Intel 12th Gen এর পারফর্মেন্স গেমিং ও প্রোডাক্টিভিটি কিংবা এডিটিং, সবক্ষেত্রেই দুর্দান্ত হলেও জানা গিয়েছে Windows 11 ও Windows 10 এ বেশ অনেকগুলো AAA টাইটেল সহ প্রায় ৫০ টি গেমে রয়েছে গুরুতর সমস্যা।। DRM Software ইন্টেলের Hybrid architecture এর scheduling ঠিকমত Recognize না করার কারণে এই সমস্ত গেম চালু না হওয়া বা ক্রাশ করা জাতীয় সমস্যা হচ্ছে।সমস্যাটি Windows 11 ও Windows 10 উভয় OS এর ক্ষেত্রেই হচ্ছে। DRM সংক্রান্ত এই সমস্যাটির কথা অফিশিয়ালি স্বীকার করেছে ইন্টেল।জানিয়েছে সমাধান আসবে খুব দ্রুতই।।
প্রায় ৫০টি গেমে DRM ইস্যু স্বীকার করে ইন্টেলের বিবৃতিঃ
ইন্টেল উইন্ডোজ ১১ ও উইন্ডোজ ১০ এ যেসব গেমে 12th gen প্রসেসরে Digital Rights Management বা DRM Software সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে সেগুলোর লিস্ট দিয়েছে।। গেম গুলোর লিস্ট নিচে দেওয়া হলো, এর মধ্যে bold ফন্টে লেখা গেমগুলোর জন্য নভেম্বরের মাঝামাঝিতেই উইন্ডোজ আপডেট এর মাধ্যমে ফিক্স চলে আসবে ও তার মাধ্যমে উক্ত গেমগুলোতে সমস্যা সমাধান হয়ে যাওয়ার কথা। বাকি গেম গুলোর ক্ষেত্রে ইন্টেল বলেছে যে তারা ডেভেলপারস দের সাথে কাজ করছে এই সমস্যা সমাধানে।
সমস্যা কি? কেন হচ্ছে? বিস্তারিতঃ
Digital Rights Management বা DRM সফটওয়্যার কেন 12th Gen প্রসেসরে গেম ক্রাশ করতে পারে তার জন্য একটি থ্রেড বা আর্টিকেল ও দিয়েছে ইন্টেল।
ইন্টেলের মতে “কিছু রাইট ম্যানেজমেন্ট সফটওয়্যার বা DRM সফটওয়্যার ইন্টেলের সদ্য লঞ্চ হওয়া হাইব্রিড আর্কিটেকচারের Efficient Cores বা E-cores কে সঠিকভাবে recognize করতে ব্যর্থ হতে পারে, সেক্ষেত্রে E-cores গুলোকে আলাদা একটি সিস্টেম হিসেবেই detect করে সফটওয়্যারটি,ফলস্বরুপ গেমটি চালু হতে ব্যর্থ হতে পারে, চালু হওয়ার পর যেকোনো সময় যেকোনো জায়গায় বন্ধ হয়ে যেতে পারে/ক্রাশ করতে পারে”
সমাধানঃ
স্ব-স্ব DRM Software এর সফটওয়্যার ফিক্স ইতিমধ্যেই রোল আউট হচ্ছে।। ইন্টেল ও বিষয়টি নিয়ে কাজ করছে।।
Temporary workaround:
তবে ফিক্স/প্যাচ/আপডেট রোলআউট হওয়ার আগে আপাতত একটি workaround পাওয়া গিয়েছে বলে উল্লেখ করেছে ইন্টেল।
ইন্টেলের মতে “In addition, a workaround has been found to allow for games to launch and be played. The reference implementation for a Legacy Game Compatibility Mode will allow a user to dynamically place E-cores on standby when playing games.”
অর্থাৎ বায়োস থেকে Legacy Game Compatibility Mode নামের একটি মোড চালু করে নিলে E-cores সংক্রান্ত সমস্যাটি সমাধান হয়ে যাবে।।এই সমাধানটি উইন্ডোজ ১০ এর জন্য বলে ইন্টেল উল্লেখ করেছে। তাদের মতে “you can use the scroll lock workaround or update to windows 11 while we fix the problems”
এর জন্য প্রথমে-
১- পিসি চালু করে বায়োসে প্রবেশ করুন।
২- switch Legacy Game Compatibility Mode অপশনটি খুজে বের করে ON বা Enable করে দিন।
৩- সেভ করুন। পিসি চালু করুন।
৪- স্ক্রল লক Toggle টি চালু করুন। (Scroll Lock button)
৫- যে গেমটিতে সমস্যা হচ্ছে সেই গেম চালু করুন।
৬- গেম খেলা শেষে আবার scroll lock toggle টি বন্ধ করে দিন।
তবে হাস্যকর ব্যাপার হচ্ছে PCMAG/PCGamers সহ বেশ কিছু মিডিয়া এই সমাধানটি প্রয়োগ করতে গিয়ে বায়োস এ এই ধরনের কোনো অপশনই খুজে পায়নি ও মাদারবোর্ড ভেন্ডরদের সাথে যোগাযোগ করার পর তাদেরকে বলা হচ্ছে “we are working on this “। অর্থাৎ এই অপশনটির জন্য বায়োস আপডেট আসবে ও তার পরেই কেবল এটি প্রয়োগ করা যাবে।
আক্রান্ত গেম এর লিস্টঃ
Incompatible games (Windows 11)
*বোল্ড করা গেম গুলোর জন্য খুব দ্রুত ফিক্স আসবে*
- Anthem
- Bravely Default 2
- Fishing Sim World
- Football Manager 2019
- Football Manager Touch 2019
- Football Manager 2020
- Football Manager Touch 2020
- Legend of Mana
- Mortal Kombat 11
- Tony Hawks Pro Skater 1 and 2
- Warhammer I
- Assassin’s Creed: Valhalla
- Far Cry Primal
- Fernbus Simulator
- For Honor
- Lost in Random
- Madden 22
- Maneater
- Need for Speed – Hot Pursuit Remastered
- Sea of Solitude
- Star Wars Jedi Fallen Order
- Tourist Bus Simulator
Incompatible games (Windows 10)
- All of the above, plus:
- Ace Combat 7
- Assassins Creed Odyssey
- Assassins Creed Origins
- Code Vein
- eFootball 2021
- F1 2019
- Far Cry New Dawn
- FIFA 19
- FIFA 20
- Football Manager 2021
- Football Manager Touch 2021
- Ghost Recon Breakpoint
- Ghost Recon Wildlands
- Immortals Fenyx Rising
- Just Cause 4
- Life is Strange 2
- Madden 21
- Monopoly Plus
- Need For Speed Heat
- Scott Pilgrim vs The World
- Shadow of the Tomb Raider
- Shinobi Striker
- Soulcalibur VI
- Starlink
- Team Sonic Racing
- Total War Saga – Three Kingdoms
- Train Sim World
- Train Sim World 2
- Wolfenstein Youngblood