Search

ইন্টেল Core i3 12100 : 3600 কিলার

কোর আই থ্রি বলতেই আমরা সবাই এক নিমিষেই বুঝে যাই ইন্টেল কোর ফ্যামিলির এন্ট্রি লেভেলের বাজেট প্রসেসরগুলোর কথা যেগুলো কি না অন্যান্য প্রসেসরগুলোর তুলনায় ক্লক স্পিড,কোর থ্রেড কাউন্ট,মেমোরি ওভারক্লকিং বা ক্যাশ মেমোরি এমাউন্ট সবদিক দিয়েই সবথেকে পিছিয়ে।। পারফরম্যান্স ও স্বাভাবিকভাবেই পেছনের দিকেই থাকে।। তবে এই কনসেপ্ট সম্ভবত শেষ হতে চলেছে।ইন্টেলের সদ্য লঞ্চ হওয়া 12th Gen Core i3 12100 কে দিয়ে শেষ হতে চলেছে। স্পেকস যেমনই হোক, থার্ডপার্টি রিভিউতে এর থেকে মিলেছে বেশ কিছু ex-flagship ও ex-budget king এর থেকে বেটার বা সিমিলার পারফরম্যান্স।

স্পেকস ও প্রাইস:

12th gen core i3 12100 এর কোর 4টি ও থ্রেড 8টি। এই ক্ষেত্রে অবশ্য বিগত বছরগুলোতে রিলিজ হওয়া core i3 10100 ও 11100 এর সাথে কোনো পার্থক্য নেই 12100 এর। বেস ক্লক স্পিড 3.3 GHz ও বুস্ট ক্লক 4.3 GHz ।L3 Cache দেওয়া হয়েছে 12 MB ,base TDP 60 ওয়াট ও MAX TDP 89 ওয়াট।দুটি স্লট মিলিয়ে সর্বোচ্চ 128 গিগাবাইট পর্যন্ত ram ইনস্টল করা যাবে। DDR4 3200Mhz এবং DDR5 4800Mhz স্পিডের র‍্যাম লাগাতে পারবেন।

Review and test system:

যেহেতু আমাদের হাতে এখনো প্রসেসরটি আসেনি ,সেজন্য আজকের আলোচনায় থার্ড পার্টি রিভিউ এর উপরই ভরসা করতে হচ্ছে।। আজকের আর্টিকেলে রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করবো গেমার্স নেক্সাসের ভিডিওটিকে। তার টেস্ট সিস্টেম: EVGA RTX 3080,G-Skill Trident Z 4x8GB 3200Mhz।

Gaming performance:

CSGO (1080p very high,dx9)

প্রথমেই কাউন্টার স্ট্রাইক । পুরাতন API ও ENGINE এ রান করা এই গেমটি এখনো অনেক জনপ্রিয়। Core i3 12100 এই গেমে 251 fps এভারেজ ফ্রেমরেট তুলতে সক্ষম হয়েছে। এই 251 FPS এর মাধ্যমে এই এন্ট্রি লেভেল প্রসেসরটি পেছনে ফেলেছে Ryzen 9 3900x,ryzen 7 3700x ,core i5 11400 এবং ryzen 5 3600 কে।

অর্থাৎ অন্তত এই গেমে প্রসেসরটি পারফরম্যান্স রাইজেন 3000 সিরিজের প্রায় সকল প্রসেসর থেকেই বেটার ও 9900k এর প্রায় সমান (254 fps)। একটি চার কোরের প্রসেসর হিসেবে এটি যথেস্ট চমকপ্রদ ব্যাপার।

Cyberpunk 2077(dx12,1080p medium)

অত্যন্ত demanding ও গ্রাফিকালি রিচ এই AAA গেমে 12100 তুলতে পেরেছে 141.5 fps । এখানেও ryzen 7 3700x থেকে 8 এফপিএস ও 3600 থেকে 14 এফপিএস এগিয়ে রয়েছে প্রসেসরটি। সামান্য এগিয়ে আছে 3900x থেকেও।

Far Cry 6(1080p high/custom) 

Far cry 6 গেমটিতে 12100 এর পারফরম্যান্স মোটামুটি core i5 12400 এর সমান । 117এফপিএস পাওয়া যাচ্ছে উভয় প্রসেসর থেকেই।। একটি চার কোরের প্রসেসর হিসেবে এই পারফরম্যান্স আসলেই অসাধারণ। 5/6 এফপিএস পিছিয়ে আছে 9900k ও 10900k থেকে।

যথারীতি 3000 সিরিজ রাইজেন কে এখানেও বিধ্বস্ত করেছে i3 12100. লিস্টেই দেখা যাচ্ছে না তাদেরকে।

Red Dead Redemption 2 (dx12,1080p medium/custom)

12100 এর সাফল্যের ধারায় কিছুটা ভাটা দেখা যাচ্ছে এই পর্যায়ে এসে। 139 fps নিয়ে 3700x এর সাথে প্রায় সমানে সমান অবস্থায় অবস্থান করলেও 3900x ,11400 থেকে বেশ ভালোই পিছিয়ে আছে এটি। যদিও 3600  এখানেও 6 এফপিএস পেছনে রয়েছে।

Total War Three kingdoms Battle (1080p high)

 

এখানে 12100 এর পারফরম্যান্স core i5 11400 এর কাছাকাছি 188 vs 194) কিন্ত ryzen 7 3700x,ryzen 5 3600 থেকে 18-20 এফপিএস বেশি ।একসময় এর ফ্ল্যাগশিপ 9900k এর সাথেও তুলনা করলে দেখা যাচ্ছে পারফরম্যান্স এর পার্থক্য অতি সামান্য।

Rainbow Six Seige (dx11 1080p very high) 

এই esports title টিতে 12100 এর পারফরম্যান্স 3700x,3600 এর identical.

F1 2021(1080p,high)

একসময় এর বাজেট কিং এখানেও নতুন কোর আই থ্রি এর কাছে বড় ব্যবধানে ,প্রায় 30 এফপিএস এ পরাজিত (269 vs 299) । 3700x এর পারফরম্যান্স ও প্রায় সমান 12100 এর।

Productivity

Adobe Photoshop,blender ছাড়া বাকি টেস্ট গুলোতে 12100 এর পারফরম্যান্স একদমই আহামরি নয়। ব্লেন্ডার এ স্কোর 11400 এর সমান ও ফটোশপে 11400,3700x,9900k,3600 থেকে বেটার।

ক্রোমিয়াম ও প্রিমিয়ার প্রো তে যদিও একদমই তলানিতে অবস্থান করছে এই চার কোরের প্রসেসরটি।

Discussion and verdict :

একটি চার কোর আট থ্রেডের 90/100 (130USD with iGPU) ডলারের প্রসেসরের কাছ থেকে 300-400 ডলার রেঞ্জের 6-8 কোর মিডরেঞ্জ-ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোর কাছাকাছি বা বেটার পারফরম্যান্স পাওয়া আসলেই ভালো একটা ব্যাপার। লো বাজেটেই যে হাই গ্রাফিক্সে স্মুদ গেমিং করা সম্ভব হাই ফ্রেমরেটে , একটি কোর আই থ্রি প্রসেসর দিয়েই যে বর্তমানে ভালো গেমিং এক্সপেরিয়েন্স সম্ভব তা মোটামুটি প্রমাণিত।।

বিশেষ করে লো বাজেটে এন্ট্রি লেভেলের মাদারবোর্ড দিয়ে, aftermarket cooler ছাড়াই 400-500 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে যারা গেমিং পিসি বিল্ড করতে চান তাদের জন্য এই প্রসেসরটি হতে পারে বেস্ট চয়েস।

কাদের জন্য:

লো বাজেটে টুকটাক প্রোডাক্টিভিটি এর সাথে মূলত গেমিং ফোকাসড বিল্ড করতে যাচ্ছেন যারা তাদের জন্য এটি রেকমেন্ডেড ও পারফেক্ট।

Share This Article

Search