CES 2023 এর ইভেন্টে ইন্টেল লঞ্চ করেছে 13th Gen Desktop Processor Lineup এর লকড প্রসেসরগুলো ও B760 Chipset এর মাদারবোর্ডগুলো। একই সাথে তারা আরো এনাউন্স করেছে Laptop এর জন্য 13th Gen U,H,P ও U সিরিজের প্রসেসর লাইনআপ।চলুন দেখে নেওয়া যাক প্রসেসরগুলোর স্পেসিফিকেশন,ফিচারস দাম ও রিলিজডেট।
এক নজরে Intel 13th Gen Locked Processor Lineup:
মাস দুয়েক আগেই ইন্টেল তাদের 13th Gen Desktop Processor লাইনআপ লঞ্চ করে।বরাবরের মতই অল্প কিছু সংখ্যক Unlocked,High End প্রসেসর এর সাথে Z790 মাদারবোর্ড ই কেবল এনাউন্স করে বাজারে ছাড়া হয়। Core i9 13900k,13900kf, core i7 13700k,13700kf ও core i5 13600k/kf এই ৩টি প্রসেসরের ২টি করে ভ্যারিয়েন্টে মোট ৬টি মডেল লঞ্চ করা হয়।
এবার CES 2023 এ ইন্টেল লাইনআপের বাকি প্রসেসরগুলো অফিশিয়ালি Reveal ও Launch করেছে। Core i3 এর একটি SKU (এবং দুটি ভ্যারিয়েন্ট), Core i5 এর ৩টি SKU ,Core i7 ও Core i9 এর একটি করে SKU (দুটি করে ভ্যারিয়েন্ট) সহ মোট ১০টি প্রসেসর লঞ্চ করা হয়েছে।
এক নজরে Core i3 13th Gen:
- চারটি কোর,আটটি থ্রেড। মডেল দুটি হচ্ছে Core i3 13100 ও Core i3 13100f।
- এবার ও ব্যবহার করা হয়নি Hybrid Architecture। অর্থাৎ চারটি কোরই P Core।
- 12MB L3 Cache এর সাথে রয়েছে 5MB L2 Cache।
- প্রসেসরের সর্বোচ্চ বুস্ট ক্লক 4.5 Ghz ও Base Clock 3.4 Ghz।
- সর্বোচ্চ 4800 Mhz (DDR5) ও 3200 Mhz (DDR4) স্পিডের ১২৮ গিগাবাইট র্যাম সাপোর্ট।
- বেস পাওয়ার ৬০ ওয়াট ও সর্বোচ্চ টার্বো পাওয়ার ৯০ ওয়াট।
- বাড়ানো হয়েছে দামঃ এবার UHD 730 যুক্ত Core i3 13100 এর দাম নির্ধারণ করা হয়েছে ১৩৪ ডলার। F variant এর জন্য গুনতে হবে ১০৯ ডলার।
13th Gen Locked Core i5 Lineup:
এবার ৩টি মডেলের Locked Core i5 প্রসেসর লঞ্চ করা হয়েছে 13th Gen এর। এর মধ্যে 13400 এর রয়েছে iGPU যুক্ত ও iGPU ছাড়া মোট ২টি ভ্যারিয়েন্ট। প্রথমবারের মত xx400 SKU, অর্থাৎ 13400 এ ব্যবহার করা হয়েছে হাইব্রিড আর্কিটেকচার। বেড়েছে মোট কোর ও থ্রেডের সংখ্যাও। এক নজরে 13th Gen Core i5-
- 13400 এ দেওয়া হয়েছে মোট ১০টি কোর, এর মধ্যে ৬টি কোর পারফর্মেন্স কোর, বাকি চারটি এফিশিয়েন্সি কোর। থ্রেড থাকছে ১৬টি। আগের জেনারেশন থেকে মোট ৪টি কোর ও ৪টি থ্রেড বৃদ্ধি পেয়েছে।
- পারফর্মেন্স কোর গুলোর বেস ক্লক 2.5 Ghz ও Boost Clock 4.6 Ghz।
- এফিশিয়েন্সি কোর গুলোর সর্বোচ্চ ক্লক স্পিড 3.3 Ghz।
- 9.5 MB L2 Cache এর পাশাপাশি থাকছে ২০ মেগাবাইট এর L3 Cache।
- মেমোরি সাপোর্ট core i3 এর মতই।
- বেস পাওয়ার ৬৫ ওয়াট ও বুস্ট পাওয়ার ড্র প্রায় ১৫০ ওয়াট।
- Core i5 13400f ও 13400 এর দাম যথাক্রমে ১৯৬ ও ২২১ ডলার।
Core i5 13500 ও 13600:
- ১৪টি কোর ও ২০টি থ্রেড। মুলত এবার এফিশিয়েন্সি কোরের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। (৮টি)।
- থাকছে ২৪ মেগাবাইট লেভেল থ্রি ক্যাশ। এ দুটি মডেলে 4.8-5.0 Ghz বুস্ট ক্লক পাওয়া যাবে ।
- এফিশিয়েন্সি কোরের ক্লক স্পিড ও এই মডেল গুলোতে বেশি। দেওয়া হয়েছে UHD 770 গ্রাফিক্স।
- পাওয়ার কনসাম্পশন 13400 এর মতই। মেমোরি কনফিগারেশন এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
- দামঃ ২৩২ ও ২৫৫ ডলার যথাক্রমে।
Intel Core i7 13th Gen ও Core i9 13th Gen Locked Processors:
Core i7 ও Core i9 এর লকড প্রসেসরগুলোতে ১৬,২৪টি কোরে কোর ও যথাক্রমে ২৪,৩২টি করে থ্রেড রয়েছে। ক্যাশ মেমোরি রয়েছে যথাক্রমে ৩০ ও ৩৬ মেগাবাইট (L3) ,২৪ ও ৩২ মেগাবাইট (L2)। প্রসেসর গুলো Out of the box 5600Mhz DDR5 Ram সাপোর্ট করছে।এগুলোর বেস ও বুস্ট পাওয়ার ৬৫ ওয়াট ও ২২০ ওয়াট ।
এই প্রসেসর গুলোর ক্লক স্পিড ও লাইনআপের অন্যান্য প্রসেসর গুলোর থেকে বেশি। ( 4.1-4.2 Ghz এর E Cores, 5.2-5.6 Ghz এর P cores )। দামঃ
- Core i7 13700f 360 USD, 13700 384 USD।
- Core i9 13900f 524 USD, 13900 550 USD।
এর পাশাপাশি ইন্টেল T সিরিজ বা পাওয়ার এফিশিয়েন্ট সিরিজের প্রসেসর গুলোও লঞ্চ করেছে।
ফিচার ও পারফর্মেন্সঃ
13th Gen Desktop Processor গুলোর ফিচার,পারফর্মেন্স, আগের জেনারেশনের তুলনায় কি কি জিনিসে কিরকম উন্নতি হয়েছে এসব বিষয়ে বেশ অনেক গুলো স্লাইড দেখিয়েছে ইন্টেল।
কবে পাওয়া যাবে??
প্রসেসরগুলো ইতিমধ্যেই অনলাইন শপগুলোতে এভেইলেবল।
আগের জেনারেশনের সাথে দামের তুলনাঃ
প্রতিটি প্রসেসরের দামই আগের জেনারেশনের একই SKU থেকে বৃদ্ধি পেয়েছে ১০% এর বেশি হারে।সর্বোচ্চ ১৭% দাম বেড়েছে Core i5 13400F এর।
- Core i9-13900F vs Core i9-12900F – +12.9% Higher Price
- Core i7-13700F vs Core i7-12700F – +14.3% Higher Price
- Core i5-13600 vs Core i5-12600 – +14.3% Higher Price
- Core i5-13500 vs Core i5-12500 – +14.8% Higher Price
- Core i5-13400F vs Core i3-12400F – +17.3% Higher Price
- Core i3-13100F vs Core i3-12100F – +12.3% Higher Price
একই সাথে ইন্টেল লঞ্চ করেছে 13th Gen Mobile Processor Lineup:
13th Gen Mobile ,অর্থাৎ ল্যাপটপ লাইনআপে বেশ অনেক গুলো ভিন্ন ভিন্ন সিরিজের প্রসেসর লঞ্চ করেছে ইন্টেল। U,P,H,HX ভিন্ন ভিন্ন পারফর্মেন্স টিয়ার,ভিন্ন ভিন্ন স্পেসিফিকেশন ও পাওয়ার রিকোয়ারমেন্টস এর উপর ভিত্তি করে প্রসেসরগুলোকে এই শ্রেণীকরণ করা হয়েছে ।
যথারীতি U সিরিজে রয়েছে সবথেকে পাওয়ার এফিশিয়েন্ট,এন্ট্রি লেভেল প্রসেসর গুলো।H সিরিজের প্রসেসর গুলো অপেক্ষাকৃত হাই এন্ড, বেশি পাওয়ার ডিমান্ডিং ও পারফর্মেন্স ও U সিরিজ থেকে অনেক বেটার। এ দুটোর মাঝামাঝি অবস্থান করছে P সিরিজ।
আর সবথেকে বেশি কোর থ্রেড,ক্যাশ মেমোরি,ক্লক স্পিড ও TDP ওয়ালা প্রসেসরগুলো,যেগুলো ম্যাক্সিমাম পারফর্মেন্স নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে সেগুলোকে HX সিরিজে রাখা হয়েছে।
সেলেরন/পেন্টিয়াম কে রিপ্লেস করতে নতুন N-Lineup:
এগুলোর পাশাপাশি এন্ট্রি লেভেল কম্পিউটিং এর জন্য N সিরিজ বা N লাইনআপ নামের নতুন একটি প্রসেসর সিরিজ এর উন্মোচন করা হয়েছে। এগুলো Intel(TM) Processor ও Intel Core i3(TM) Nxxx এই দুই ধরনের নামে আসবে প্রসেসর গুলো। “Intel Processor” গুলোর থেকে এই Intel Core i3-N প্রসেসরগুলো আবার বেশি পাওয়ারফুল হবে। এই সিরিজ মুলত পেন্টিয়াম,সেলেরন এর জায়গা পুরণ এ আসতে যাচ্ছে। DDR5,Displayport,HDMI,AV1 Encode,Wifi6 এর মত সব ফিচার এখানে উপস্থিত থাকবে। এই সিরিজ ল্যাপটপ ও ডেস্কটপ,দুই প্লাটফর্মেই আসতে যাচ্ছে। ১০ ন্যানোমিটার এর গ্রেসমোন কোর গুলো এই প্রসেসরগুলোতে ব্যবহ্বত হবে।