Search

12th Gen:আসছে আগামীকাল?

শেষ কয়েক সপ্তাহের সবথেকে strong কিছু leaks ও Rumors অনুসারে আগামীকাল এনাউন্সনমেন্ট হবে Intel 12th Gen Desktop Processor লাইনআপ এর ।এই সম্ভাবনাকে সত্য ধরে নিয়ে চলুন দেখে নেওয়া যাক সাম্প্রতিক কিছু Leaks,শেষ মুহুর্তের কিছু খবরাখবর ও ওভারল লাইনআপের সম্ভাব্য স্পেসিফিকেশন, মার্কেট এভেলেবিলিটির তারিখ ইত্যাদি।

12th gen সম্পর্কিত আগের মেগাথ্রেড এ আপনি পুর্বের প্রায় সব নিউজই পেয়ে যাবেন একসাথে। লিংকঃ একনজরে ইন্টেল 12th Gen,সম্ভাব্য দাম, স্পেকস,বেঞ্চমার্কস

২৭ তারিখ Announcement, Preorder ও News Embargo

ইন্টেলের লিক হওয়া ডকুমেন্ট থেকে জানা গিয়েছে Intel 12Th Gen এর বিভিন্ন ডেট। এই লিক অনুসারে ২৭ তারিখে Preorder নেওয়া শুরু হবে,advertisement Embargo ও এদিনই Lifted হবে , অর্থাৎ বলতে গেলে আগামীকালকে এনাউন্সমেন্ট হতে পারে 12th Gen এর।

October 27th at 9:00 AM Pacific Time: Announcement, Preorders, Advertisement

আর আরেকটি ডেট হচ্ছে ৪ই নভেম্বর যেদিন থেকে Sales and reviews embargo উঠে যাবে অর্থাৎ চার তারিখ থেকেই আর্টিকেল ও ভিডিও গুলো পাবলিশড হবে যেগুলো ইন্টেলের পক্ষ থেকে রিভিউ ইউনিট পাঠানো হয়েছিল ইউটিউবার ও টেক ব্লগার দের কাছে।

একই দিন থেকে বিশ্বব্যাপী রিটেল,অনলাইন শপ গুলোতে Intel 12 th Gen এর প্রসেসরগুলো জনসাধারণ এর কেনার জন্য এভেইলেবল হবে।

তবে এখানে একটু কিন্ত রয়েছে। চার তারিখে সবগুলো প্রসেসর লঞ্চ হবে না, বরং i9,i7 ও i5 এর আনলক প্রসেসরগুলোই শুধুমাত্র লঞ্চ হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ Core i9 12900k,12900kf, i7 12700k, 12700kf, 12600k and 12600kf এই ৬টি প্রসেসরই লঞ্চ হবে সেদিন। সাথে লঞ্চ করা হবে Z690 Motherboards.

তবে এবছর ইন্টেল H670, B660, and H610 বোর্ড, 65W non k processors ও 35W T series লঞ্চ করবে কি না এ সম্পর্কে কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি।

দাম ও স্পেসিফিকেশনঃ

দাম নিয়ে বেশ অনেকগুলো লিকই বের হয়েছে অনেকবার।সেগুলো আমরা আমাদের আগের 12th gen thread এ কভার করেছিলাম। তবে এখানে সম্প্রতি লিক হওয়া 12900k এর দামটিই শুধু বলে দি। Microcenter এর একটি রিসেন্ট লিস্টিং অনুসারে Core i9 12900k এর দাম ৬৭০ ডলার। একই স্থানে 12700k এর দাম ও লিস্টেড হয়েছে ৪৭০ ডলারে।

সাথে মোটামুটি নিশ্চিত স্পেসিফিকেশন ও নিচে দিয়ে দিচ্ছি।

ইতিমধ্যেই এক ক্রেতা 12900k এর বক্স,প্যাকেজিং লিক করেছেনঃ

একজন reddit user লঞ্চের আগেই একটি i9 12900k কিনতে সক্ষম হয়েছেন ও তিনি রেডিটে শেয়ার করেছেন 12900K এর প্যাকেজিং,বক্স ,ভেতরের ছবি। এবারের বক্সটিও বেশ গর্জিয়াস করে তৈরী করা হয়েছে। বিশেষ করে প্রসেসরটি তার নিজস্ব ট্রের পাশাপাশি বক্সে যেখানে বসানো হবে সেই জায়গাটিতে একটি replica silicon wafer দেওয়া হয়েছে যেটির গায়ে ইন্টেল নাম খোদাই করা। তিনি প্রসেসরটি ৬১০ ডলার দিয়ে কিনেছেন বলে জানা যায়।

লিক অনুসারে 12400 প্রসেসরটিও হতে যাচ্ছে অত্যন্ত শক্তিশালী

Bilibili’r লিক এর মাধ্যমে Core i5 12400 এর পারফর্মেন্স সম্পর্কে কিছুটা ধারণা লাভ করা গিয়েছে। এই লিক যদি real হয়ে থাকে সেক্ষেত্রে অসাধারণ ,অত্যন্ত শক্তিশালী একটি বাজেট  প্রসেসর হতে যাচ্ছে এই 12400.

চার্ট অনুসারে Cinebench Single Core এ প্রসেসরটির স্কোর ৬৫৯ ও multicores এ ৪৭৮৪। এই স্কোর এর মাধ্যমে প্রসেসরটি অন্তত Cinebench এ Ryzen 5 5600x কে পেছনে ফেলেছে মাল্টিকোর ও সিঙ্গেল কোর উভয়ক্ষেত্রে। এবং সিঙ্গেল কোরেও অন্যন্য ফ্লাগশিপ প্রসেসর যেমন Ryzen 9 5950x,5900x,10900k এর মত প্রসেসরকে পেছনে ফেলেছে i5 12400.

5600X থেকে 47% ফাস্ট 12600k?

Leaked CPU-Z বেঞ্চমার্ক অনুসারে 5600x থেকে Multicore workload এর দিক দিয়ে Ryzen 5 5600x থেকে 47% পর্যন্ত এগিয়ে রয়েছে Intel Core i5 12600k.

আরেকটি ভ্যালিডেটেড বেঞ্চমার্ক এর তথ্য মতে আগের প্রজন্ম, অর্থাৎ Core i5 11600k থেকে 50% এগিয়ে রয়েছে 12600K. এই বেঞ্চমার্ক টিও করা CPU-Z এ।

Share This Article

Search