Search

Core i5 12400: পাওয়া যাচ্ছে দেশের বাজারে

গতপরশু CES এর ইভেন্টের Keynote এ ইন্টেল লঞ্চ করেছে 12th Gen প্রসেসর লাইনআপ এর অবশিষ্ট Locked প্রসেসরগুলো। Core i9 থেকে শুরু করে core i3 ও Celeron ফ্যামিলির প্রসেসর রয়েছে এই তালিকায়।তবে দেশের পিসি বিল্ডারদের কাছে সবথেকে আগ্রহের কেন্দ্রে ছিল Core i5 12400 ও 12400f প্রসেসরটি।  ইতিমধ্যেই i5 12400 ২০০০০ টাকায় পাওয়া যাচ্ছে দেশের বাজারে।

লঞ্চ করা হয়েছে নতুন ৩টি মডেলের কুলার ও ৩টি মাদারবোর্ড চিপসেট ও।  একই সাথে এনাউন্সড হয়েছে  ল্যাপটপ এর জন্য U,H ও P লাইনআপ।

i5 12400/f,12500,12600:

কোর আই ফাইভ লাইনআপে লঞ্চ হয়েছে ৩টি প্রসেসর (মোট চারটি ভ্যারিয়েন্ট)।সেগুলো হলো Core i5 12400 (and f), i5 12500 and 12600। ৩টি প্রসেসরের একটিতেও নেই হাইব্রিড আর্কিটেকচারের ইমপ্লিমেন্টেশন। প্রত্যেকটিতেই দেখা মিলবে ৬টি p cores এর পাশাপাশি ১২টি থ্রেডের। প্রত্যেকটিতেই রয়েছে ১৮ মেগাবাইট এর লেভেল থ্রি ক্যাশ।

প্রসেসরগুলোর বেস ক্লক 2.5-3.3 Ghz ও বুস্ট ক্লক 4.4-4.8 Ghz পর্যন্ত। Core i5 12400 এ দেওয়া হয়েছে UHD 730,যেখানে বাকি দুটি প্রসেসরে দেখা মিলবে UHD 770 iGPU এর। ৩টি প্রসেসরেরই বেস পাওয়ার ড্র ৬৫ ওয়াট ও ম্যাক্সিমাম পাওয়ার ড্র ১১৭ ওয়াট।

i5 12400f এর দাম ১৬৭ ডলার নির্ধারিত হয়েছে যেখানে GPU ওয়ালা ভ্যারিয়েন্টটির জন্য খরচ করতে হবে ১৯২ ডলার। বাকি দুটি প্রসেসরের মুল্য যথাক্রমে ২০২ ও ২২৩ ডলার। বাইনারি লজিকে core i5 12400 প্রসেসরটি পাওয়া যাচ্ছে ২০৫০০ টাকায়।

***এছাড়াও লঞ্চ হয়েছে Locked Core i7 12700/f ও Core i9 12900/f এর চারটি প্রসেসর,প্রত্যেকটিই ফিচার করছে হাইব্রিড আর্কিটেকচার, অর্থাৎ P+E Core Configuration এর দেখা মিলবে এই প্রসেসরগুলোতে। সর্বোচ্চ ৫.১ গিগাহার্জ টার্বো বুস্ট অফার করা এই প্রসেসরগুলোতে ২৪-৩০ মেগাবাইট L3 Cache ও ২৪টি পর্যন্ত থ্রেড রয়েছে***

দুইটি Core i3, ৩টি Core i5 এর পাশাপাশি লঞ্চ হয়েছে একটি করে core i7 ও core i9 প্রসেসরঃ

Core i3 12100/f and 12300

ইন্টেলের গতকালের লঞ্চ করা লাইনআপে 4 cores 8 thread এর দুটি Core i3 প্রসেসর লঞ্চ হয়েছে। Core i3 12100 এর সাথে আরেকটি মডেল হচ্ছে i3 12300. দুটি প্রসেসরের কোর থ্রেড এর পাশাপাশি L3 Cache এর পরিমাণ ও সমান (১২ মেগাবাইট)। পার্থক্য রয়েছে বেস ক্লক ও বুস্ট ক্লক স্পিডে। ২০২২ সালে এসে আমরা একটি Core i3 লকড প্রসেসর থেকেই 3.3-4.4 Ghz পর্যন্ত ক্লক স্পিড পাচ্ছি যেটি আসলেই অসাধারণ একটি ব্যাপার। যদিও থাকছে না কোনো হাইব্রিড আর্কিটেকচারের উপস্থিতি, চারটি কোরই হবে p-core।

দুটি প্রসেসরেই দেওয়া হয়েছে Intel UHD Graphics 730। দুটি প্রসেসরের মধ্যে core i3 12100 এর রয়েছে iGPU বিহীন ভ্যারিয়েন্ট। প্রসেসর দুটির দাম ১২২ ও ১৪৩ ডলার (F variant এর ক্ষেত্রে ৯৭ ডলার)।পাওয়ার ড্র এর কথা বলতে গেলে উভয় প্রসেসরেরই বেস পাওয়ার ৬০ ওয়াট ও বুস্ট পাওয়ার ৮৯ ওয়াট।

প্রত্যেকটি প্রসেসরই DDR4 এর পাশাপাশি DDR5 র‍্যাম সাপোর্ট করে। DDR4 এর ক্ষেত্রে ৩২০০ মেগাহার্জ ও DDR5 এর ক্ষেত্রে 4800 মেগাহার্জ পর্যন্ত স্পিডের র‍্যাম লাগানো যাবে।

এছাড়াও ইন্টেল এনাউন্স করেছে এন্ট্রি লেভেল ও মিড-হাই বাজেটের ৩টি Chipset SKU (H610,H670 ও B660)

একই ইভেন্টে লঞ্চ হয়েছে মিড বাজেট,এন্ট্রি লেভেলের পিসি বিল্ডিং এর জন্য অবশিষ্ট ৩টি চিপসেট । শোনা গিয়েছিল যে H670 লঞ্চ হবে না, সেই ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে কেননা H610,B660 এর সাথে ইন্টেল লঞ্চ করেছে H670 চিপসেট ও। H610 বাদে বাকি দুটি চিপসেটই মেমোরি ওভারক্লকিং সাপোর্ট করে, B660 6 lanes ও H670 ১২ Lanes PCIe 4 সাপোর্ট করে। PCIe 3 এর ক্ষেত্রে 660,610 8 Lanes ও 670,690 যথাক্রমে 12 ও 16 lanes সাপোর্ট করে। প্রত্যেকটি চিপসেট থেকেই WIFI6 এর সুবিধা উপভোগ করা যাবে। এন্ট্রি লেভেলের চিপসেটটি বাদে বাকি দুটি USB 3.2 Gen 2×2 USB সাপোর্টেড।

একই সাথে introduced হয়েছে নতুন ৩টি মডেলের কুলারঃ

আগে একাধিকবার লিক হওয়া ৩টি নতুন মডেলের কুলার কাল অফিশিয়ালি প্রেজেন্ট করেছে Intel। ৩টি মডেলের মধ্যে সবথেকে হায়ার ভ্যারিয়েন্ট অর্থাৎ Laminar RH1 কুলারটি Core i9 Exclusive বা ফ্লাগশিপ এক্সক্লুসিভ কুলার। Laminar RS1 মডেলটি সেলেরন ও পেন্টিয়াম প্রসেসরের জন্য। বাকি প্রসেসরগুলোর সাথে পাওয়া যাবে Laminar RM1 কুলারটি। প্রত্যেকটিরই রয়েছে ৩ বছরের ওয়ারেন্টি।

এক নজরে ইন্টেলের 12th Gen Mobile Processor Lineup:

P,U,H ৩টি সিরিজের মোট ২৮ টি ল্যাপটপ প্রসেসর লঞ্চ করেছে ইন্টেল। এর মধ্যে celeron ,pentium থেকে শুরু করে রয়েছে core i9 ও। একদমই low power consuming thin and light ল্যাপটপ গুলোর জন্য টার্গেট করে বানানো U সিরিজের প্রসেসরগুলোর সবগুলোই এবার হাইব্রিড আর্কিটেকচার সাপোর্টেড। সর্বনিম্ন ৫টি কোর থেকে শুরু করে সর্বোচ্চ ১০টি কোরের দেখা মিলবে এই প্রসেসরগুলোতে। সাথে থাকবে সর্বোচ্চ ১২টি থ্রেড। 12×0,12×5 নেমিং স্কিমের সাথে প্রতিটি SKU এর ২টি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে যার একটির পাওয়ার ড্র ৯-২৯ ওয়াট ও অপরটির ক্ষেত্রে তা ১৫-৫৫ ওয়াট। রয়েছে ১২ মেগাবাইট পর্যন্ত L3 Cache.

মডার্ন থিন এন্ড লাইট কিন্ত পারফর্মেন্স ফোকাসড লাইনআপ হিসেবে লঞ্চ হয়েছে P series। মোট ৬টি প্রসেসর রয়েছে এই সিরিজে, এই সিরিজের প্রধান বিশেষত্ব হলো হায়ার ক্লক স্পিড ও higher core threads count. বলা বাহুল্য আই থ্রি প্রসেসরেও দেওয়া হয়েছে ১০টি কোর। ২৮-৬৪ ওয়াট পাওয়ার ড্র করবে এই প্রসেসরগুলো, ২৪ মেগাবাইট পর্যন্ত L3 Cache এর সাথে রয়েছে সর্বোচ্চ ১৪টি কোর ও ২০টি থ্রেড।

H series:

ল্যাপটপ প্রসেসর সেগমেন্টে ইন্টেলের প্রধান আকর্ষণ ছিল H series এর প্রসেসরগুলো। Maximum performance এর জন্য তৈরী করা এই লাইনআপে কোর আই ফাইভ, আই সেভেন ও আই নাইন মিলিয়ে প্রসেসর রয়েছে মোট ৮টি। কোর আই ফাইভ ফ্যামিলিতে ৮-১২টি পর্যন্ত কোর দেওয়া হয়েছে ও ১২-১৬টি থ্রেড দেওয়া হয়েছে। Core i7 এর ক্ষেত্রে সর্বোচ্চ ১৪টি কোর ও ২০টি থ্রেডের দেখা মিলবে, আই নাইনের ক্ষেত্রে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে ১৪ ও ২০ এ। সর্বোচ্চ পারফর্মেন্স নিশ্চিত করতে এই প্রসেসরগুলো ৪৫ থেকে ১১৫ ওয়াট পর্যন্ত পাওয়ার ড্র করবে।

H Series এর হাইলাইটিং ফিচারস ও পারফর্মেন্সঃ

বিস্তারিতঃ Intel

 

CES এর আরো উল্লেখযোগ্য কিছু নিউজ এর লিংক নিচে দেওয়া হলোঃ

এনভিডিয়া লঞ্চ করলো RTX 3050

২০০ ডলারে লঞ্চ হলো Radeon RX 6500 XT

 

Share This Article

Search