিটেড বাজেট প্রসেসর (<10k taka)
এন্ট্রি লেভেল প্রসেসরঃ(১০-১৫হাজার রেঞ্জ) Ryzen 5 3500x and I5 9400f
এন্ট্রি লেভেলে সেরা প্রসেসর হিসেবে এক কথায় Ryzen 3 3300x এর নাম নিতে হবে কিন্ত দুঃখজনক হলেও সত্য বাংলাদেশ সহ সারা বিশ্বেই এই প্রসেসরটির খরা চলছে রীতিমত। একেবারেই পাওয়া যাচ্ছে না প্রসেসরটি। তাই আমাদের কাছে বিকল্প হিসেবে দুটি প্রসেসর থাকছে একটি ইন্টেলের পক্ষ থেকে এবং আরেকটি AMD এর পক্ষ থেকে।
Ryzen 5 3500x (13200/12900 Taka)
Ryzen 5 3600 এর সাথে তুলনা করলে অবশ্যই 3500x এর মাল্টিটাস্কিং/প্রোডাক্টিভিটি বা গেমিং এর পারফর্মেন্স অনুসারে কোনো দিকেই Allrounder বলা যাবে না 3500x কে। কিন্ত তার পরেও দাম অনুসারে যথেষ্ট ভালো গেমিং ,প্রোডাক্টিভিটি করতে পারবেন এটি দিয়ে ।( গেম, গ্রাফিক্স কার্ড সাপেক্ষে আপনাকে হাই/ভেরি হাই আল্ট্রা তে ৬০ এফপিএস দিতে যথেষ্ট অবশ্যই) গেমিং এ 9400f এর থেকে কিছু গেমে বেটার , কিছু গেমে পিছিয়ে থাকতে দেখা যায়। তবে যেহেতু এই বাজেটে বেশিরভাগ ক্রেতা 1660/RX 590 এরকম লেভেলের জিপিইউ ই বেশি ব্যবহার করে থাকেন, রিয়েল ওয়ার্ল্ডে পার্থক্য ৫% বা এর ও কম থাকতে পারে।স্পেসিফিকেশন এর কথা বলতে গেলে হাই বাজেটের প্রসেসরগুলোর দিকে তাকালে একটি দৃশ্যমান পার্থক্য পাওয়া যাবে সেটি হলো প্রসেসরটিতে SMT/hyper threading নেই।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশনসঃ
Base Clock/Boost Clock | Cores/threads | Total L3 Cache | Lithography | TDP |
3.6/4.1 Ghz | 6/6 | 32MB | 7nm | 65 W |
Core i5 9400f(14000 Taka)
3500x ছাড়াও এই বাজেটে অন্য একটি “নেওয়ার মত” প্রসেসর হলো Core i5 9400f । বিশেষ করে গেমিং এর জন্য ১৫ হাজার টাকার নিচে এখনো অন্যতম সেরা একটি প্রসেসর এটি।৭০,৮০ হাজার টাকার গেমিং পিসির জন্যও ২০২০ সালে সিলেক্ট করতে পারেন প্রসেসরটি। । আমাদের চ্যানেলে বেশ কয়েকটি AAA গেমসের পারফর্মেন্স বেঞ্চমার্ক সহ ডিটেইলস বিল্ড গাইড রয়েছে ৮০ হাজার টাকা বাজেটে। ভিডিওটি এখান থেকে দেখে নিতে পারেন। পুর্বের প্রসেসরটির মত এটিতেও SMT/hyper threading নেই।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশনসঃ
Base Clock/Boost Clock | Cores/threads | Total L3 Cache | Lithography | TDP |
2.9/4.1 Ghz | 6/6 | 6MB | 14nm | 65 W |
***9400f এর দাম বর্তমানে ১৪০০০ টাকা***
Solution for those ভাই গ্রাফিক্স কার্ড পরে নিব people: Core i3 10100(11500Taka)
এখানে সংখ্যায় কম হলেও এখনো কিছু মানুষ আছেন যারা বিল্ড করতে চান টাইট বাজেটে কিন্ত দুই তিন মাস পর ভালো একটি জিপিইউ নিয়ে নিবেন । যেহেতু জিপিইউ নিবেনই, তাদের ক্ষেত্রে একেবারেই Ryzen এর APU সাজেস্ট করা যায় না , আর যারা আমরা বেঞ্চমার্ক দেখেছি যে ভেগা এইট এর গ্রাফিকাল পাওয়ার কে বাদ দিলে processor হিসেবে 3400g বা অন্যন্য APU যথেষ্ট দুর্বল। সেজন্য এই বিশেষ ক্রেতাদের জন্য এই বাজেটে পারফেক্ট অপশন core i3 10100 । প্রসেসরটি তাছাড়া নেওয়ার কোনো কারণ নেই।বিল্ডের সময়ই গ্রাফিক্স কার্ড আলাদা কেনার ক্ষেত্রে অনেক ভালো ভালো অপশন রয়েছে এই বাজেটে।(যা উপরেই আলোচনা করা হয়েছে) একমাত্র হেডিং টি আপনার সাথে মিলে গেলেই আপনি এই প্রসেসরটি দেখতে পারেন।
আর এই প্রসেসরটির ডিটেইলস রিভিউঃ
দামঃ11500 টাকা
সেরা অলরাউন্ডার মিড রেঞ্জ ভ্যালু ফর মানি প্রসেসর(১৫-২০ হাজার): ryzen 5 3600
অনেকদিন ধরেই এই জায়গাটা Ryzen 5 3600 এর দখলেই আছে।। গেমিং এ 1080p, 1440p দুই রেজুলেশনেই ভালো এক্সপেরিয়েন্স দিয়ে আসা, প্রোডাক্টিভিটির লেভেল কে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া এই প্রসেসর এর বিকল্প এখনো আসেনি কারণ ভ্যালু ফর মানি/প্রাইস টু পারফর্মেন্স টার্ম এ কেও ই Ryzen 5 3600 থেকে এখনো ভালো কিছু দেখাতে পারেনি। সত্যিকারের অলরাউন্ডার বলতে যা বুঝায় 3600 আসলেই তাই।একই সাথে গেমিং ও প্রোডাক্টিভিটিতে R5 3600 এর মত পারফর্মেন্স আর কোন প্রসেসর দিচ্ছে না ।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশনসঃ
Base Clock/Boost Clock | Cores/threads | Total L3 Cache | Lithography | TDP |
3.6/4.2 Ghz | 6/12 | 32MB | 7nm | 65 W |
***বর্তমানে Ryzen 5 3600 পাওয়া যাবে ১৬ হাজার টাকার আশেপাশে। ***
দেখে নিন কিছু গেমিং ও প্রোডাক্টিভিটি পারফর্মেন্সঃ
productivity:Cinebench,7zip,Adobe photoshop, blender
*বেঞ্চমার্কের ছবিগুলো 10400 এর রিভিউ থেকে নেওয়া, সেজন্য হাইলাইট করা আছে 10400, এখান থেকে আপনি একই সাথে 3600 10400 থেকে কতটা বেটার তার ও ধারনা পেয়ে যাবেন* এবং একই সাথে 10400 এর ফুল রিভিউ দেখলেও ক্লিয়ার হতে পারেন, দেখে নিন লিংক থেকেঃ
intel core 5 10400, রাইজেন কিলার না হতাশা?
gaming: Shadow of the Tomb Raider,GTA V,AC Origins
*বেঞ্চমার্কের ছবিগুলো 10400 এর রিভিউ থেকে নেওয়া, সেজন্য হাইলাইট করা আছে 10400, এখান থেকে আপনি একই সাথে 3600 10400 থেকে কতটা বেটার তার ও ধারনা পেয়ে যাবেন*
বিকল্প (গেমিং এর জন্য)
Core i5 10400(17500Taka)
প্রোডাক্টিভিটি করার খুব বেশি পরিকল্পনা না থাকলে বা পিসিতে গেমিং ব্যতীত রেন্ডারিং এডিটিং ইত্যাদি মাল্টিটাস্কিং না করলে Core i5 10400 প্রসেসরটি পারফেক্ট হবে আপনার জন্য। মাল্টিটাস্কিং এ খোড়ালেও গেমিং এ R5 3600 এর থেকে খুব বেশি পিছিয়ে নেই প্রসেসরটি। আর আরেকটি ব্যাপার বিশেষভাবে উল্লেখ্য, প্রচলিত ইউটিউব বেঞ্চমার্কের লেভেলের গ্রাফিক্স হার্ডওয়্যার ব্যবহার না করলে গ্রাফিক্স কার্ডগুলোর মাঝে পার্থক্য বেশ অনেকটাই কমে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে তা ১,২,৫ এফপিএস এ এসে দাঁড়ায়।
3600 এর মতই 6/12 কোর থ্রেড লাইনআপে আসছে প্রসেসরটি।। আরো একটি বিষয় উল্লেখ না করলেই নয়, প্রসেসরটি কিন্ত internal graphics এর সাথে আসছে।। সুতরাং এ ক্ষেত্রেও দাম বেশ কমই বলা যায় । বাজেট এ টানাটানি থাকলে পরে গ্রাফিক্স কার্ড কেনার সুযোগ থাকছে এই প্রসেসরটির ক্ষেত্রে।
উপরের স্ক্রিনশট গুলোতেই বেশ ভালো ধারনা পেয়ে যাবেন প্রসেসরটির পারফর্মেন্স এর।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশনসঃ
Base Clock/Boost Clock | Cores/threads | Total L3 Cache | Lithography | TDP |
2.9/4.3 Ghz | 6/12 | 12MB | 14nm | 65 W |
বাজেট ২০-২৫ হাজারঃ
এই বাজেটটিতে বিশেষ কোনো প্রসেসর নেই যেটি রেকমেন্ড করার মত। আপনি যদি ১০৮০পি গেমিং+মাল্টিটাস্কিং/রেন্ডারিং/এডিটিং এর কাজ করতে চান তাহলে ২০ হাজারের নিচে (১৫-২০ হাজার রেঞ্জে) 3600 নিতে পারেন আবার শুধু গেমিং এর জন্য 10400/10500 রয়েছে ।
বাজেট যদি একান্তই ২০ এর উপরে যেতে হয় সেক্ষেত্রে সাজেশন থাকবে ২৫+ করার (সেক্ষেত্রে আর্টিকেলটি পড়তে থাকুন ২৫-৩০ রেঞ্জে সেরা গেমিং ও মাল্টিটাস্কিং প্রসেসর এর জন্য)
তবে আপনি ২০ হাজারের সামান্য বেশি বাজেটে গেমিং প্রসেসর নিতে চান তাহলে Core i5 10600/9600k রয়েছে ২২০০০ টাকায় (যেটি মোটেও রেকমেন্ড করবো না আমরা)
সেরা প্রোডাক্টিভিটি প্রসেসর (২১-৩০ হাজার)- Ryzen 7 3700x (28300 Taka)
ইন্টেন্স লেভেলের এডিটিং, রেন্ডারিং ইত্যাদি ইত্যাদি ধরনের মাল্টিটাস্কিং/প্রোডাক্টিভিটি কাজ যারা করেন , আপনার প্রয়োজন Ryzen 5 3600 এ না মিটলে সেক্ষেত্রে এই বাজেটেই আসতে হবে, মাঝখানের প্রসেসরগুলো উভয় কোম্পানির পক্ষ থেকেই এক কথায় “পাতে দেওয়ার মত না” । Ryzen এর 2000 সিরিজের কিছু প্রসেসর রয়েছে (যেগুলো ২০২০ সালে নেওয়ার মত নয়) আর Intel এর কিছু প্রসেসর রয়েছে যেগুলো গেমিং এর জন্যই নিলে নেওয়া যায় মাল্টিটাস্কিং নয়।
আপনার উদ্দেশ্য মেটাতে 3700x পারফেক্ট।প্রসেসরটির প্রাইস টু পারফর্মেন্স এর রেশিও অনবদ্য।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশনঃ
Base Clock/Boost Clock | Cores/threads | Total L3 Cache | Lithography | TDP |
3.6/4.4 Ghz | 8/16 | 32MB | 7nm | 65 W |
*3700x এর বর্তমান মূল্য ২৮৩০০ হাজার টাকা ।*
*হাইলাইট করা হয়েছে 3900x,3950x,10700k এর মত প্রসেসর, এর মাধ্যমে প্রাইস টু পারফর্মেন্স সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন*
productivity: Cinebench,Sisoft sandra, chromium code compile, premiere pro ,After effects
সেরা গেমিং প্রসেসরঃ(২৫-৩০ হাজার)-intel core i5 10600k/kf
এক্সট্রিম লেভেলের গেমার, এফপিএস যাদের কাছে মহাগুরুত্বপুর্ণ ,1440p রেজুলেশন এ গেমিং করতে চান এমন গেমার, professional গেমার দের জন্য একই ভাবে সেরা প্রসেসর হচ্ছে intel core i5 10600k/kf । core i9 9900k লেভেলের এফপিএস দেওয়া এই প্রসেসরটি আপনি বাংলাদেশে ২৬ হাজার এর মধ্যে পেয়ে যাবেন, f ভার্সনটি আরো কমে পাওয়া যেতে পারে।
এখানে ভ্যালু ফর মানি/প্রাইস টু পারফরমেন্স এর রেশিও হিসেবে আনলে core i9 9900k/kf , Ryzen 9 3900x এর মত প্রসেসর এর থেকে অনেক সস্তা ,কম দামে প্রায় সমান পারফর্মেন্স পাওয়া যাবে । (এখানে ওই ফ্লাগশিপ প্রসেসরগুলোর মাদারবোর্ড এর অদৃশ্য খরচটার পার্থক্য তো বাদ ই দিলাম)
কারণ Ryzen 9 3900x এর দাম ৪৫+, i9 9900k এর দাম ও ৪০+। এবং এফপিএস এর তুলনা করলে স্পষ্ট বোঝা যায় অপেক্ষাকৃত কম দামে সেরা গেমিং পারফর্মেন্স অর্থাৎ সেরা প্রাইস টু পারফরম্যান্স core i5 10600k ই অফার করছে।
সংক্ষিপ্ত স্পেসিফিকেশনসঃ
Base Clock/Boost Clock | Cores/threads | Total L3 Cache | Lithography | TDP |
4.1/4.8 Ghz | 6/12 | 12MB | 14nm | 125 W |
***বর্তমানে এটির মুল্য ২৫৭০০ টাকা***
৭টি গেমের এভারেজ বেঞ্চমার্ক দেওয়া হলো, আলাদা আলাদা বেঞ্চমার্ক দেখলে আপনি আরো স্পষ্ট ধারণা পাবেন গেমিং এ 10600k এর ক্ষমতা সম্পর্কে। দেখে নিন এই লিংক থেকেঃ
intel core i5 10600k, সেরা গেমিং প্রসেসর?
7 games average: 1080p
7 games average: 1440p
বাজেট 30k++++ঃ গেমিং প্রসেসর এবং মাল্টিটাস্কিং প্রসেসরঃ
ভ্যালু ফর মানি বা প্রাইস টু পারফর্মেন্স রেশিও কে অগ্রাধিকার দিয়ে ৩০ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে গেমিং এর জন্য আমাদের সাজেশন থাকবে এই বাজেটে যত গুলো Top Tier প্রসেসর রয়েছে তাদের মধ্যে তুলনামুলক সস্তা গুলো বেছে নেবার।
Core i7 10700k:37000Taka
গেমিং এর জন্য যদি প্রসেসর নিতেই হয় ৩০ হাজার টাকার উপরে তবে সেরা ভ্যালু ফর মানি অফার করছে Core i7 10700k। উপরের চার্ট গুলোতেই আপনি দেখতে পাবেন যে Core i9 এর নবম বা দশম জেনারেশন এর প্রসেসরগুলোর তুলনায় কম দামী হয়েও পারফর্মেন্স প্রায় সমান।। সুতরাং বেস্ট বাই হবে 10700k ।
Ryzen 9 3900x(43000 Taka)
Ryzen 7 3800x এর দাম ৩৪০০০ টাকা মত। এই ৯ হাজার টাকার পার্থক্যে Ryzen 9 3900x এর সাথে পারফর্মেন্স এর পার্থক্য ও বেশ অনেক । তাছাড়া স্পেসিফিকেশনের দিক দিয়ে কোর থ্রেডের সংখ্যা ও বেশি রয়েছে , ক্যাশ মেমোরি ও দ্বিগুণ। তাই প্রোডাক্টিভিটির জন্য ৩০ হাজার টাকার উপরে বাজেটে আমাদের কাছে সেরা প্রসেসর Ryzen 9 3900x ।
এক্সট্রিম লিমিটেড বাজেট প্রসেসর (<10k taka) i3 9100f/R3 3200g
বাজেট যদি হয় দশ হাজারের কম , তাহলে এখানে বেশ কিছু অপশন হাতে থাকছে core i3 9100f, Ryzen 3 3200g, Ryzen 3 2200g, এখানে আমরা IGPU থাকা না থাকাকে গুরুত্ব দিতে বাধ্য হয়েছি কারণ এই বাজেটে টোটাল বাজেট ও প্রায় সময়ই দেখা যায় যে অনেক কম ,এক্সট্রা জিপিইউ নেওয়া সম্ভব হয় না।সেই ক্ষেত্রে IGPU থাকা ও তার পারফর্মেন্স অনেক গুরুত্বপুর্ণ হয়ে দাঁড়ায়। এজন্যই সেরার কাতারে Ryzen 3 3200g কে রাখতে হচ্ছে, কারণ Vega 8 এর পারফরমেন্স মোটেও ফেলে দেওয়ার মত নয় । প্রোডাক্টিভিটি ও রেগুলার লাইফ এর হিসেবে কাজ চালিয়ে দেওয়ার মত।
তেমনিভাবে , সেকেন্ড হ্যান্ড বা 8/10k দামে গ্রাফিক্স কার্ড ম্যানেজ করে যারা বিল্ড করেন তাদের জন্য পারফেক্ট চয়েস Intel core i3 9100f . যা Dedicated GPU সহ টেস্ট এ 3200g এর থেকে এগিয়ে থাকে। এজন্যই আপনি যদি APU (ইন্টারনাল গ্রাফিক্স সহ) বিল্ড করতে চান তাহলে 3200G নিন ও যদি আলাদা গ্রাফিক্স কার্ড সহ বিল্ড করতে চান তাহলে নিন 9100f
সংক্ষিপ্ত স্পেসিফিকেশনসঃ
i3 9100f
Base Clock/Boost Clock | Cores/threads | Total L3 Cache | Lithography | TDP |
3.6/4.2 Ghz | 4/4 | 6MB | 14nm | 65 W |
Ryzen 3 3200g (Vega 8 graphics , frequency 1250 Mhz)
Base Clock/Boost Clock | Cores/threads | Total L3 Cache | Lithography | TDP |
3.6/4.0 Ghz | 4/4 | 4MB | 12nm | 65 W |
শেষ কথাঃ
এখানে বিভিন্ন দিক, প্রাইস টু পারফরমেন্স, ভ্যালু ফর মানি এই হিসেবে প্রতিটা বিভাগে সেরা প্রসেসর বাছাই করা হয়েছে।অনন্য অপশন যেগুলো আছে সেগুলো ও খারাপ প্রসেসর নয়, ব্যক্তিগত পছন্দ হলে আপনার ব্যক্তি স্বাধীনতা আছে অবশ্যই আপনি নিতে পারেন। 10-12k range এ i3 10100, Ryzen 5 3600 এর বিকল্পে i5 10400, কিংবা 10600k এর পরিবর্তে 3700x ও নিতে পারেন। ১০ হাজারের নিচে বাজেট না মিললে Ryzen 3 2200g ও হতে পারে ভালো অপশন।
বেঞ্চমার্ক সোর্সঃ hardware unboxed and Gamers Nexus
ছবিঃ Hardware unboxed