Deepcool AK400 Zero Dark Plus রিভিউ

এয়ারকুলারের বাজারে যেন বিপ্লব চলছে শেষ কয়েক বছর ধরে। যে ব্রান্ড গুলো বাজেটরেঞ্জে অত্যন্ত ভালো ভালো কুলার আনছে তাদের মধ্যে Deepcool অন্যতম।আজকে আমরা রিভিউ করবো Deepcool এর অন্যতম জনপ্রিয় CPU Cooler AK400 এর  Dual Fan Version, অর্থাৎ AK400 Zero Dark Plus । স্পেকস, ডিজাইন,লুকস,পারফর্মেন্স নিয়ে কথা হবে ও শেষে জানাবো আমাদের মতামত।

 

Deepcool AK400, AK400 WH, Zero and AK400 Zero Dark Plus

Deepcool এর জনপ্রিয় বাজেট CPU Cooler AK400 এর বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে,Zero Dark নামের একটি কালো ভ্যারিয়েন্ট রয়েছে,। WH বা সাদা ভ্যারিয়েন্ট ও পাওয়া যায়। এই ভ্যারিয়েন্টগুলোর স্পেসিফিকেশন সবগুলোরই হুবহ একই, দাম ও ১০০/২০০ টাকার পার্থক্য। আমাদের দেশে Deepcool AK400 Price বর্তমানে ২৩০০ টাকা, আর সাদা রঙে যেটি আসে, সেটার দাম ২৬০০ টাকা মত। তবে আমরা যেটা রিভিউ করছি সেটায় রয়েছে অতিরিক্ত একটি ফ্যান, Zero Dark বা ব্লাক এডিশনেরই এক্সটেন্ডেড ভার্সন বা Plus version এটা। এটার দাম দেশের বাজারে ৩৩০০ টাকা। যদিও Zero Dark plus বেশ কয়েকমাস ধরেই বাজারে নেই।

প্রথমে চলুন দেখে নেওয়া যাক Zero Dark Plus এর স্পেকস, ডিজাইন ও অন্যান্য ভ্যারিয়েন্ট এর সাথে পার্থক্যঃ

AK400 Zero Dark Plus Specs

কুলারটি AMD এর Ryzen  1000 থেকে 5000 সিরিজের সকেট অর্থাৎ AM4 এর সাথে কম্প্যাটিবল, একই সাথে সর্বশেষ AM5 সকেটের  Zen4 বা Ryzen 7000 সিরিজের সাথেও কম্প্যাটিবল। অর্থাৎ AMD এর Ryzen যুগের সমস্ত ডেস্কটপ প্রসেসরেই Zero Dark Plus চালানো যাবে। ইন্টেলের ক্ষেত্রেও LGA1700/1200/1151/1150/1155 সকেটের প্রসেসর, অর্থাৎ 6Th Generation থেকে আজকের দিনের 13Th Gen এর সকল প্রসেসরই এই কুলারটির সাথে কম্প্যাটিবল।

ফ্যান,হিটসিংক সহ সম্পুর্ণ কুলারের ডাইমেনশন 127×123×155 mm(L×W×H) ফ্যানের ডাইমেনশন 120×120×25 mm(L×W×H)  ও হিটসিংকের ডাইমেনশন 120×45×152 mm(L×W×H)  কুলারটির ওজন ৮০২ গ্রাম, অন্যদিকে সিঙ্গেল ফ্যানের ভ্যারিয়েন্টির ওজন আরো ১৫০ গ্রাম কম।

তবে ফ্যান স্পিডে বেশ কমবেশ রয়েছে দুটি ভ্যারিয়েন্টে, ডুয়াল ফ্যান, অর্থাৎ Zero Dark plus এর সর্বোচ্চ ফ্যান স্পিড কিছুটা কম, ১৬৫০ আরপিএম, অন্যদিকে সিঙ্গেল ফ্যানের স্পিড সর্বোচ্চ ১৮৫০ আরপিএম, অর্থাৎ ২০০ আরপিএম বেশি। ফ্যানগুলো সেপারেবল, পরিবর্তন করা যাবে।

স্পেসিফিকেশন বলতে গেলে ৯০% ই একইরকম। দুই ক্ষেত্রেই চারটি করে হিটপাইপ রয়েছে ।ফ্যানের নয়েজ ২৮-২৯ ডেসিবেল। এয়ারপ্রেশার Zero Dark Plus এর 1.62 mmAq, সিঙ্গেল ফ্যানের ক্ষেত্রে তা কিছুটা বেশি , 2.04 mmAq ।ফ্যান এয়ারফ্লো ও একই ভাবে সিঙ্গেল ফ্যানের ক্ষেত্রে কিছুটা বেশি, ( 66.47 CFM ও 59.46 CFM যথাক্রমে) । কুলারের হাইট 155 mm, আপনার কেসিং এর স্পেসিফিকেশন এর সাথে কেনার আগেই মিলিয়ে নিবেন। তবে আজকালকার বেশিরভাগ কেসিং এর সাথেই ভালোভাবে কম্প্যাটিবল হওয়ার কথা  এই কুলারটি। র‍্যামের হাইট নিয়ে চিন্তা করতে হবে না কেননা ডুয়াল ফ্যান হলেও সিঙ্গেল হিটসিংকের কারণে খুব বেশি জায়গা দখল করে না এটি।

Zero Dark Plus এর Zero বলতে এখানে বোঝানো হয়েছে জিরো আরজিবি, অর্থাৎ কোনো আরজিবির সুব্যবস্থা নেই।

details: official site

Gallery:

মডেল এর জন্য সম্পুর্ণ কুলারটিই কালো থিমে বানানো। একদম মাঝে ডিপকুলের লোগো রয়েছে যার রঙ অনেকটা সবুজ/পেস্ট কালারের মত। হিটসিঙ্কের উপরেও এক কোনায় লোগো দেখা যায়। হিটসিংকের কোল্ড প্লেটটি কপার এর , হিটপাইপ গুলোও কপারের তৈরী। হিটসিংকের ফিনগুলো অবশ্য এলুমিনিয়ামের। হিটপাইপগুলো সরাসরি যুক্ত cold plate এর সাথে। হিটসিংকটিতে ফিন এর সংখ্যা মোট  ৫৪ টি।ফিন গুলোর ডিজাইনের নাম unique matrix array দিয়েছে ডিপকুল।  কুলার এর কিছু ছবি নিচে যুক্ত করে দিচ্ছি , আমার  system সিস্টেমটিতে ৭ মাস আগেই কুলারটি লাগানো হয়েছে কিন্ত সে সময় আলাদাভাবে কোনো ছবি তোলা হয়নি বিধায় এখন internet এবং অফিশিয়াল সাইটের ছবি গুলোই ভরসা।

official pictures:

hwcooling pictures:

whats in the box:

বক্সে হিটসিংক, দুটি ফ্যানের পাশাপাশি ম্যানুয়াল, ফ্যান স্প্লিটার (দুটি ফ্যানের জন্য একটি PWM Single Connection), AMD,Intel এর মাউন্টিং কিট,ব্রাকেট এবং স্ক্রু ,অর্থাৎ ইন্সটলেশনের জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জামাদিই বক্সে রয়েছে।

image credit:hwcooling

Testing:

এই বাজেট কুলারটিকে আমরা টেস্ট করেছি যে সিস্টেমে তাতে রয়েছে  Ryzen 5 5800X (105-150W) প্রসেসর, Gigabyte X470 Aorus Gaming 5 Wifi মাদারবোর্ড, Corsair Vengeance RGB PRO 8GB 3200 MHz (4 sticks, total 32G) র‍্যাম, Asus Turbo GTX 1080 Ti 11G Graphics Card, Deepcool DQ750ST Gold Certified 750W Power supply. সিস্টেমটিকে ইন্সটল করা হয়েছিল Antec DF700 FLUX White কেসিং এ যাতে Pre installed ৫টি ও আরো ৪টি Cheap aftermarket cooler ,অর্থাৎ মোট ৯টি ফ্যান রয়েছে।

মুলত চারটি টেস্টিং করা হয়েছে। প্রথমটি সিস্টেম কে একেবারেই idle অবস্থায় রেখে, অর্থাৎ সামান্য কিছু background apps ছাড়া আর কিছুই ছিল না এরকম অবস্থায় মিনিট দশেক ফেলে রাখা হয়েছে।

আরেকটি টেস্টিং এ ফায়ারফক্স ব্রাউজিং (সোশ্যাল মিডিয়া,ইউটিউব, অন্যান্য পেজ) (2 adblockers,total 7 extensions), Microsoft word,ভিএলসি প্লেয়ার এ ভিডিও প্লেব্যাক, ইউটিউবে 1440P 60FPS ভিডিও প্লেব্যাক, general Microsoft file manager exploration, অর্থাৎ সব কিছু মিলিয়ে mixed multitasking এর পারফর্মেন্স টেস্ট করা হয়েছে।

গেমিং এ ২,৩টি গেমের গেমপ্লে করে টেম্পারেচার রেকর্ড করা হয়েছে।

এবং সর্বশেষ Cinebench R23 এর Single Core, Multi Core বেঞ্চমার্কের টেম্পারেচার মনিটর করা হয়েছে।

Idle (zero activity)

পিসি চালু করে ১০ মিনিট কোনো external command বা User Command ছাড়া প্রসেসর এর Temperature কেমন থাকে সেটা এখানে পরীক্ষা করার চেষ্টা করেছি। এই সময়ে Ambient Temperature ছিল ৩২ ডিগ্রী সেলসিয়াস। যাই হোক, এই টেস্টিং এ আমরা Average temperature পেয়েছি ৪৩ ডিগ্রী সেলসিয়াস, সর্বোচ্চ ৫৩ ডিগ্রী সেলসিয়াস টেম্পারেচার উঠেছিল এই সময়, সর্বনিম্ন রিডিং পাওয়া গিয়েছে ৪১। শীতকালে এক্ষেত্রে গড় মোটামুটি ৩১-৩৫ এর মধ্যেই থাকে। এই ব্যাপারে পরবর্তীতে আরেকটু আলোচনা করা হবে।

Idle Regular casual usage

ক্যাজুয়াল বা রেগুলার ইউজের সময় ১০-১৫ মিনিটের টেস্টিং সেশনে সর্বোচ্চ টেম্পারেচার ছিল ৭৪ ডিগ্রী সেলসিয়াস, এভারেজ টেম্পারেচার ছিল ৫৫ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন টেম্পারেচার পেয়েছি ৪৭ ডিগ্রী। Ryzen 5 5800x সম্পর্কে অনেকেই জানেন যে এটা Zen3 আর্কিটেকচারের একদম হায়ার টিয়ারের প্রসেসরগুলোর মধ্যে একটি, ১০৫ ওয়াট টিডিপির এই প্রসেসরটি সেমিফ্লাগশিপ প্রসেসর হিসেবে এমনিতেই একটু বেশি গরম হয়ে থাকে।সেই হিসেবে ৩৪ ডলারের বাজেট কুলার হিসেবে Zero Dark Plus ভালো কাজই করেছে বলতে হবে।টেস্টিং এর সময় ঘরের তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রী সেলসিয়াস। যেহেতু AK400 এর বেইজ ভ্যারিয়েন্ট আর Dual fan এর Zero Dark Plus এর স্পেকস এর পার্থক্য অতি সামান্য, তাই বলা যায় যে AK400 ও এই ধরনের পরিস্থিতিতে মোটামুটি এরকম টেম্পারেচার রিডিং ই দেবে।অর্থাৎ রেগুলার ইউজে কোনো সমস্যা হওয়ার একেবারেই সমস্যা নাই।পোস্টের শেষে বিস্তারিত কথা হবে এই বিষয়ে।

***এই সিস্টেমে AK400 Single Fan/Base variant ও  এই টেস্টে একই ধরনের রেজাল্ট দেবে***

Casual Usage with 1440P 60FPS Screenrecording:

ইন্টারনেট ব্রাউজিং,সোশ্যাল মিডিয়া ব্রাউজিং,মেসেঞ্জার App ও ইউটিউবে 1080p live stream এর সাথে ব্যাকগ্রাউন্ডে 1440P 60FPS এর স্ক্রিন রেকর্ডিং চালু থাকা অবস্থায় বেঞ্চমার্ক করেছি ।এতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৭১ ডিগ্রী, গড় তাপমাত্রা ছিল ৬৩ ডিগ্রী ও সর্বনিম্ন তাপমাত্রা ৫৫ ডিগ্রী পর্যন্ত নেমেছিল।

AK400 base variant এও একই রকম এর রেজাল্ট পাওয়া যাবে

Gaming:Forza Horizon,God Of War,Returnal,Uncharted

5800X এর সাথে সাধারণত বেশিরভাগ মানুষই Mid Range, Higher Midrange এর গ্রাফিক্স কার্ডগুলোই চালান, গেম গুলোও খেলেন 1440p রেজুলুশনে। আমিও কয়েকটি গেম টেস্ট করেছি 2K রেজুলুশনে।

Forza Horizon 5 টেস্ট করা হয়েছে Ultra, Very High মিলিয়ে, কিছু সেটিংস আল্ট্রা থেকে কমিয়ে ভেরি হাই করা হয়েছে CPU Usage বাড়ানোর জন্য, একই সাথে বেশি এফপিএস পাওয়ার জন্য। এভারেজ টেম্পারেচার ছিল ৭০ ডিগ্রী, ম্যাক্সিমাম ছিল ৭৫ ডিগ্রী । তবে এ ফ্রেমরেট অনেক বেশিই unpredictable, গেম সেশন কতক্ষণের, কি ধরনের এক্টিভিটি হচ্ছে, মেনু বা কাস্টোমাইজেশন স্ক্রিনে কতক্ষণ সময়ক্ষেপণ করা হচ্ছে, ম্যাপের কোন এলাকায় ড্রাইভ করা হচ্ছে এগুলোর উপর টেম্পারেচার বেশ fluctuate করে।

god of war

GOD Of War এও অনেক জায়গাতেই টেম্পারেচার এর পার্থক্য হয়, কিছু জায়গা আছে অনেক বেশি CPU intensive, সেসব জায়গায় টেম্পারেচার বাড়ে, আবার কিছু জায়গায় কম থাকে। God of War এ গড়ে টেম্পারেচার ছিল ৭৩ ডিগ্রী, এটা স্থান ভেদে কমবেশি হতে পারে। সর্বোচ্চ টেম্পারেচার পেয়েছি ৮০ ডিগ্রী যেটা অনেক ক্ষেত্রেই কম বেশি হতে পারে যা রেগুলার গেমপ্লে তে আমি প্রমাণ পেয়েছি।

Returnal

Returnal গেমটা খেলার সময়  এভারেজে ৭২ ডিগ্রী টেম্পারেচার ছিল ,সর্বোচ্চ তা ৮০ উঠেছে ,সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬৫।

Uncharted

Uncharted এর ক্ষেত্রেও টেম্পারেচার বেশ কিছুটা হাই পেয়েছি। গড়ে ৭৯, সর্বোচ্চ ৮৩। সর্বনিম্ন ৭৩।

AK400 base variant এও একই রকম এর রেজাল্ট পাওয়া যাবে

গেমে ক্লক স্পিড ও আমার সব মিলিয়ে অভিজ্ঞতাঃ

5800X এর সাথে AK400 Zero Dark Plus আমি ব্যবহার করছি প্রায় ৮ মাস। গেমে বিভিন্ন স্থানভেদে টেম্পারেচার গড়ে ৬৫-৭০ এর মধ্যেই উঠানামা করে। বিশেষ করে ২কে তে যদি ফ্রেম ৬০ এ লক করে খেলা হয় তাহলে বেশ অনেকটাই কম থাকে, আর আনলক করে খেললে এরকম ৭০-৭২ এর আশেপাশে।

ক্লক স্পিডের কথা যদি বলি, টেম্পারেচার যাই থাকুক না কেন, সবসময় সব জায়গাতেই ক্লক স্পিড থাকে 4.7-4.75-4.8 গিগাহার্জ থেকে সর্বোচ্চ 4.85 Ghz। আর সর্বনিম্ন ক্লক স্পিড থাকে 4.65-4.6 ,মাঝে মাঝে কয়েক সেকেন্ড এর জন্য ৪.৬/৪.৬৫ এ নেমে আসে। অর্থাৎ ক্লক স্পিড কখনো ড্রপ করে না। প্রথম বেশ কয়েক মাস 1080p তে গেম খেলেছি তখন 4.8Ghz ই বেশিরভাগ স্টেবল থাকতো, বর্তমানে 4.7 Ghz থাকে 2k রেজুলুশনে। বলে রাখা ভালো ,5800X এর বুস্ট ক্লক 4.8 GHz । অর্থাৎ নিয়মিত  4.7-4.75 স্পিড ধরে রাখার ব্যাপার যথেষ্ট ভালো ।

Cinebench Stress

Cinebench R23 এর স্ট্রেস টেস্ট ব্যবহার করা হয়েছে প্রসেসরের স্টেবিলিটি ,পারফর্মেন্স টেস্ট করা হয়েছে যে সর্বোচ্চ প্রেশারে এই কুলার কেমন পারফর্ম করে , প্রসেসরটিকে ঠান্ডা রাখতে পারে কি না ও প্রসেসরটি তার সর্বোচ্চ পটেনশিয়ালে চলতে পারে কি না, নাকি হিটিং এর জন্য স্ট্রাগল করে, ক্লক স্পিড কমিয়ে নেয়।আর স্কোর গুলো দেখেও বোঝা যাবে এই সিস্টেমে প্রসেসরের স্পিড আপ টু দা মার্ক আছে নাকি বিলো পার আছে।

যাই হোক, সিঙ্গেল কোরে 5800X এর স্কোর পাওয়া গিয়েছে 1539। সিঙ্গেল কোরে এই স্কোরটা কিছুটা বিলো পার। এই সময় গড় তাপমাত্রা ছিল ৭৪ ডিগ্রী, সর্বোচ্চ ৮০। ইন্টারনেট ঘেটে যতটুকু বুঝলাম, এই স্কোর অন্যান্যদের থেকে (5800X owners), সামান্য কম। ৭৪ ডিগ্রী খুব যে বেশি তাও নয়, আর স্কোর এর ব্যাপারে মাদারবোর্ড এর ও প্রভাব থাকে।

Multicore, মাল্টিকোর বেঞ্চমার্কই আসলে প্রসেসরের জন্য প্রকৃত স্ট্রেস টেস্ট বলা যায়। সবগুলো কোর তাদের সর্বোচ্চ স্পিডে চলার চেষ্টা করে যেখানে, ১০০% ইউসেজে। এই টেস্টে Multicore score পাওয়া গিয়েছে ১৪৫৪৭। এই স্কোরটাও 5800x এর জন্য এভারেজ সিস্টেমে কিছুটা কম। ফ্লাগশিপ বোর্ড,লিকুইড কুলিং এ অপ্টিমাল এম্বিয়েন্ট টেম্পারেচারে ১৬ হাজার ছুতে পারে 5800X এর স্কোর। সেক্ষেত্রে এই স্কোর একদমই খারাপ সেরকম ও নয়।

তবে টেম্পারেচার এর কথা যদি বলি, টেস্টের পুরোটা সময়েই ৮৯-৯০ ডিগ্রী টেম্পারেচারে রান করছিল প্রসেসরটি। এভারেজ টেম্পারেচার ছিল প্রায় ৮৯ ডিগ্রী সেলসিয়াস। অল কোর ফ্রিকোয়েন্সি ছিল 4.4 Ghz যা ৫০-১০০ মেগাহার্জ কম বেস্ট রেজাল্ট থেকে।


অবশ্য টেম্পারেচার ড্রপ করার জন্য ক্লক স্পিড,পাওয়ার ড্র ড্রপ হতে দেখিনি। পুরোটা সময়েই হাই টেম্পারেচারেই  সিপিইউ চলেছে, এবং ১৪০-১৪৫ ওয়াট পাওয়ার ধারাবাহিকভাবে কনজিউম করেছে।

তবে, AK400 Zero Dark Plus 5800X কে ফুল লোডে ঠান্ডা রাখতে ব্যর্থ। সিনেবেঞ্চের স্ট্রেস টেস্ট হতে আমরা এটুকু অবশ্যই বুঝতে পারছি। আরো ৪/৫ ডিগ্রী কম তাপমাত্রা থাকলে মাল্টিকোরের স্কোর ১৫ হাজার -সাড়ে ১৫ হাজার স্পর্শ করতো।4.4 Ghz অল কোর স্পিড ও সেক্ষেত্রে বেড়ে 4.45 বা 4.5 থাকতো।।

AK400 base variant এও একই রকম এর রেজাল্ট পাওয়া যাবে

CPU-Z bench

CPU Z এর বেঞ্চমার্কে অবশ্য বেশ ভালো রেজাল্ট পেয়েছি, সিঙ্গেল কোরে ৬৪৯ যা কি না CPU-Z validator সাইটের থেকে মাত্র ১ কম, অর্থাৎ margin of error বলা যায় একে। আর Multicore এ স্কোর পাওয়া গিয়েছে ৬৫১৫ যা Validation সাইটের ৬৫৩৫,৬৫৯৩ এর কাছাকাছি বলা যায় , 0.5-1% এর মধ্যে মাত্র পার্থক্য টা।

Final words: Performance Analysis, কেমন কুলার??? কাদের জন্য??

5800X একটি ফ্লাগশিপ জিপিইউ না হলেও AMD এর Zen3 এর ফ্লাগশিপ ক্যাটাগরির ঠিক আগের টিয়ারের CPU ,সেমি ফ্লাগশিপ বলা যায়। অত্যন্ত পাওয়ারফুল,একই সাথে অত্যন্ত পাওয়ার ডিমান্ডিং প্রসেসর, ডিফল্ট TDP যেটার ১০৫ ওয়াট, ফুল মাল্টিকোর লোডে যেটা ১৫০ ওয়াট থেকে ১৬০ ওয়াট ও কনজিউম করতে পারে ভালো কুলিং নিশ্চিত করা সাপেক্ষে, আর এভারেজ কুলিং এ ১৪০ ওয়াট। সেই হিসেবে একটা ৩০-৩৫ ডলারের কুলার এটাকে সম্পুর্ণ বরফ করে ফেলবে, তাও আবার বাংলার গ্রীষ্মের সময়, কল্পনাও করা যায় না,আশাও করা উচিত না। সব বিবেচনায় AK400 Zero Dark Plus খারাপ করেনি। রেগুলার ইউসেজ এর ক্ষেত্রে 5800X এর জন্য ও AK400 Zero Dark Plus সম্পুর্ণ Fine বলা যায়। এবং এই ধরনের যতগুলো প্রসেসর আছে সেগুলোর জন্য ও ।

কাদের জন্য?

তবে এই কুলারটা আসলে কাদের জন্য? কারা নিবেন?? যেহেতু এটা একটা বাজেট কুলার, বাজেট সিপিইউ গুলোর জন্যই এটা আদর্শ। 5800x এর থেকে লোয়ার টিয়ারে থাকা প্রতিটি প্রসেসরেই টেম্পারেচার আমাদের টেস্টিং এ যা পাওয়া গিয়েছে তার থেকে অনেক কম থাকবে।  যারা Ryzen 5000,3000 সিরিজের প্রসেসর গুলো ব্যবহার করছেন যেমন Ryzen 5 5600X,5600,5500,5600G, Ryzen 7 5700G, 4700G , Ryzen 5 3600,3600x,3700x,3500x কিংবা Intel Core i5 11400,11600k,12400,12500, core i3 13100,12100 থেকে i5 12600K পর্যন্ত প্রসেসর খুবই ভালোভাবে নিয়ন্ত্রণ করতে  করতে পারবে Deepcool AK400।

অর্থাৎ সহজ কথায় দেশের বাজারে ১০-২০ হাজার কিংবা ২২/২৩ হাজার বাজেট পর্যন্ত যত প্রসেসর আছে, সবগুলোর জন্যই Deepcool AK400 যথেষ্ট ও ঠিকঠাক। নরমাল ইউজ হোক বা গেমিং বা হেভি ইউজ, সবক্ষেত্রেই এই সব প্রসেসর থেকে  ফুল পারফর্মেন্স পাবেন এই কুলারে, (অবশ্যই মাদারবোর্ড মডেল এর উপরেও পারফর্মেন্স নির্ভর করে)।

Ryzen 5 5600x,5600,5500,3600,3600X,5600G কিংবা 5700G, একই ভাবে ইন্টেলের 11400,11600k,12400,12500,12600k,13100,12100 এর মত প্রসেসর গুলোতে আমাদের টেস্টিং এ যেরকম রেজাল্ট পাওয়া গিয়েছে তার থেকে অনেক ভালো রেজাল্টই পাওয়া যাবে (মোটামুটি এভারেজ মানের এয়ারফ্লো দেয় এরকম কেসিংয়েও।)। যেরকম আমরা একদম idle এ  গড়ে ৪৩ ডিগ্রী সেলসিয়াস পেয়েছি ,অন্যন্য প্রসেসরে ৪০ এর নিচে থাকবে এই গড় তাপমাত্রা, সর্বোচ্চ পেয়েছি ৫৩, সর্বোচ্চ অন্যান্য প্রসেসরের ক্ষেত্রে ৪৫-৪৬ এর আশেপাশে বা এর থেকেও কম থাকবে। এবং সিনেবেঞ্চের মাল্টিকোর লোডে এসব প্রসেসর থেকে ৮০ ডিগ্রী বা সর্বোচ্চ ৮২/৮৩ ডিগ্রীই পাওয়া যাবে তাপমাত্রা, কিছু ক্ষেত্রে ৮০ এর কম ও পাওয়া যেতে পারে।

আবার গেমিং এ বেশিরভাগ ক্ষেত্রেই সর্বোচ্চ টেম্পারেচার ৭৫ এর আশেপাশেই থাকবে ও গড়ে তাপমাত্রা সবসময়ই ৭০ এর নিচে থাকবে এসব প্রসেসরে।

এভারেজ ওয়ার্কলোড বা সাধারণ কাজকর্মে এই গরমের দিনে গড় তাপমাত্রা 5800x এর ক্ষেত্রে ছিল ৫৬, ৬ কোরের বেশিরভাগ প্রসেসরেই তা ৫০ এর নিচে থাকবে, সর্বোচ্চ ছিল ৭৪, ৬ কোরের প্রসেসর বা 5600G,5700G এর মত APU তে তা ৬৫ এর বেশি যাওয়ার কথা নয়।

একইভাবে গেম গুলোতেও টেম্পারেচার ৭০ ডিগ্রীর নিচেই থাকবে বেশিরভাগ ক্ষেত্রে।

Another note

এবং, আরো একটি বিষয়, যারা শুধুমাত্র গেমিং করবেন, সেক্ষেত্রে Core i5 12600K,13600K,Ryzen 7 5700X,5800X এর মত প্রসেসর এর সাথে  নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন Deepcool AK400 Zero Dark Plus। গেমিং এ এই প্রসেসরগুলোর থেকে সর্বোচ্চ পার্ফরমেন্স ই পাবেন , তাপমাত্রা ও নিয়ন্ত্রণে থাকবে কারণ গেমিং বেশিরভাগ ক্ষেত্রেই GPU দিয়েই লিমিটেড থাকে, এমনকি CPU Based গেমেও  1080p রেজুলুশনেও তাপমাত্রা কখনো থ্রটল টেম্পারেচারের কাছাকাছি ও যাবে না যেখান থেকে পারফর্মেন্স ড্রপ, স্টাটার বা ল্যাগ শুরু হবে। বরং তাপমাত্রা বেশিরভাগ ক্ষেত্রেই ৭০ ডিগ্রীর নিচেই থাকবে।

ফ্লাগশিপের নিচে মিড-হাই এন্ড প্রসেসরগুলোতে সিঙ্গেল কোর ওয়ার্কলোডের জন্যও এই কুলার মোটামুটি ঠিক আছে ।

আরেকটি ব্যাপার, গেম যারা 1440p বা 2K রেজুলুশনে খেলবেন, যাদের লেটেস্ট জেনারেশন বা গত কয়েক বছরে রিলিজ হওয়া ৩০০-৪০০-৫০০ ডলার বা এর থেকেও দামি জিপিইউ আছে যেমন RTX 3060,3060 Ti, 4060, 4060 Ti, 3070, 3070 Ti,RX 6600 XT/6650 XT/6700 XT /ARC A770 16G এবং আল্ট্রা সেটিংসেই বেশিরভাগ গেম খেলবেন বা খেলে থাকেন, তাদের ক্ষেত্রেও এই কুলার সম্পুর্ণ ঠিক ঠাক আছে কেননা 2k রেজুলুশনে লোড বা প্রেশার প্রসেসর থেকে গ্রাফিক্স কার্ডের দিকেই বেশি চলে যায়, সেটিংস যদি ভেরি হাই বা আল্ট্রা/এপিক/এক্সট্রিম থাকে, তাহলেও গ্রাফিক্স কার্ডের উপরেই লোডটা বেশি চলে যায়, তখন GPU Bound Scenario তৈরী হয়।

***এককথায় ৬৫ ওয়াট টিডিপির যে সমস্ত প্রসেসর আছে, এর সবগুলোই AK400 এর নিচে (কুলারের নিচেই প্রসেসর বসে যেহেতু) ঠান্ডা থাকবে, সবসময়,সব পরিস্থিতিতে।***

অর্থাৎ হেভি ইউজ এর জন্য হলে সকল বাজেট প্রসেসর, 65 ওয়াটের প্রসেসর, গেমিং এর জন্য হলে মিডরেঞ্জ ৩০ হাজার টাকার প্রসেসরগুলোতেও এই কুলার লাগানো যাবে। বিশেষ করে 1080p এর থেকে উপরের রেজুলুশনে টেম্পারেচার আরো কিছুটা কম থাকবে।

কাদেরই বা এর থেকে দূরে থাকা উচিত???

এখন আসা যাক , কারা এই কুলারটা নিবেন না, এক কথায় এই কুলার কাদের জন্য না। ৮ কোর,১০ কোর,১২ কোরের প্রসেসর যারা চালান বা চালাবেন,সেগুলো দিয়ে সিপিইউ ডিমান্ডিং কাজই সারাদিন করবেন, রেন্ডারিং, এক্সপোর্ট,ভিডিও এডিটিং, এক কথায় সিপিইউ তে বড় রকমের লোড পরবে এরকম কাজ যারা নিয়মিত করবেন তারা এই কুলার নিবেন না কারণ সেক্ষেত্রে থার্মাল থ্রটলিং হবে, টেম্পারেচার নিয়ন্ত্রণে থাকবে না, আপনি আপনার প্রসেসর থেকে সর্বোচ্চ পারফর্মেন্স বের করতে পারবেন না, ল্যাগ,স্টাটার এর সম্মুখীন হতে হবে।

Cinebench Multicore স্কোর থেকে এটা স্পষ্ট যে AK400 Zero Dark Plus 5800X সম্পুর্ণ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ব্যর্থ।

Ryzen 7 5700X, 5800, 5800X3D,Ryzen 7 7700x and above, Ryzen 5 7600X, Core i5 13500,Core i5 13600K And above, All 12th gen processors above 12600K , এই সমস্ত প্রসেসরের ক্ষেত্রে AK400 নেওয়াটা বোকামি হবে, thermal throttling এর শিকার হতে হবে, ওভারহিট হবে প্রসেসর এবং সর্বপরি আপনি optimal পারফর্মেন্স পাবেন না। কেননা এগুলো সবই high-end প্রসেসর, AK400 এর জন্য না।এসব ক্ষেত্রে AK600 বা আরো ভালো যেসব এয়ার কুলার রয়েছে বা ভালো কোয়ালিটির লিকুইড কুলার রয়েছে সেগুলো নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ ১৫০ওয়াট, ২০০ ওয়াট,২৫০ ওয়াট এর প্রসেসর এর জন্য এই কুলার নয়।

***রিয়েল লাইফের সব এপ্লিকেশন,সব টাস্ক বা সব সিপিইউ বেজড কাজেই যে সিপিইউ ১০০% অল কোরে ব্যবহ্বত হয় ব্য্যাপারটা তাও নয়। বরং সিনেবেঞ্চ এর স্ট্রেসটাই বলতে গেলে এক্সট্রিম লেভেলের বা সর্বোচ্চ।***

What about AK400 base variant?

উপরের সবগুলো কথাই AK400 এর জন্য ও সমানভাবে প্রযোজ্য, পারফর্মেন্স সেকশনের সব জায়গাতেই পারফর্মেন্স Zero Dark Plus ও Base variant এর একই রকম থাকবে।

আমার অভিজ্ঞতা ও মতামত

সব মিলিয়ে AK400 Zero Dark plus বাজেট কুলার হিসেবে যথেষ্ট ভালো করেছে। দাম অনুসারে এর পারফর্মেন্স প্রশংসা করার মত। ১০ এ সব মিলিয়ে আমি একে ৮ দেব।

 

Share This Article

Search