Search

CES 2023: AMD এর এনাউন্সমেন্ট সমুহ

CES 2023 এর keynote এ AMD এর পক্ষ থেকে বেশ অনেক গুলো গুরুত্বপুর্ণ এনাউন্সমেন্ট এসেছে। Ryzen 7000 সিরিজের নতুন কয়েকটি প্রসেসর, 7000 Mobile Lineup এর পাশাপাশি ৩টি 3D V-Cache যুক্ত প্রসেসরের ঘোষণা ও এসেছে AMD এর পক্ষ থেকে। চলুন এক নজরে প্রসেসর গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

Extension of Ryzen 7000 Series/Zen4

Ryzen 7000 সিরিজ বা ZEN4 ডেস্কটপ প্রসেসর লাইনআপটিতে নতুন যোগ হয়েছে বেশ কয়েকটি প্রসেসর। CES 2023 এ AMD লঞ্চ করেছে Ryzen 7000 সিরিজের Non-X প্রসেসর গুলো। অর্থাৎ Ryzen 5 7600, Ryzen 7 7700 ও Ryzen 9 7900 নামের নতুন ৩টি প্রসেসর লঞ্চ করা হয়েছে।চলুন এই প্রসেসরগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Ryzen 5 7600:

x600 SKU গুলো AMD Ryzen যুগে বরাবরই সবথেকে জনপ্রিয় প্রসেসরগুলোর মধ্যে সামনের দিকে ছিল।বিশেষ করে Ryzen 5 3600 এর কথা বলতেই হয়। এছাড়াও Ryzen 5 5600x,2600,1600 ও ছিল যথেষ্ট পরিমাণ জনপ্রিয় ও চাহিদাসম্পন্ন। যদিও সময়ের সাথে সাথে এই SKU এর value কমিয়েছে AMD, দাম বাড়ানোর মাধ্যমে।

যাই হোক, এবার লঞ্চ করা Ryzen 5 7600 এ দেওয়া হয়েছে ৬ কোর ,১২ থ্রেড। এক্ষেত্রে লক্ষণীয়, ২০১৭ থেকে এই ৫ বছরে এই SKU এর কোর থ্রেড সংখ্যা এখনো বাড়েনি। 3.8 Ghz বেস ক্লক এর প্রসেসরটি সর্বোচ্চ 5.1 Ghz বুস্ট ক্লকে চলবে। রয়েছে ৩২ মেগাবাইট L3  ক্যাশ। TSMC এর 5nm প্রসেসে তৈরী এই প্রসেসরটির টিডিপি ৬৫ ওয়াট।

আগের 5000 ও 3000 সিরিজের সাথে যদি একটু তুলনা করি,তাহলে আমরা দেখতে পাচ্ছি Level 3 Cache,TDP ও core/thread এর সংখ্যা একই রয়েছে। তবে বুস্ট ক্লকে বড় রকম এর একটা আপগ্রেড দেখতে পাচ্ছি আমরা। এই প্রথমবার কোনো x600 SKU এর রাইজেন প্রসেসর 5Ghz এর সীমা অতিক্রম করলো। 7000 সিরিজের অন্যান্য প্রসেসরের মত বেড়েছে tjmax টেম্পারেচার ও। যেটি ৯৫ ডিগ্রী সেলসিয়াস।

দাম ও পারফর্মেন্স এর ব্যাপারে যদি আলোচনা করি। তাহলে আগের দুই জেনারেশন এর 200 USD দাম থেকে এবার দাম বেড়ে দাড়িয়েছে ২৩০ ডলারে। পারফর্মেন্স AMD এর মতে গেমিং এ ২-৩০% পর্যন্ত বেটার ও প্রডাক্টিভিটিতে ৩৭% পর্যন্ত বেটার। 3rd party review ও অবশ্য ইতিমধ্যেই পাবলিশ হয়ে গিয়েছে।

 

Ryzen 7 7700 ও Ryzen 9 7900

7700x ,7900x এর মত প্রায় একই রকমের স্পেসিফিকেশন এই দুটি প্রসেসরের। ক্লক স্পিড সামান্য কম ও TDP 65 ওয়াট। এই দুটিই x ভার্সন গুলো থেকে এই প্রসেসর গুলোর পার্থক্য। দাম ও ৭০ ও ১২০ ডলার কম।

7700 এ ৮টি কোর,১৬টি থ্রেড,৩২ মেগাবাইট ক্যাশ। 7900 এ রয়েছে দ্বিগুণ ক্যাশের সাথে ১২ টি কোর ও ২৪টি থ্রেড। প্রতিটি প্রসেসরের সাথেই AMD Wraith Prism থাকছে।

Ryzen 7 7700 এর দাম ৩৩০ ডলার। অন্যদিকে Ryzen 9 7900 এর জন্য গুনতে হবে আরো ১০০ ডলার বেশি।

***৩টি প্রসেসরই বর্তমানে বাজারে এভেইলেবল***

পারফর্মেন্সঃ

কিছু পারফর্মেন্স গ্রাফ এখানে দিয়ে দেওয়া হলো,যাতে করে পাঠক এই প্রসেসরগুলোর শক্তি সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারেন।

৩টি 3D V-Cache যুক্ত প্রসেসরঃ

5800X3D এর ব্যাপক সাফল্যের ফলে মোটামুটি এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে এখন থেকে প্রতিটি জেনারেশনেই আমরা অতিরিক্ত Cache Memory যুক্ত কিছু প্রসেসর দেখতে পাবো যেগুলোকে AMD 3D V-Cache নামে আখ্যায়িত করে থাকে।

এরই ধারাবাহিকতায় এবার AMD Ryzen 7000 সিরিজেও যুক্ত হয়েছে আরো ৩টি এক্সট্রা ক্যাশ মেমোরি যুক্ত X3D প্রসেসর। প্রসেসর ৩টি হচ্ছে Ryzen 7 7800X3D,  Ryzen 9 7900X3D ও Ryzen 9 7950X3D।

প্রতিটি প্রসেসরেই এবার যুক্ত হয়েছে অতিরিক্ত ৬৪ মেগাবাইট এর ক্যাশ। অর্থাৎ সর্বমোট ১০৪ থেকে ১৪৪ মেগাবাইট এর ক্যাশ মেমোরি থাকছে এই বিশেষ ধরনের প্রসেসরগুলোতে।।অবশ্যই ডেস্কটপ প্রসেসর হিসেবে এই পরিমাণটা সত্যিই অনেক বিশাল। এই প্রসেসর ৩টির দাম সম্পর্কে এখনো কিছু নিশ্চিত করেনি AMD। তবে এগুলো ফেব্রুয়ারি মাসে বাজারে আসবে বলে জানা গেছে।

এবার ও খুব সম্ভবত এই প্রসেসরগুলোকে লকড অবস্থাতেই রাখা হয়েছে। অর্থাৎ ওভারক্লকিং করা যাবে না।Ryzen 7 7800X3D ,Ryzen 7 5800X3D থেকে গেমিং এ ৩০% পর্যন্ত ফাস্ট হতে পারে AMD এর মতে।

এই প্রসেসরগুলোর স্পেসিফিকেশনে Base ভ্যারিয়েন্ট থেকে রয়েছে বেশ কিছু জায়গায় পার্থক্য। টিডিপি কমিয়ে দেওয়া হয়েছে,সেজন্য বুস্ট ক্লক, বেস ক্লকেও আমরা ভিন্নতা দেখতে পাচ্ছি।

Ryzen 7000 Mobile Lineup:

এবার ল্যাপটপ সেগমেন্টেও বেশ অনেকগুলো লাইনআপ দেখতে পেয়েছি আমরা AMD এর পক্ষ থেকে। তবে আগের যেকোনো বারের তুলনায় এবারের সিরিজ বা লাইনআপ গুলো অনেক বেশি জটিল ও দ্বিধাদ্বন্দ্বের উদ্রেককারী। বিশেষ করে এবারের প্রসেসরগুলোর নামকরণ ও সেগুলোর ভিন্ন ভিন্ন suffix এর জন্য প্রসেসরগুলোর বিশেষত্ব বোঝা অনেকটাই কঠিন হয়ে যাবে সাধারণ কনজিউমারদের জন্য। একই সাথে এগুলো কোন বাজেট রেঞ্জে, কাদের কে উদ্দেশ্য করে লঞ্চ করা হচ্ছে সেটা নিয়েও অনেকের মধ্যে দ্বিধার সৃষ্টি হতে পারে।

নাম এর শেষের prefix গুলোর থেকে নামের ভেতরের অংশ গুলোই বেশি জটিল। তবে আমরা যদি সরলীকরণ করি, তাহলে মোটা দাগে TDP,clock speed,Cache Memory ও Core/thread এই চারটি প্রধান বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নিচের সিরিজগুলোকে ব্যাখা করতে পারি।

  • ৩/৪টি ভিন্ন ভিন্ন সিরিজে আলাদা আলাদা Ryzen 5,7,9 প্রসেসর।
  • এই প্রত্যেকটি সিরিজে কোর থ্রেড,ক্যাশ,টিডিপি,ক্লক স্পিড আলাদা আলাদা।
  • কয়েকটি সিরিজে Zen3 ,অর্থাৎ পুরাতন আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে।

Ryzen 7045HX Series

  • সবথেকে বেশি কোর থ্রেড, ক্যাশ, ক্লক স্পিড ও টিডিপি।

Ryzen 7040H Series

  • HX থেকে কম পাওয়ার ব্যবহার করবে। সর্বোচ্চ কোর থ্রেড/ক্লক স্পিড,ক্যাশ এর পরিমাণ ও কম।

AMD Ryzen 7035 Series

  • Zen3+ আর্কিটেকচার।

AMD Ryzen 7030 Series

  • Zen3 Architecture

 

Radeon RX 7000 Mobile Lineup:

ল্যাপটপের জন্যও Radeon RX 7000 সিরিজের কিছু গ্রাফিক্স কার্ড এর এনাউন্সমেন্ট একই ইভেন্টে করা হয়েছে। এগুলোর মধ্যে Radeon RX 7700S, 7600S, RX 7600M XT ইত্যাদি উল্লেখযোগ্য।

 

Share This Article

Search