নাম থেকেই সবাই বুঝতে পারবে যে, কিভাবে ওভারক্লক করতে হয় তারই একটি সাধারন গাইডলাইন। দুটো মেথডে ওভারক্লক দেখানো হয়েছে এই ভিডিওতে। এক, এ্যাডভান্স মুড, যেটা বায়োস থেকে করতে হয় এবং যথেষ্ট রিসার্চ এর প্রয়োজন আছে।। দুই, হচ্ছে আসুসের বিখ্যাত ‘ওয়ান ক্লিক ওভারক্লোকিং’, যেটা করতে হয় আসুস ‘AI SUITE’ এর মাধ্যমে এবং অত্যন্ত সহজে। আমি স্পেশালি রেকমেন্ড করছি দ্বিতীয় পন্থাটির মাধ্যমে ওভারক্লিকং করার জন্য সবাইকে। Maximus VIII Hero বোর্ড ব্যাবহার করা হয়েছে এবং আপনারা বুঝবেন Hero বোর্ড কি জিনিস। একটা কথা আমি স্ক্রিপ্ট লেখার সময় ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে, অবশ্যই ওভারক্লক করার আগে উইনডোজ পুরোপুরি আপডেট করতে হবে অবশ্যই, ভালো এবং স্টেবল ওভারক্লক নিশ্চিত করার জন্য। আমি সবগুলো তথ্যকে সঠিক ভাবেই কভার করার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা ওভারক্লক করার পন্থা সম্পর্কে একটা সাধারন আইডিয়া পাবেন। ভিডিওটি ভালোমতন দেখবেন আবার নিজেরাও ফারদার রিসার্চ করবেন অনলাইনে, এতে আরও ব্রড আইডিয়া পাবেন ওভারক্লিকং এ্যাটেম্প্ট করার আগে। মনে রাখবেন সিপিইউ ওভারক্লক মুখস্ত বিদ্যা নয়। যথেষ্ট রিসার্চ এর প্রয়োজন আছে এতে এবং পসিটিভ নেগেটিভ দুই দিকই আছে। সুতরাং অবশ্যই রিসার্চ করবেন এবং নিজ দায়িত্যে ওভারক্লক করবেন।
Core i7 6700K তেও সেম মেথডটি এ্যাপ্লাই করতে পারবেন আশা করছি।
Join the PCB BD Authorized Buying Selling Group called ‘Gaming Hardware Buying & Selling’ at: https://www.facebook.com/groups/GHBS.BD/
Please like & Share our Official Facebook Page at: https://www.facebook.com/Pcbuilder-Bangladesh-446679222098241/
To watch Game related News & Reviews Please Subscribe to Game Adda Channel at:
https://www.youtube.com/channel/UCT8dXe4aoMr7w3UfIbbFK_A
Follow Us On Instagram : https://www.instagram.com/pcbuilderbangladesh/
Also Please like ROG Bangladesh Official Facebook Page at: https://www.facebook.com/ROGBangladesh