Search

RTX ময় January: একঝাক নতুন GPU লঞ্চ করবে NVIDIA

জানুয়ারি মাসটা, আরো নির্দিষ্ট করে বলতে গেলে বছরের শুরুটা যেন সম্পুর্ণটাই হতে যাচ্ছে এনভিডিয়া ময়,RTX ময়।২০২৪ সালের জানুয়ারি মাসে  একঝাক RTX 40 সিরিজের নতুন জিপিইউ লঞ্চ করতে যাচ্ছে তারা ।

 

জানুয়ারিঃ RTX 40 Super সিরিজ এর লঞ্চ

RTX 40 সিরিজের Super লাইনআপের লঞ্চ হবে জানুয়ারি মাসে। RTX 4070 Super, 4080 Super ,4070 Ti Super এই ৩টি গ্রাফিক্স কার্ড এর এনাউন্সমেন্ট হবে জানুয়ারির ৮ তারিখে। একই দিনে 4070 Super এর Unboxing Embargo ও উঠে যাবে, অর্থাৎ রিভিউয়াররা এইদিনেই 4070 Super এর আনবক্সিং ভিডিও প্রকাশ করতে  পারবেন। এর ঠিক ৮ দিন পর, ১৬ই জানুয়ারি 4070 Super এর রিভিউ গুলোও প্রকাশ হবে। এদিন MSRP প্রাইসে লঞ্চ হওয়া GPU গুলো, অর্থাৎ এন্ট্রি লেভেল,ডুয়াল ফ্যান ,সাধারণ/সাধাসিধা ডিজাইন এর কার্ডগুলোর রিভিউ দেখতে পাওয়া যাবে। এর ঠিক পরের দিন,১৭ই জানুয়ারি ট্রিপল ফ্যান,গেমিং/RGB ইত্যাদি হায়ার-টিয়ার ,বেশি দামী  মডেল গুলোর রিভিউ গুলো পাবলিশ হবে।একই দিনে GPU গুলোর লঞ্চ ও হবে(শপ গুলোতে পাওয়া যাবে) 

RTX 4070 Ti এর সুপার ভ্যারিয়েন্ট নিয়ে একটা সময় পর্যন্ত সন্দেহ থাকলেও প্রমাণিত হয়েছে যে GPU টির আসলেই অস্তিত্ত্ব রয়েছে। এই অদ্ভুত ভ্যারিয়েন্ট এর GPU টির MSRP কার্ডগুলোর রিভিউ আরো এক সপ্তাহ বিরতি দিয়ে ২৩ তারিখ আসবে। পরের দিন Non-MSRP কার্ডগুলোর রিভিউ এর পাশাপাশি প্রোডাক্টগুলো বাজারে চলে আসবে।

সর্বশেষ,জানুয়ারির ৩০ তারিখ RTX 4080 Super এর MSRP মডেলগুলোর রিভিউ পাবলিশ হবে ও পরেরদিন Non-MSRP মডেলগুলোর রিভিউ প্রকাশ পাওয়ার সাথে সাথে সবগুলো মডেল বাজারে ছাড়া হবে।

ইতিমধ্যেই বিভিন্ন সময়ে সবগুলো গ্রাফিক্স কার্ডের স্পেসিফিকেশন লিক হয়েছে ও একপ্রকার নিশ্চিত হওয়া গিয়েছে বিভিন্ন উৎসের মাধ্যমে।

ডিসেম্বরের ২৮ তারিখে RTX 4090D এর লঞ্চ

এনভিডিয়া এই বছর অনেকগুলো RTX 40 সিরিজ এর গ্রাফিক্স কার্ড লঞ্চ করেছে, শেষটাও তারা করছে আরো একটি আরটিএক্স ৪০ জিপিইউ দিয়ে। সকলেই জানেন যে যুক্তরাষ্ট্র নিরাপত্তা,অপব্যাবহার, উচ্চ পর্যায়ের প্রযুক্তির ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আরোপ ইত্যাদি উদ্দেশ্যে চীন সহ অন্যান্য বেশ কিছু দেশে NVIDIA এর RTX 4090 ও এর উপরের GPU গুলোর সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করেছে ।এরই পরিপ্রেক্ষিতে, এনভিডিয়া এই সমস্ত দেশে 4090 বা এরকম ধরণের GPU এর চাহিদা পুরণে লঞ্চ করতে যাচ্ছে RTX 4090D বা Dragon Edition। এটার পারফর্মেন্স ও স্পেসিফিকেশন 4090 এর সমান হবে না, তবে কাছাকাছি হবে।

এই GPU টি লঞ্চ হবে ২৮ই ডিসেম্বর।

এক নজরে RTX 4090D এর উল্লেখযোগ্য ফিচারস ও স্পেসিফিকেশনস গুলো-

  • AD102-250 GPU (Cuda cores এর সংখ্যা কম থাকবে)
  • 425W টিডিপি ,2280 MHz base clock, 2520 MHz Boost clock।
  • ওভারক্লক করা যাবে না।
  • 24GB GDDR6X মেমোরি ,384 Bit memory Bus।

ফেব্রুয়ারিতে আসবে RTX 3050 6GB

RTX 30 সিরিজে 3050 8GB ছিল ডেস্কটপ জিপিইউ গুলোর মধ্যে সবথেকে দুর্বল,সুলভ ও একই সাথে সমালোচিত। এবার এই GPU টির আরো দুর্বল,সুলভ কমদামী ভ্যারিয়েন্ট লঞ্চ করতে যাচ্ছে এনভিডিয়া। RTX 3050 এর 6GB ভ্যারিয়েন্ট বাজারে আসবে শোনা যাচ্ছে। board channel ফোরামের তথ্য অনুসারে ফেব্রুয়ারিতে লঞ্চ হবে RTX 3050 6GB । এই এন্ট্রি লেভেল RTX GPU টির বেশ কিছু স্পেসিফিকেশন ও জানা গিয়েছে এরই মধ্যে । নিচের টেবিল থেকে দেখে নিতে পারেন RTX 3050 6GB এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স-

দেখা যাচ্ছে যে RTX 3050 6GB তে মেমোরি ক্যাপাসিটির পাশাপাশি আরো ছোট বাসের মেমোরি ,কম সংখ্যক কুডা কোর থাকবে। কম হবে জিপিইউ টির টিডিপি ও । জিপিইউটির MSRP হতে পারে ১৮০ ডলার।

 

Share This Article

Search