ইন্টেল মাসদেড়েক আগে 13th Gen এর Locked processor গুলো ও Z790 মাদারবোর্ড লঞ্চ করেছিল। জানুয়ারির শুরুর দিকে ইন্টেল 13th gen desktop processor lineup এর বাকি প্রসেসর গুলোর সাথে B760 Motherboard লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।
জানুয়ারির ৩ তারিখে আসছে i5 13400,13500, i3 13100 এর মত প্রসেসর গুলো?
IThome এর মাধ্যমে শোনা যাচ্ছে যে জানুয়ারির ৩ তারিখে,অর্থাৎ CES 2023 এর ইভেন্টে ইন্টেল তাদের 13th gen desktop lineup এর বাকি প্রসেসর গুলো লঞ্চ করবে। একই সাথে B760 চিপসেটের মাদারবোর্ড গুলোও লঞ্চ হয়ে যাবে। এরকম ও শোনা যাচ্ছে যে CES 2023 এর ইভেন্টে ইন্টেল ডেস্কটপ এর বাকি প্রসেসর গুলোর পাশাপাশি ল্যাপটপ প্রসেসর গুলোও (অর্থাৎ ল্যাপটপ গুলোও) লঞ্চ করবে ইন্টেল।
এক নজরে Intel 13th Gen Desktop Lineup এর Locked Processor গুলোঃ
13th Gen এর ডেস্কটপ লাইনআপের মুলত সবগুলো বাজেট প্রসেসর ও মিডরেঞ্জ-হাই বাজেট এর লকড প্রসেসর গুলো লঞ্চ হবে জানুয়ারিতে। Core i3 13100,13100f, Core i5 13400,13400f, i5 13500,13600 এর মত ৬৫ ওয়াট টিডিপির এই প্রসেসর গুলো সে সময় বাজারে আসবে। এর পাশাপাশি core i7 13700,13700f, core i9 13900,13900f এর মত হাই এন্ড, ফ্লাগশিপ প্রসেসর গুলোও একই সময়ে পাওয়া যাবে।
নিচে এই প্রসেসর গুলোর স্পেসিফিকেশন এর সারসংক্ষেপ দেওয়া হলোঃ
Core i3 10100/10100F:
এবারেও থাকছে মাত্র চারটি কোর ও আটটি থ্রেড। ইন্টেল এর লাইনআপের বাকি প্রসেসর গুলোর কোর থ্রেড সংখ্যা বৃদ্ধি পেলেও একপ্রকার অবহেলা করা হয়েছে আইথ্রি SKU টির প্রতি। বাকি স্পেসিফিকেশনঃ ১২ মেগাবাইট এর লেভেল থ্রি ক্যাশ, ৬৫ ওয়াটের টিডিপি ও 3.4 Ghz এর বেস ক্লক। ব্যবহার করা হয়েছে Alder Lake H0 আর্কিটেকচার। সাদা আছে UHD 770 Graphics।
Core i5 13400/13400F:
i5 13400 অবশ্য প্রথমবারের মত বড় রকমের বুস্ট পাচ্ছে । বেশ অনেক বছর ধরেই ইন্টেলের এই লোয়ার মিডরেঞ্জ,২০০ ডলার প্রাইসের xx400 মডেলে থাকতো ৬টি কোর ও ১২টি থ্রেড। এবার এক লাফে 13400 এর কোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ এ। অর্থাৎ হাইব্রিড আর্কিটেকচারে ৬টি পিকোর চারটি ই কোর এর সাথে থাকবে ১৬টি থ্রেড। 2.5 Ghz base clock ও 4.6 Ghz বুস্ট ক্লকের সাথে ২০ মেগাবাইট করে এলথ্রি ক্যাশ মিলবে এই প্যাকেজে। টিডিপি ৬৫ ওয়াট। ব্যবহার করা হয়েছে Raptor Lake C0,Alder Lake B0 আর্কিটেকচার।
Core i5 13500:
xx500 প্রসেসরগুলোর ক্ষেত্রে সচরাচর দেখা যায় যে 400 প্রসেসর এর সেম স্পেসিফিকেশন ই থাকে, মুলত ক্লক স্পিড এ সামান্য boost করে বাজারে ছাড়া হয়। কিন্ত 13500 এ অবশ্য বেশ কিছু ভিন্নতা রয়েছে স্পেসিফিকেশনে। ২৪ মেগাবাইট ক্যাশ এর পাশাপাশি কোর দেওয়া হয়েছে ১৪টা । এক্ষেত্রে চারটি অতিরিক্ত E কোর যুক্ত করা হয়েছে। সাথে রয়েছে ২৪টি থ্রেড। 13600 এর স্পেসিফিকেশন ও প্রায় একই রকম। (Alder Lake C0 Die)।