Leak হলো AMD Ryzen 5000G Pro সিরিজের specs

প্রায় সপ্তাহ দুয়েই আগেই আমরা জানিয়েছিলাম যে AMD এর 5000G সিরিজের বেশ কিছু APU এর স্পেকস লিক হয়েছে ও তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় এবার লিক হয়েছে  5000 Pro সিরিজের স্পেকস। চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে প্রসেসরগুলোতে।

দুটি leak নিয়ে আমরা আলোচনা করবো, প্রথমত @momomo_us  এর মাধ্যমে একটি leak এ বের হয়ে এসেছে একাধিক প্রসেসর সম্পর্কে গুরুত্বপুর্ণ তথ্য।দ্বিতীয়ত, Ryzen 7 Pro 5700G এর ছবি সহ বেঞ্চমার্ক লিক হয়েছে ,দ্বিতীয় লিকটি এসেছে Chiphell এর সৌজন্যে।

3 CPU’S: 

@momomo_us এর কাছ থেকে আমরা একটি স্ক্রিনশট পেয়েছি। সেখানে ৩টি Pro series এর  প্রসেসর  এর কথা উল্লেখ রয়েছে। সাথে আমরা কিছুদিন আগে একই ব্যক্তি হতে পাওয়া Non Pro series এর specs ও মিলিয়ে দেখবো।

Ryzen 3 5300G, Ryzen 3 Pro 5350G Specs: 

Ryzen 3 5300G ও Pro 5350G সম্পর্কে যা জানা যাচ্ছে তা হলো 5300G এর 4.0 Ghz Base Clock থাকবে ,4টি Cores থাকবে, 8MB L3 Cache এর সাথে 4.2 Ghz পর্যন্ত Boost Clock থাকবে।

Ryzen 3 5350G এর ক্ষেত্রে, চারটি Core, 5300G এর সমান Base Clock এর সাথে ৬৫ওয়াট এর TDP এর কথা বলা হয়েছে।

Ryzen 5 5600G, Ryzen 5 Pro 5650G Specs:

এবার আসা যাক মিডরেঞ্জে, এখানেও Naming Scheme একটি স্বাভাবিক Relatable Pattern মেনে চলছে। Ryzen 5 Pro 5650G এ রয়েছে Base Clock 3.9 Ghz.16 MB L3 Cache এর সাথে  TDP 65 ওয়াট এবং কোর সংখ্যা 6টি। সেখানে Non Pro ভ্যারিয়েন্ট অর্থাৎ 5600G এর কোর ৬টি, base clock 3.9 Ghz, 4.4 Ghz পর্যন্ত বুস্ট ক্লক এর সাথে 16MB L3 Cache ও TDP 65W।

Ryzen 7 5700G, Ryzen 5 Pro 5750G Specs:

Highest Variant গুলোতে ৮টি কোর থাকবে, ক্যাশ মেমোরি 5600G এর মতোই। 3.8Ghz থেকে 4.6 Ghz পর্যন্ত ক্লক স্পিড থাকবে ও ৬৫ ওয়াটের TDP থাকবে।

Ryzen 7 5700G Benchmarked: Faster than 4750G?

এবার Ryzen 7 5700G এর স্পেকস এর সাথে সাথে Benchmark বের হয়েছে। GPUটিতে VEGA 8 GPU থাকছে,512 Streaming Multiprocessors এর সাথে GPU Clock থাকবে 2.0 Ghz ।সিঙ্গেল কোরে ৬৩১ এর সাথে মাল্টিকোরে ৬৮০০ এর কাছাকাছি স্কোর দেখা যাচ্ছে বেঞ্চমার্ক এ। যা কি না আগের 4700G থেকে অনেক বেশি।

নিচের টেবিল থেকে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া বা সম্ভাব্য স্পেকস জেনে নিন 5000,5000Pro সিরিজেরঃ 

GPU Cores / Threads Base Clock Boost Clock GPU Clock GPU Cores
AMD Ryzen 5000G ‘Cezanne’ – Zen3
5700G/PRO 5750G
8C/16T
3.8 GHz
4.6 GHz
2.0 GHz
8
5600G/PRO 5650G
6C/12T
3.9 GHz
4.4 GHz
TBC TBC
5300G/PRO 5350G
4C/8T
4.0 GHz
4.2 GHz
TBC TBC
AMD Ryzen 4000G ‘Renoir’ – Zen2
4700G/PRO 4750G
8C/16T
3.6 GHz
4.4 GHz
2.1 GHz
8
4600G/PRO 4650G
6C/12T
3.7 GHz
4.2 GHz
1.9 GHz
7
4300G/PRO 4350G
4C/8T
3.8 GHz
4.0 GHz
1.7 GHz
6

 

 

Share This Article

Search