দিন কয়েক আগেই আমরা জানিয়েছিলাম যে Ryzen 7 5700X3D এর সাথে Ryzen 7 5700x, 5 5600 ও 5500 বাজারে আনতে চলেছে AMD । তবে সর্বশেষ খবর হচ্ছে এই 3টি নয়, বরং Ryzen 5000 ও 4000 সিরিজের ভিন্ন ভিন্ন আর্কিটেকচার মিলিয়ে 10 10টি নতুন প্রসেসর বাজারে ছাড়বে AMD ,তথ্য পাওয়া গিয়েছে রিলিজ ডেট ও pricing এর ব্যাপারেেও।।।
আগামী মাসে বাজারে প্রবেশ করবে মোট 10টি CPU ও APU
এই 10টি প্রসেসর এর মধ্যে 5700X3D অনেক আলোচিত ও সমালোচিত। এর সম্পর্কে সর্বশেষ খবরটি যে বেশ হতাশাজনক তা অনেকেই জানেন। এই প্রসেসরটি ওভারক্লকিং সাপোর্ট করবে না এমনটাই জানা গিয়েছে। যাই হোক, এটির এনাউন্সমেন্ট এই মাসে হলেও বাজারে খুঁজে পেতে এপ্রিলের 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে বলে শোনা যাচ্ছে ।
তবে প্রসেসর গুলো সামনে সপ্তাহেই, অর্থাৎ ১৫ই মার্চ রিভিল করবে বা অফিশিয়ালি এনাউন্স করবে AMD ।
দুইদিন আগে আমরা 5700x, 5600,5500 সম্পর্কেও জেনেছি। তালিকার নতুন 6টি প্রসেসর সম্পর্কে এবার একটু জেনে আসা যাক। এই 6টি হচ্ছে 4000 series, 7nm zen 2 Renoir আর্কিটেকচারের Ryzen 7 4700, Ryzen 5 4600G,Ryzen 5 4500,Ryzen 3 4100 , 7nm zen3 cezanne আর্কিটেকচারের Ryzen 7 5700 ও Ryzen 3 5100।
এর মধ্যে 5700x,5600,5500,4600g,4500,4100 এপ্রিলের চার তারিখেই বাজারে এভেইলেবল হতে পারে। 4700,5700,5100 এই মডেল গুলো এপ্রিলের অন্য কোনো সময় পাওয়া যেতে পারে ।
দাম সম্পর্কে যতটুকু অনুমান করা হচ্ছে তা হলো Ryzen 3 4100 এর দাম হবে 99 ডলার, 4500 কে কিনতে খরচ হতে পারে আরো 30 ডলার বেশি। 4600G APU টির দাম 155 ডলার।
স্পেসিফিকেশন:
আগের আর্টিকেলে আমরা 5500,5600 ও 5700x এর বেসিক স্পেকস জেনেছিলাম। wccftech এর মাধ্যমে আমাদের আরো কিছু তথ্য জানার সুযোগ হয়েছে । WCCFTECH এর দাবি অনুসারে r5 5500 এর থ্রেড 12টি, 6টি নয়।
যাই হোক, wccftech জানাচ্ছে যে ryzen 5 5500 এর base clock 3.6 GHz, boost clock 4.2 GHz , cache memory 16MB ,TDP 65W ।
5600 এর ক্ষেত্রে boost clock আরো 200mhz বেশি। ক্যাশ মেমোরি 32 মেগাবাইট ,একই রকমের পাওয়ার কনসিউম করবে এটি। 5700x এর TDP, Cache ও এগুলোর অনুরূপ।
Ryzen 3 4100 ও 5100 উভয়ক্ষেত্রেই দেখা মিলবে 4টি কোর ও 8টি থ্রেডের। 65 ওয়াট পাওয়ার কনজিউম করবে এই দুটি প্রসেসর ও।অন্যদিকে Ryzen 5 4500,4600 দুটিতে থাকতে পারে 6টি কোর ও 12টি থ্রেড।
সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখে নিতে পারেন নিচের টেবিল টি থেকে।