[Updated] এক নজরে 12Th Gen:সম্ভাব্য স্পেকস,দাম,বেঞ্চমার্ক

সময় যত এগিয়ে আসছে,ইন্টেলের 12th gen প্রসেসর লাইনআপ সম্পর্কে দিনকে দিন নিত্যনতুন খবর বের হয়ে আসছে। গত দুই মাসে এই লাইনআপের আর্কিটেকচার,প্রসেসর গুলোর সম্ভাব্য স্পেসিফিকেশন থেকে শুরু করে দাম, রিলিজ ডেট  ও বেঞ্চমার্ক। লিক হয়েছে সবকিছুই। আজকের আর্টিকেলে তাই এই সব লিক ও Rumor এর উপর ভিত্তি করে আমরা তুলে ধরবো 12th gen প্রসেসর এর আদ্যপান্ত। উল্লেখযোগ্য সবগুলো লিক,Rumors গুলোকে একসাথে তুলে ধরাই আজকের আর্টিকেলের উদ্দেশ্য।

আর্কিটেকচার ও স্পেসিফিকেশনঃ

প্রথমেই এখন পর্যন্ত দ্বাদশ জেনারেশনের আর্কিটেকচার সম্পর্কে যা যা জানা গিয়েছে সেগুলো এক নজর দেখে নেওয়া যাক। ইন্টেলের প্রতিটি জেনারেশনেরই একটি নির্দিষ্ট কোডনেম থাকে,12th gen এও তার কোনো ব্যতিক্রম ঘটছে না। এবারের 12TH Gen লাইনআপ এর কোডনেম দেওয়া হয়েছে “Alder Lake”। এর আগে 11th gen এর কোডনেম ছিল Tiger Lake ও 10th gen এর কোডনেম ছিল Comet Lake।

যাই হোক, এবারের 12th gen প্রসেসরগুলো ইন্টেলের 10nm আর্কিটেকচারে ফ্যাব্রিকেট করা যার নাম আগে ছিল 10nm Enhanced SuperFin,যা পরবর্তীতে বদলিয়ে Intel 7 নাম দেওয়া হয়েছে।

এটা এক প্রকার নিশ্চিতই ছিল যে 11Th Gen এর মাধ্যমেই ইন্টেল 14nm এর যুগ থেকে সম্পূর্ণভাবে বের হয়ে এসেছে ও upcoming সবগুলো জেনারেশনই 10nm/7nm node এ তৈরি হবে।

Core architecture এবার কিছুটা ভিন্ন 12th gen এ। এখানে দুটি ভিন্ন আর্কিটেকচার ও স্পেকস এর cores থাকবে প্রসেসরগুলোতে। এক ধরনের কোর হাই ক্লক স্পিড ও হাই পারফরম্যান্স এর জন্য থাকবে যেগুলোকে P-cores বা Big Cores বলা হচ্ছে।। এই High performance কোর গুলো Golden Cove আর্কিটেকচারের।

অপরদিকে অপেক্ষাকৃত দুর্বল বা পাওয়ার সেভিং/low clocked  কোর থাকবে কিছু, যেগুলোর পারফরম্যান্স ও ক্লক স্পিড P cores থেকে কম হবে। এগুলোকে বলা হচ্ছে E-cores বা এফিশিয়েন্সি কোর বা Small cores. এই E-cores গুলো Gracement আর্কিটেকচারে প্রস্তুতকৃত।

সকেট ও ফিচার:

সকেট হিসেবে এবার থাকছে LGA 1700 । আগের দুটি জেনারেশনে সকেট হিসেবে LGA 1200 থাকলেও এবার সকেট কম্প্যাটিবিলিটিতে এসেছে পরিবর্তন।

বিশেষ আকর্ষণ হিসেবে সাপোর্ট থাকছে DDR5 মেমোরির।সেক্ষেত্রে DDR5 RAM সাপোর্টেড প্রথম প্লাটফর্ম হতে যাচ্ছে Intel Alder Lake lineup। অর্থাৎ প্রসেসর এর পারফরম্যান্স এর সাথে সাথে মেমোরির দিক দিয়েও 12th gen সিস্টেমে একটা বড়সড় পারফরম্যান্স বুস্ট পাওয়া যাবে DDR5 মেমোরির জন্য।।

সাথে আরো বলে রাখা ভালো, 12th gen এ সাপোর্ট থাকবে PCIe 5 এর ও ।

প্রসেসর ভিত্তিক স্পেসিফিকেশন:

যথারীতি এবারের লাইনআপটিও ভাগ করা হবে Core i3 থেকে শুরু করে core i9 পর্যন্ত চারটি ভাগে। locked প্রসেসর এর পাশাপাশি থাকবে আনলকড ভ্যারিয়েন্ট।iGPU যুক্ত ও iGPU ছাড়া মডেলগুলো ও থাকবে এভেইলেবল। লোয়ার বাজেট লকড প্রসেসরগুলোর ব্যাপারে সেরকম তথ্য না পাওয়া গেলেও 12600k থেকে শুরু করে 12900k পর্যন্ত এক্সপেন্সিভ মডেলগুলোর সম্পর্কে তথ্য লিক হয়েছে প্রচুর।।। নিচের টেবিলটিতে এক নজর চোখ বুলিয়ে নিতে পারেন সমগ্র 12Th gen লাইনআপ এর স্পেকস সম্পর্কে জানতে।।

লিক অনুসারে 12400,12600 এর মত লকড প্রসেসরগুলোতে থাকবে না হাইব্রিড আর্কিটেকচার।। অর্থাৎ শুধু P-core ই থাকবে।। Core thread count থাকবে 6টি ও 12টি যথাক্রমে।18 মেগাবাইট করে L3 Cache থাকবে দুটিতেই। Power Limit 1 দুটি প্রসেসরের থাকবে 65 ওয়াট করে ও PL2 এর ক্ষেত্রে তা হবে 200 ওয়াটের আশেপাশে।

তবে 12600k এর cores,threads সংখ্যা বাড়ানো হয়েছে আগের জেনারেশন থেকে।হাইব্রিড আর্কিটেকচারের এই প্রসেসরটিতে থাকবে 10 cores 16 threads । 20 মেগাবাইট ক্যাশ এর সাথে থাকবে p-cores  সর্বোচ্চ 4.9GHz বুস্ট ক্লক। পাওয়ার লিমিট যথাক্রমে 125 ও 228 ওয়াট ।

12700,12700k তে কোর, থ্রেড থাকবে 12/20টি। max p core boost 5.0ghz। ক্যাশ থাকবে 25 মেগাবাইট।

I9 এর 2টি প্রসেসরে থাকবে 16/24 কোর থ্রেড কনফিগারেশন ও 30 মেগাবাইট ক্যাশ।

লিক হয়েছে T সিরিজ বা Lower TDP লাইনআপ এর স্পেকস ওঃ

T সিরিজ হচ্ছে ইন্টেলের লো পাওয়ার কনজিওমিং প্রসেসর যেগুলোর TDP কম হয়ে থাকে ও স্পেকস ও কিছুটা লোয়ার হয়ে থাকে। Mainstream 12th gen এর পাশাপাশি এবার লিক হয়েছে এই T লাইনআপ এর স্পেসিফিকেশন ও।

লিস্টে রয়েছে একটি core i9, একটি core i7,তিনটি core i5 ও দুইটি core i3 প্রসেসর।

12900T এ রয়েছে 8টি করে বিগ ও স্মল কোর,24টি থ্রেড ,30 মেগাবাইট ক্যাশ 4.9Ghz পর্যন্ত ক্লক স্পিড।

12700T এ কোর-থ্রেড সংখ্যা 12900T এর থেকে চার কম, ক্যাশ মেমোরি ও কমিয়ে দেওয়া হয়েছে 5 মেগাবাইট। ক্লক স্পিড 200 মেগাহার্জ কম।

বাকি প্রসেসর গুলোতে হাইব্রিড আর্কিটেকচার ব্যবহত হয়নি।তিনটি আই ফাইভ প্রসেসরেই রয়েছে 6টি কোর12টি থ্রেড ও 18 মেগাবাইট ক্যাশ।

আইথ্রি তে ক্যাশ 12 মেগাবাইট ও কোর সংখ্যা 4টি।

i9-12900T 16 (8+8) 24T 30MB L3 up to 4.9GHz UHD Graphics 770

i7-12700T 12 (8+4) 20T 25MB L3 up to 4.7GHz UHD Graphics 770

i5-12600T 6 (6+0) 12T 18MB L3 up to 4.6GHz UHD Graphics 770

i5-12500T 6 (6+0) 12T 18MB L3 up to 4.4GHz UHD Graphics 770

i5-12400T 6 (6+0) 12T 18MB L3 up to 4.2GHz UHD Graphics 730

i3-12300T 4 (4+0) 8T 12MB L3 up to 4.2GHz UHD Graphics 730

i3-12100T 4 (4+0) 8T 12MB L3 up to 4.1GHz UHD Graphics 730

দাম:

12Th gen price সম্পর্কে দুটি খবর লিক হয়েছে।প্রথমটি থেকে ইউরোপীয় দেশগুলোতে ভ্যাট সহ ও ভ্যাট ছাড়া কত দাম হতে পারে তার একটা ধারণা পাওয়া যাচ্ছিল। সেটির সারসংক্ষেপ মোটামুটি এরকমঃ

12900k এর দাম ভ্যাট ছাড়া ৫৪০-৬০৮ ইউরোর মধ্যে থাকবে। ভ্যাট সহ সেই দাম গিয়ে দাঁড়াবে ৭৩৬ ইউরো পর্যন্ত। 12700k এর দাম উক্ত লিস্টে লিস্টেড রয়েছে ৫০৭ ইউরো ভ্যাট সহ। অন্যদিকে 12600k এর দাম লেখা রয়েছে ভ্যাট সহ ৪৭৬ ইউরো।

Leak 2:

আরেকটি রিসেন্ট লিকেও বের হয়ে এসেছে 12th gen এর দাম। তবে US ডলারে প্রকাশিত এই তালিকায় আগের লিকের তুলনায় দাম অনেকটাই কম দেখা যাচ্ছে। এই লিক অনুসারে 12400 এর দাম হবে ২০০ডলার। 12600 এর দাম ২৫০ ডলার ও 12600k এর দাম ২৮০ ডলার।

Core i7 12700 এর দাম হতে পারে ৩৬০ ডলার ও আনলকড ভার্সনটির দাম হতে পারে ৪৩০ ডলার।এবং সবথেকে হায়ার দুটি ভ্যারিয়েন্ট এর দাম এই লিক অনুসারে হতে যাচ্ছে ৬১০  ও ৬০০ ডলার যথাক্রমে।

 

 

leak 3:

ইউরোপিয়ান রিটেইলার এর একটি স্ক্রিনশট ও পরবর্তীতে লিক হয় সেখানে boxed ও tray প্রসেসর এর প্রাইসলিস্ট দেখা যাচ্ছে।

বেঞ্চমার্কঃ

12th gen এর বেশ কিছু বেঞ্চমার্ক লিক হয়েছে গত কয়েক মাসে। GeekBench এও লিস্টেড হয়ে গিয়েছে 12900k,12700 এর স্কোর। 12900k কে সিঙ্গেল কোরে ১৮৩৪ ও মাল্টিকোরে ১৭৩৭০ স্কোর করতে দেখা গিয়েছে।

12700k এর বেশ কয়েকটা স্কোরের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সিঙ্গেল কোরে ১৭৬৩ ও মাল্টিকোরে ১১৮৯৫।

লিক হয়েছে PugetBench এর রেজাল্ট ও।

সিনেবেঞ্চ ও অন্যন্যঃ

leak by sakhtafzarmag (PC Mark,Blender,CPU Encoding,Cinebench Singlecore and multicore) (September 10)

sakhtafzarmag এর লিকে বেশ কিছু এপ্লিকেশনের বেঞ্চমার্ক কম্প্যারিজন বের হয়ে আসে। PC Mark,Blender,Cinebench সহ সবগুলো টেস্টে 12900KF. ও 12600KF কে বেশ ভালো পারফর্ম করতে দেখা গিয়েছে এখানে।

Listed on Ashes of the singularity site (20th September)

ইতিমধ্যেই Ashes of the singularity সাইটেও লিস্টেড হয়ে গিয়েছে Core i9 12900k ও 12900KF।স্কোরিং এর লিস্টে 12900K সকল CPU থেকেই এগিয়ে রয়েছে। 12900K Ryzen 9 5950X এর 10100 ও Ryzen 5 3600 এর 7200 এর বিপরীতে 14000 স্কোর করেছে। 12900k এর FPS 142, যেখানে 5950X ও 3600 এর FPS যথাক্রমে 103 ও 73। স্পেসিফিকেশন থেকে আরেকটি জিনিস দেখা যাচ্ছে তা হলো 12900K এর F ভার্সন অর্থাৎ 12900KF এর কোর থ্রেড সংখ্যা 12900k থেকে কিছুটা কম।

Cinebench এ মাল্টিকোরে ৩০ হাজার স্কোর (২২ সেপ্টেম্বর)

REHWK এর লিক করা সিনেবেঞ্চ এর স্ক্রিনশটে Core i9 12900k প্রসেসরটিকে মাল্টিকোরে বিশাল স্কোর করতে দেখা যায়। মাল্টিকোরের ৩০ হাজার স্কোরের বিশাল ব্যারিয়ার অতিক্রম করতে দেখা যায় এই লিকে। Cinebench R23 তে প্রসেসরটি এখানে 30549 পয়েন্ট তুলেছে এরকম একটি স্ক্রিনশট এই লিকে সংযুক্ত ছিল, সাথে CPU-Z App এ প্রসেসর,মাদারবোর্ড,র‍্যাম এর স্পেসিফিকেশন এর স্ক্রিনশট ও দেওয়া ছিল এখানে।

Sisoft Sandra বেঞ্চমার্ক সাইটে লিস্টেড ও Cinebench 23 Single core স্কোর লিকড(২৪ সেপ্টেম্বর)

সিসফট এর ওয়েবসাইটেও লিস্টেড হতে দেখা গিয়েছে core i9 12900k প্রসেসরটিকে। এখানে এই প্রসেসরটিতে ১৬টি কোর রয়েছে বলা হচ্ছে (৮+৮)।একই সাথে লিক হয় Cinebench R23 এর Single core ।সেখানে 12900k প্রসেসরটি ২০০০+ স্কোর করেছে দাবী করা হয়।

সিসফট প্রকাশ করেছে ডিটেইলড বেঞ্চমার্ক(সেপ্টেম্বর ২৫)

সিসফট এর ডেভেলপার প্রকাশ করে 12th gen এর বেশ কিছু বেঞ্চমার্ক।

CPU-Z বেঞ্চমার্ক লিকডঃ 5950x থেকে ২৭% বেশি ফাস্ট?( ২৬ সেপ্টেম্বর)

বিলিবিলির দেওয়া স্ক্রিনশটে 12900k প্রসেসরটিকে সিঙ্গেল কোরে ৮২৫ স্কোর করতে দেখা যায়। এখানে সরাসরি নাম উল্লেখ না থাকলেও ২৪টি থ্রেড এর লেখা থাকায় বোঝা যাচ্ছে এটি 12900k।

 

নতুন কুলার?

Intel Laminar RH1, RM1, and RS1 coolers নামের ৩টি কুলার ডিজাইন লিক হয়েছে কিছুদিন আগে। এ থেকে ইঙ্গিত পাওয়া যায় ইন্টেল তাদের কুলার ডিজাইনেও নিয়ে আসবে পরিবর্তন।।তবে লিক হওয়া মডেলগুলো ফাইনাল মডেল নাও হতে পারে,সেগুলোর ডিজাইনে আনা হতে পারে আরো পরিবর্তন।

লঞ্চ ডেটঃ

এখন পর্যন্ত যতদুর জানা গিয়েছে নভেম্বরের ১৯ তারিখ লঞ্চ হবে 12TH GEN প্রসেসর লাইনআপ।তবে এই লিক সত্য না হলে আরেকটি সম্ভাবনা রয়েছে যে, অক্টোবরের ২৭ তারিখ ইন্টেল ইনোভেশন ইভেন্টে লঞ্চ/এনাউন্সমেন্ট হবে 12TH Gen.

এদিকে MSI এর LGA1700 upgrade kit promo এর তথ্য অনুসারে জানা যাচ্ছে 12 Th Gen lineup লঞ্চ হবে নভেম্বরের চার তারিখ।

MSI এর LGA1700 upgrade kit promo এভেলেবল হওয়ার কথা ৪ই নভেম্বর। VIDEOCARDZ তাদের সোর্সের সাথে এই ব্যাপারে কথা বলে নিশ্চিত হয় যে নভেম্বরের চার তারিখেই লঞ্চ হবে Intel 12th Gen। এই তারিখটি Sales and review embargo হিসেবে চিহ্নিত হয়েছে।

 

Share This Article

Search